নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে গিয়ে ছিলাম নারায়ণগঞ্জ সফরে। সদস্য আমরা এক পরিবারের চারজন। উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জের কিছু প্রাচীন ও দর্শনিয় স্থান ঘুরে দেখা। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বাড়ি থেকে। বাড্ডা থেকে আসমানী পরিবহনের বাসে ১ ঘন্টায় চলে আসি মদনপুর চৌরাস্তায়। রাস্তা পার হয়ে সকালের নাস্তা করে নিয়ে একটা সি.এন.জি অটোরিক্সা রিজার্ভ করি ৩০০ টাকায় গোটা আটেক স্থানে যাবো বলে। প্রথম লখ্য ছিল বন্দর মসজিদ বলে একটি পুরনো ৩ গম্বুজ মজিদ দেখার। কিন্তু সেটি খুঁজে বের করতে না পেরে চলে যাই কাছাকাছি থাকা ১নং ঢাকেশ্বরী দেব মন্দিরে। এখানে তারই কিছু ছবি রইলো।
বি.দ্র. : বেরাতে গেলে অনেকেই স্থাপনায় বা গাছের গায়ে নিজের নাম, তারিখ ইত্যাদি লিখে রাখেন। এটা কিন্তু খবই খারাপ একটা অভ্যাস। এই অভ্যাস থেকে আমরা দূরে থাকবো।
বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।
বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।
বাইরে থেকে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির।
১নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে আমার দুই কন্য।
সেলফি
ফলক
গুগল ম্যাপে
জিপিএস কোঅর্ডিনেশন : 23°39'39.1"N 90°31'40.5"E
পথের হদিস : ঢাকা থেকে বাসে মদনপুর চৌরাস্তায়, মদনপুর চৌরাস্তা থেকে শেয়ার সিএনজি বা ইজি বাইকে ঢাকেশ্বরী মন্দির।
১নং ঢাকেশ্বরী মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল "T Hossain House" নামের একটি পুরনো কিন্তু ঝকঝকে বাড়ি। তাই ঝটিকা সফরে নারায়ণগঞ্জ আগামী পর্বে দেখা হবে "T Hossain House"-এর সামনে।
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়অ মন্তব্যর জন্য।
সাথেই থাকুন, নারায়ণগঞ্জের আরো নানান প্রাচীন ও সুন্দর স্থাপনা দেখতে পাবেন এই সিরিজে।
২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০
মিথী_মারজান বলেছেন: ছবিগুলো সুন্দর।
মন্দির স্হাপনাটিও সুন্দর।
সেখানে যাতায়ত ব্যবস্থা মনে হয় তেমন ভালনা। আমি জানিনা অবশ্য।
আগে কখনো এটা সম্পর্কে কোথাও বিশেষ কিছু শুনিনি এবং এদিকটায় যাওয়াও হয়নি।
নারায়ণগঞ্জ আমার শহর।
তাই এই সিরিজ নিয়ে স্বাভাবিকভাবেই আমি একটু বেশি আগ্রহী।
আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে প্রাচীন স্হাপনাটি হাইলাইট করে পোস্টটি উপস্হাপন করার জন্য।
পরের পোস্টের অপেক্ষায় রইলাম।
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। কিভাবে যেতে হবে তা লেখা আছে পোস্টের শেষ অংশে।
এটা সম্পর্কে আমিও কোথাও কিছু পাইনি। একমাত্র তথ্য পোস্টের সেকেন্ড-লাষ্ট ফলকটি। আমি এর খোজ পেয়েছি আরো বছর দেড়েক আগে ঐ এলাকায় ভিন্ন আরেকটি মাজারে যাবার সময় দূর থেকে দেখে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
সাথেই থাকুন, নারায়ণগঞ্জের আরো নানান প্রাচীন ও সুন্দর স্থাপনা দেখতে পাবেন এই সিরিজে। যেগুলি আমার বড় মেয়েকে দেখানোর জন্যই মূলতো যাওয়া হয়েছে।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ঝকঝকে সব ছবি !!
আপনার কন্যারা ও বেশ মিষ্টি ;মেয়েদের জন্য শুভ কামনা ।
ধন্যবাদ শেয়ারের জন্য ।
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।
ভালো থাকবেন অহরহ।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ফটোগুলো ! মন্দির বন্ধ কেন ? এখানে পুজো হয় না এখন ? অনেক স্মৃতি আছে আমার ঢাকেশ্বরী কটন মিল নিয়ে ! ভালো লাগলো |মিথি, নারায়ণগঞ্জ আমারও শহর কিন্তু | আমার জন্ম কিন্তু শীতলক্ষ্যা পাড়ের শহর নারায়ণগঞ্জেই | মনে অনুখন গুঞ্জে আমি নারায়ণগন্জী !
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্দির বন্ধ হলেও পুজো হয় সেটা বুঝা গেছে।
পূজারি হয়তো তখন বাইরে কোথাও গিয়েছিলেন।
আমিও কিন্তু খুব দূরের না, আমার আদি এবং একমাত্র বাস ঢাকায়।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ
১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
বেশতো ঘুরছেন! আমাদেরও ভার্চুয়াল সফল করাচ্ছেন! অনেক ধন্যবাদ
+++