নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলের নাম : মধুমালতী, মধুমঞ্জরীলতা
ইংরেজি নাম : Chinese honeysuckle, Rangoon creeper
অন্যান্য নাম : রঙ্গন-কা-বেল, বারমাসী, লাল চামেলী।
বৈজ্ঞানিক নাম : Quisqualis indica
ছবি তোলার স্থান : নিজ বাড়ির বারান্দা, বাড্ডা, ঢাকা।
তারিখ : ১২/১১/২০১৭ ইং
কয়েকদিন আগে হয়ে যাওয়া বৃক্ষ মেলার শেষ দিকে ২৫০ টাকায় ফুল সহ এই মধুমালতী গাছটি কিনে এনে ছিলাম। তখন থেকেই ফুল আসছে। এখনো আসছেই......
২।
৩।
৪।
৫।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।
মন্তব্যের জন্য রইলো ধন্যবাদ।
আমরা অনেকেই এই ফুলটিকে মাধবীলতা বলে ভুল করি। আসরে এটিই মধুমালতী, মাধুরীলতা বা মধুমঞ্জরী ফুল।
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১
সোহানী বলেছেন: ও আমি কিন্তু মাধবীলতাই জানতাম। জুম করে ছবি তুলেছেন বলে প্রথমে বুঝতে পারিনি... এটি অনেক পরিচিত ফুল দেশের। ভালো লাগলো...
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শেষের ছবিগুলিতে জুম করা হয়নি।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
আখেনাটেন বলেছেন: প্রাইমারী স্কুলে প্রচুর গাছ সাথে ফুল ফুটে থাকত। বেশ কিছু খেলা খেলতাম এগুলো দিয়ে।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য রইলো ধন্যবাদ।
আমার খেলার সুযোগ না হলেও আমার কন্যারা এখন এই ফুর নিয়ে খেলতে পারে।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর স্নিগ্ধতা ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
মিথী_মারজান বলেছেন: চমৎকার ছবি!
আমিও তো এগুলোকে মাধবীলতা হিসাবেই জানি।
আপনার কালেকশনে থাকলে মাধবীলতার ও ছবি দিতে পারেন।
তাহলে পার্থক্যটা বুঝতে সুবিধা হত।
আপনি কিন্তু দারুণ ছবি তোলেন।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া প্রসংশার জন্য, যদিও আহামরি কিছু ছবি তুলতে আমি পারি না, সবটাই ক্যামেরার গুণ।
মাধবীলতার ছবি তোলার ভাগ্য আমার এখনো হয়নি। তবে উইকি বলছে ফুলিটি হচ্ছে এই-
৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ এত কষ্ট করে মাধবীলতার ছবি দেবার জন্য।
সত্যিই খুব অবাক হচ্ছি এতদিন এই সুন্দর প্রিয় ফুলটার ভুল নামটা জানতাম জন্য।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও একে মাধবীলতা নামেই চিনতাম।
পরে দেখি মাধবীলতা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফুলটি খুব সুন্দর ধারণ করেছেন। আগেও দেখেছি, কিন্তু এই ফুলের নামই যে মধুমালতী তা আগে জানতাম না। আজ জেনে ভালো লাগছে ভাই। কৃতজ্ঞতা রইল ভাই পোষ্টে।
শুভকামনা আপনার জন্য