নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট সিক্স]

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

১। ফুলের নাম : ক্যামেলিয়া
ইংরেজি নাম : Camellia, Japanese Camellia.
বৈজ্ঞানিক নাম : Camellia japonica
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, ঢাকা।
তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

তনুকা বললে, ‘দামি দুর্লভ গাছ,
এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। '
জিগেস করলেম, ‘নামটা কী?'
সে বললে ‘ক্যামেলিয়া'।
চমক লাগল —
আর-একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে।
হেসে বললেম, ‘ ক্যামেলিয়া,
সহজে বুঝি এর মন মেলে না। '
-রবীন্দ্রনাথ ঠাকুর



২।ফুলের নাম : রঙ্গন
অন্যান্য নাম : রুক্মিনী, রক্তক, বন্ধুক, ঈশ্বর।
ইংরেজি নাম : Burning Love, Jungle Flame, Jungle Geranium, Flame of the woods, West Indian Jasmine.
বৈজ্ঞানিক নাম : Ixora coccinea
ছবি তোলার স্থান : নিজ বারান্দায়
তারিখ : ১৫/০৮/২০১৭ ইং

নিজের গাছের বৃষ্টি ভেজা রঙ্গীন রঙ্গন



৩।ফুলের নাম : দোলনচাঁপা
ইংরেজি নাম : Butterfly Ginger Lily, White ginger lily, Mariposa
বৈজ্ঞানিক নাম : Hedychium coronarium
ছবি তোলার স্থান : কামানখোলা জমিদার বাড়ি, লক্ষ্মীপুর
তারিখ : ১৮/০৮/২০১৭ইং

দোলনচাঁপা কিউবার জাতীয় ফুল



৪।ফুলের নাম : স্পাইডার লিলি
ইংরেজি নাম : Spider Lily, Beach Spider Lily
বৈজ্ঞানিক নাম : Hymenocallis Littoralis
ছবি তোলার স্থান : কামানখোলা জমিদার বাড়ি, লক্ষ্মীপুর
তারিখ : ১৮/০৮/২০১৭ইং




৫।ফুলের নাম : স্পাইডার লিলি
ইংরেজি নাম : Spider Lily, Beach Spider Lily
বৈজ্ঞানিক নাম : Hymenocallis Littoralis
ছবি তোলার স্থান : কামানখোলা জমিদার বাড়ি, লক্ষ্মীপুর
তারিখ : ১৮/০৮/২০১৭ইং




৬।ফুলের নাম : রক্তদ্রোণ
ইংরেজি নাম : Honeyweed, Chinese Motherwort, Little marijuana
বৈজ্ঞানিক নাম : Leonurus japonicus
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৭।ফুলের নাম : রক্তদ্রোণ
ইংরেজি নাম : Honeyweed, Chinese Motherwort, Little marijuana
বৈজ্ঞানিক নাম : Leonurus japonicus
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৮।ফুলের নাম : চন্দ্রপ্রভা, হলদে চন্দ্রপ্রভা, সোনাপাতি
বৈজ্ঞানিক নাম : Tecoma stans
ইংরেজি নাম : Yellow bells, Yellow trumpet, Yellow-Elder
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
তারিখ : ০৮/০৩/২০১৭ ইং




৯।ফুলের নাম : রাধাচূড়া
বৈজ্ঞানিক নাম : Poinciana Pulcherrima
ইংরেজি নাম : Pride of Barbados, Dwarf Poinciana, Flower Fence
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
তারিখ : ১৫/০৩/২০১৭ ইং

রাধাচূড়া বার্বাডোস এর জাতীয় ফুল



১০।ফুলের নাম : নেই
ইংরেজি নাম : Peony, Paeony
বৈজ্ঞানিক নাম : Paeonia suffruticosa
ছবি তোলার স্থান : চশমাশাহি মোঘল গার্ডেন, শ্রীনগর, ভারত।
তারিখ : ২৮/০৫/২০১৫ ইং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
পার্ট সেভেন এর অপেক্ষায়।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এসে যাবে কোনো একদিন।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

নূর-ই-হাফসা বলেছেন: ১ ,৩ আর ১০ কি দারুন ছবি । অনেক সুন্দর ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,





কতোদিন পরে "রক্তদ্রোণ" ফুলটি দেখলুম ! ছেলেবেলার পরে আর দেখিনি ।
ছেলেবেলায় ফুলটি তুলে বোটা চুষে চুষে মধু খেতুম ।

দোলনচাঁপা ফুলের ছবিটি স্নিগ্ধ ভালোবাসায় ভরিয়ে দিয়ে গেলো ।


১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের এলাকায় ছোট বেলায় কখনো রক্তদ্রোণটা দেখা যেত না। আমরা চিনতাম শ্বেতদ্রোণকে। ফুলের মধুটা এখনো মুখে লেগে আছে।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

অলিউর রহমান খান বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
অনেক কিছু শিখা হলো।
কিছু কিছু ফুল বেশ সুন্দর।
আমার খুবই ভালো লেগেছে পোষ্টি।

শুভেচ্ছা রইলো বিজয়ের মাসে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।
মন্তব্যের জন্য রইলো ধন্যবাদ আর শুভেচ্ছা জয়ের মাসের।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।

আমরা দু'টো রঙেই পেয়েছি। সাদাটার মধু বেশী হতো রক্ত রঙাটার চেয়ে । তখন অবশ্য ওদের নাম জানতুম না । আমরা তাই কোনও নামেই ডাকতুম না । আজই জানলাম নামটি - রক্তদ্রোণ, শ্বেতদ্রোণ।

শুভেচ্ছান্তে ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
তখন অবশ্য আমরাও নাম জানতাম না। অনেক পরে বড় হয়ে নাম জানতে পারি এর "দন্ডকলস"। দন্ডকলস এর অন্য নাম এই শ্বেতদ্রোণ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

মলাসইলমুইনা বলেছেন: বিউটিফুল ! সবগুলো ফতোয়া খুবই সুন্দর |তবুও নীল ব্যাকগ্রাউন্ডে রাঁধাচূড়ার ফটোটা নিশ্বাস বন্ধ হয়ে যাবার মতো সুন্দর | অসহ্য সুন্দর | পেওনি ফুলগুলো এখানে সামারে অনেক দেখি | আমার খুব ভালো লাগে | চোঁট বেলায় আমাদের নারায়ণগঞ্জের বাসায় ছিল হলুদ চন্দ্র প্রভার গাছ | গন্ধ নেই কিন্তু দেখাতো খুব সুন্দর | দোলনচাঁপার দুটো গাছ ছিল আমাদের বাসার সিঁড়ি থেকে নামতেই ওয়াক ওয়ের পাশে | ভুলেগেছি প্রতিবছর লাগতো না একটা গেছি অনেক বছর টিকে থাকতো | আপনার লেখাটা খুবই ভালো লাগলো | দিলেন ফুলের পোস্ট আর স্মৃতিটার পাতা থেকে ভেসে এলো যেন কিছু ফুলের ঘ্রাণ |খুব সুন্দর |

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব স্মৃতির এক ঝলক দেখলাম আপনার মন্তব্যে। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.