নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই পর্বে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে ।
১। বারান্দায়.....
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > সাজেক।
সকাল কেটে গেলেই মেঘমাচাং এর এই বারান্দায় দৃশ্যপট বদলে যায়।
T O D - পূর্নিমায় মেঘের দেশে
২। নির্বাসনে যাবেন নাকি?
ছবি তোলার স্থান : আরু ভ্যালি, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৭/০৫/২০১৫ইং
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > আরু ভ্যালি।
T O D - কাশ্মীর ইভেন্ট
৩। সবুজের মাঝে
ছবি তোলার স্থান : চন্দ্রিমা উদ্যান, সংসদভবন, ঢাকা
তারিখ : ১০/০৪/২০১৭ ইং
৪। পেট্রোনাস টাওয়ার
ছবি তোলার স্থান : কুয়ালালামপুরে, মালয়েশিয়ার।
তারিখ : ১৮/১২/২০১০ ইং
৫। কৃত্রিম দ্বীপ
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
তারিখ : ০২/০৪/২০১৭ ইং
৬। Merlion
ছবি তোলার স্থান : মারলায়ন পার্ক, সিঙ্গাপুর।
তারিখ : ১৫/১২/২০১০ ইং
নির্জনতা
ছবি তোলার স্থান : মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
তারিখ : ২১/০৩/২০১৫ইং
পথের হদিস : ঢাকা > সাতক্ষীরা > নীলডুমুর > মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত।
T O D - সাতক্ষীরা হয়ে সুন্দরবন ইভেন্ট।
৮। হাজাছড়া ঝর্ণা
ছবি তোলার স্থান : হাজাছড়া ঝর্ণা, দিঘীনালা, খাগড়াছড়ী।
তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > হাজাছড়া ঝর্ণা।
এতো চমৎকার একটা ঝর্ণাতে যেতে তুলনামূলক পাহাড়ি পথে হাঁটার কষ্ট নাই বললেই চলে।
আমি গিয়ে ছিলাম TOD এর সাথে "পূর্নিমায় মেঘের দেশে" ইভেন্টে।
৯। নীল জলের ঢেউ
ছবি তোলার স্থান : কোরাল দ্বীপ, পাতায়া, থাইল্যান্ড।
তারিখ : ২০/১২/২০১০ইং
১০। কুঠিবাড়ি
ছবি তোলার স্থান : কুঠিবাড়ি, শিলাইদহ, কুষ্টিয়া।
তারিখ : ১৭/০৮/২০১২ইং
পথের হদিস : ঢাকা > কষ্টিয়া > শিলাইদহ > কুঠিবাড়ি।
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য বিজন দা
২| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: দশটি ছবিই সুন্দর। যাকে বলে অসাধারন।
খুব ভাল লাগল।
২ নং ছবিটা এত সুন্দর ! এমন স্থানে যে কেউ নির্বাসনে যেতে চাইবে এক কথায়।
অনেক ভাল থাকুন।
২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।
২নং ছবিটা দেখলেই আমার শুধু মনে হয় আহা যদি এখানে কয়েক রাত অন্তত কাটাতে পারতাম..।
৩| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১
মোঃ তানজিল আলম বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। এক কথায় অসাধারণ। ১০০ তে ১০০।
++++++++++
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অপাত্রে প্রসংশার জন্য ধন্যবাদ রইলো।
৪| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২০
তারেক ফাহিম বলেছেন: সময় সুযোগ আর অর্থ কোনাটাই একসাথে হয় না, বাস্তব ।
ছবিগুলো অনলাইনে দেখার সুযোগ দানে ধন্যবাদ।
২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সবটা হয়তো মন মত হয়না, তবে চেপেচুপে কোন রকমে মানিয়ে নিয়ে বেরিয়ে পরতে হয়।
৫| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪
নীল আকাশ ২০১৬ বলেছেন: মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাবার সোজা রাস্তাটা একটু বলবেন? সাথে খরচ?
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভাই সাতক্ষীরা থেকে যেতে হবে বুড়িগোয়ালীনির নীলডুমুর নৌঘাটে। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় শীতের মৌসুমে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে যাওয়া যাবে। ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগবে ৭/৮ ঘন্টা, ফিরতেও একই সময় লাগবে। সমস্যা হচ্ছে ওখানে যেতে আপনাকে বন বিভাগের অনুমতি নিতে হবে। সেগুলি কিকরে কি করতে হয় আমার জানা নেই। আমি TOD এর সাথে গিয়েছিলাম, দুই রাত ছিলাম সুন্দর বনেই। সব কিছু করেছে এ্যাডমিন সুজন ভাই। আমরা খুববেশী সম্ভব ৭৫০০ করে চাঁদা দিয়েছিলাম জন প্রতি।
৬| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
রাতু০১ বলেছেন: সুন্দর ছবিব্লগ।
২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
বিজন রয় বলেছেন: দৃষ্টিনন্দন, অপূর্ব।