নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অশোক সমগ্র

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

ফুলের নাম : অশোক


সংস্কৃত : ashoka, Sita-ashoka, anganapriya, ashopalava, ashoka, asupala, apashaka, hemapushpa, kankeli, madhupushpa, pindapushpa, pindipushpa, vanjula, vishoka and vichitra
ইংরেজি ও কমন নাম : Ashoka, Sorrowless
বৈজ্ঞানিক নাম : Saraca indica

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং


বাংলাদেশে ৩ ধরনের অশোক ফুল আছে।

সাধারন "অশোক" ফুল হয় লালচে কমলা রঙ্গের থোকায়।

"হলুদ অশোক" বা "স্বর্ণ অশোক" এর রং হলুদ আর সাধারান অশকের চেয়ে কিছুটা ছড়ানো।

"রাজ অশোক" বা "উর্বশী" ফুলের রং লাল, ঝালরের মত ঝুলে থাকে।

এই ৩টি অশোক ফুলই দেখার এবং ছবি তোলার সৌভাগ্য আমার হয়েছে।

মজার বিষয় হচ্ছে এই তিনটি ফুল ছাড়াও আরেকটি গাছ আছে যাকে অশোক গাছ বলা হয়। আপনারা সবাই তাকে চিনেন। তার নাম "দেবদারু"। দেবদারু গাছের আরেক নাম "False ashoka tree" or "Ashoka tree"।



ফুলের নাম : হলুদ অশোক


অন্যান্য নাম : স্বর্ণ অশোক
ইংরেজি ও কমন নাম : Yellow Ashoka and Yellow Saraca
বৈজ্ঞানিক নাম : Saraca thaipingensis

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, ময়মনসিংহ।
ছবি তোলার তারিখ : ০৮/১২/২০১৭ ইং




ফুলের নাম : রাজ অশোক


অন্যান্য নাম : উর্বশী
ইংরেজি ও কমন নাম : Pride of Burma, Orchid tree, Tree of heaven
বৈজ্ঞানিক নাম : Amherstia nobilis

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং





গাছের নাম : দেবদারু


ইংরেজি ও কমন নাম : False ashoka tree, Ashoka tree
বৈজ্ঞানিক নাম : Polyalthia longifolia

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
বাংলাদেশে ৩ ধরনের অশোক ফুল আছে।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: গুড জব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

পার্থ তালুকদার বলেছেন: অশোক সমগ্র সুন্দর হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া প্রসংসার জন্য।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

তারেক ফাহিম বলেছেন: অাশোক অালাদা হলে গাছ কী অালাদা হবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বুঝলামনা আপনি কি জানতে চাইলেন।
এখানে ৩টি আলাদা আলাদা গাছের ফুলের ছবি আছে। আর শেষ ছবিটি ভিন্ন আরেকটি গাছের।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

সৈয়দ ইসলাম বলেছেন:



বসন্তের শুরুতে পাগলোর ছবি ব্লগ আসবে না;
সঠিক হয়ে গেল ভুল ভাবনা।

ধন্যবাদ ভায়ো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া স্যার

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৮

মলাসইলমুইনা বলেছেন: "সেই গান শুনি
কুসুমিত তরুতলে তরুণ-তরুণী
তুলিল অশোক-
মোর হাতে দিয়া কহিল,'এ আমাদেরই লোক'।"
(পরিচয়: রবীন্দ্রনাথ ঠাকুর)


স্কুল থেকেই (যখন প্রথম এই কবিতাটা পড়ি) আমি ভাবতাম এতো ফুল থাকতে অশোক ফুল হাতে দিয়ে অভ্যর্থনা করতে হবে কেন ? আজ আপনার ব্লগ দেখে মনে হলো হ্যা ঠিক আছে, এরকম সুন্দর ফুল হাতে দিয়ে অনেক কিছু বলা যায় | সুন্দর অশোক ফুল দিয়ে আরো সুন্দর করে বসন্ত বন্দনা করলো যেন আপনার এবারের ব্লগ |দেবদারুর ছায়ায় ঢাকা এই জায়গাটা মনে হয় বাংলাদেশেরই কোথাকার, তাই না ? নামটা পারলে বলবেন প্লিজ | ধন্যবাদ |

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া দাদা।
অশোকের ৩টি ফুলই যেমন রেয়ার তেমনি সুন্দর।

দেবদারুর ঝরাপায় ঢাকা পথটি এ-দেশেই। ছবির নিচে লেখা আছে ""ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।"" উদ্দ্যানের বাম দিকের শেষ কোনায় এই পথটুকু দেখতে পাবেন।
শুভকামনা আর শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.