নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুদিন আগে টিনের চালে বসে এভাবেই ইলশেগুড়ি বৃষ্টিতে ভিজছিল এরা।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ওরা মানুষের চেয়ে ভালো অবস্থানে আছে বন্যার বিষয়ে। কিন্তু আমরা মানুষ এবং পশু-পাখি সকলের জন্যই দুনিয়াটা বাসঅযোগ্য করে তুলছি।
২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো স্নিগ্ধ । আরো কিছু দিলে আরো বেশি ভাল লাগতো ।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আর কিছু দিলে সব একই রকম হয়ে যেত।
আসলে ছবি তোলার ঐসময় আমার ২ বছরের মেয়ে এসে পাখি দেখে বাকুম বাকুম [কবুতর, চড়ুই, কাক সব কিছুই ওর কাছে বাকুম] বলাশুরু করাতে ওরা সরে চলে যায় দূরে আমার পেয়ারা গাছে।
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭
অঘ্রান অভ্রু বলেছেন: চমৎকার, মন ভালো করা ছবি
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । আপনার মেয়ের মিষ্টি আহ্লাদ খুব চমৎকার । সবই বাকুম বাকুম!!! ওর জন্য অনেক শুভ কামনা ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো নিয়মিত বাকুমদের চাল দেয়া হয় ওর জন্য।
৫| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১
অপর্ণা সেন বলেছেন: বাংলার চড়ুই পাখিগুলো একদিন হারিয়ে যাবে নাতো!
ভালো লেগেছে।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: টিকে থাকবে না থাকার মত করে।
৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,
চমৎকার সব ছবি ।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯
খালিদ আহসান বলেছেন: বৃষ্টিতে পাখিটি চড়ুইভেজা (কাকভেজা) হচ্ছে।
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আর দুটি কাক ইলেকট্রিক খুটির আড়ালে বসে চড়ুই ভেজা হচ্ছিলো। তাদের ছবি তোলার মত ফ্রেমে পাইনি।
৮| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
মিরোরডডল বলেছেন: super cute!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: মনে হচ্ছে এই বন্যায় তারাও নিরাপদ আশ্রয় খুঁজতেছে ।আল্লাহু সকলের হেফাজত করুন।