নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই পর্বে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে।
১। বালিয়াপাড়া জমিদার বাড়ির সামনের অংশ
ছবি তোলার স্থান : বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৮/১০/২০১৬ইং
Save the Heritages of Bangladesh এর ২৫ তম ইভেন্ট
পথের হদিস : ঢাকা > আড়াইহাজার > বালিয়াপাড়া জমিদার বাড়ি।
২। ইন্ডিয়া গেট
ভারতের জাতীয় স্মৃতিসৌধ
ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।
তারিখ : ১৫/০৩/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > দিল্লী > ইন্ডিয়া গেট।
৩। বিরতী
ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৯/০৫/২০১৫ইং
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > গুলমার্গ।
T O D - কাশ্মীর ইভেন্ট
৪। শুভ্রসবুজ
ছবি তোলার স্থান : লেহ, কাশ্মীর, ভারত।
তারিখ : ১/৬/২০১৫ ইং
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > কারগিল > লেহ।
T O D - কাশ্মীর ইভেন্ট
৫। শুভ্রনীল
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন।
তারিখ : ২৭/০১/২০১২ ইং
পথের হদিস : ঢাকা > টেকনাফ > সেন্টমার্টিন > ছেড়াদ্বীপ।
৬। নীল জলে
ছবি তোলার স্থান : লালাখাল, সিলেট।
তারিখ : ২০/১০/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > সিলেট > লালাখাল।
৭। ঝর্ণা
ছবি তোলার স্থান : গুলমার্গ, কাশ্মীর, ভারত।
তারিখ : ২৯/০৫/২০১৫ইং
পথের হদিস : আমরা গিয়েছি ঢাকা > কলকাতা > জাম্মু > পেহেলগাম > শ্রীনগর > গুলমার্গ।
T O D - কাশ্মীর ইভেন্ট
৮। মেঘের রাজ্যে
স্থান : সাজেক, রাঙ্গামাটি।
তারিখ : ১৩/১০/২০১৬ইং
পথের হদিস : ঢাকা > খাগড়াছড়ি > দিঘীনালা > সাজেক।
সারাটা সকাল কেটে গেছে মেঘমাচাং এর এই বারান্দায় বসে।
T O D - পূর্নিমায় মেঘের দেশে
৯। আহসান মঞ্জিল
ছবি তোলার স্থান : আহসান মঞ্জিল, ঢাকা।
তারিখ : ৩০/০৯/২০১২ ইং
পথের হদিস : ঢাকা > পুরনো ঢাকার ইসলামপুরে > আহসান মঞ্জিল।
পরিদর্শনের সময়সূচী
গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকবে।
টিকেটের মূল্য তালিকা
প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশি শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশি দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, উল্লেখ্য যে, প্রতিবন্ধি দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।
আহসান মঞ্জিল জাদুঘর ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে প্রবেশ করতে দেয়া হয়ে থাকে।
অগ্রিম টিকিটের কোন ব্যবস্থা নেই। তবে উল্লিখিত দিনগুলোতে আহসান মঞ্জিল বন্ধ হওয়ার ৩০ মিনিট আগ পর্যন্ত টিকেট সংগ্রহ করা যায়।
১০। কোরাল দ্বীপ
ছবি তোলার স্থান : কোরাল দ্বীপ, পাতায়া, থাইল্যান্ড।
তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > ব্যাংকক > পাতায়া > কোরাল দ্বীপ।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: একদিন সময় আর সুযোগ দুটোই আসবে এই কামনা রইলো।
২| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪
আমি ইহতিব বলেছেন: জয় ভাইয়ার দশা আমারও।
সাজেকের ছবি দেখে তো ইচ্ছে হচ্ছে এখনি যাই।
অনেক সৌভাগ্যবান আপনি।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: একদিন আপনার হাতেও ধরা দিবে এই সৌভাগ্য এই কামনা র্ইলো।
৩| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১
এডওয়ার্ড মায়া বলেছেন: আসসোস গো
জীবনে অনেক কিছুই দেখা হয় নাই
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সবাই একই সুরে কথা বললে কেমনে কি!!
৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
এডওয়ার্ড মায়া বলেছেন: ভাই গো
হিংসা লাগে
কেউ লিয়ে যায় না ,খালি লোভ দেখায়
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: লিয়ে যেইতে লাগবে কেন, সমাই হইলে লিজেই যাইতে পাইরবেন।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭
নিয়াজ সুমন বলেছেন: আপনার সেরা দশটির মধ্যে দু’টির স্পর্শ পেয়েছি বাকি আটটি পাবার অপেক্ষায় ... সুন্দর ছবি। হৃদয় ছুয়ে গেছে।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। তবে এগুলি ঠিক সেরা দশটি বলা যাবে না, শুধুই দশটি।
৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৩
মেরিনার বলেছেন: নিঃসন্দেহে সুন্দর...!!
১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাইরে এসব ছবি দেখলে পরাণটা যা্ই যাই করে....
কিন্তু পকেটা নাই,নাই করে!!
যাব কোন একদিন ইনশাআ্ল্লাহ!
সু্ন্দর ছবি ব্লগের জন্য ধন্যবাদ।