নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট ফোর]

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫



১। ফুলের নাম : লাল শাপলা বা রক্ত কমল
বৈজ্ঞানিক নাম: Nymphaea Pubescens [নিম্ফিয়া পিউবেসেন্স]
ইংরেজী নাম : Red Water Lily, Nymphaea Rubra
ছবি তোলার স্থান : বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া, মানিকগঞ্জ
তারিখ : ২৫/১১/২০১৬ ইং




২। ফুলের নামা : রক্তকাঞ্চন
বৈজ্ঞানিক নাম : Phanera variegata
ইংরেজি : orchid tree, camel's foot tree, kachnar and mountain-ebony
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং
একটা মঠ দেখে ফিরে আসছি, হঠাৎ করেই গ্রামে পায়েচলা সরু রাস্তায় দেখা মেলে বড় একটি রক্তকাঞ্চন গাছের। যদিও আমরা দেবকাঞ্চনকে রক্তকাঞ্জন হিসেবে গুলিয়ে ফেলি। আসলে দুটি ভিন্ন ভিন্ন ফুল।




৩। ফুলের নাম : শ্বেত শিমুল বা সাদা শিমুল
ইংরেজি নাম : Java cotton, Java kapok, silk-cotton, Samauma, or ceiba.
বৈজ্ঞানিক নাম : Ceiba Pentandra
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৪। ফুলের নাম : শ্বেত শিমুল বা সাদা শিমুল
ইংরেজি নাম : Java cotton, Java kapok, silk-cotton, Samauma, or ceiba.
বৈজ্ঞানিক নাম : Ceiba Pentandra
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৫। ফুলের নাম : শিমুল, রক্তশিমুল, লালশিমুল।
সংস্কৃত নাম : শাল্মলী, মোচা।
ইংরেজি নাম : Silk Cotton
বৈজ্ঞানিক নাম : Bombax ceiba
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৬। ফুলের নাম : কদম
ইংরেজি নাম : burflower-tree, laran, Leichhardt pine
অন্যান্য নাম : নীপ, বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প
বৈজ্ঞানিক নাম : Neolamarckia cadamba
ছবি তোলার স্থান : সিরাজদিখান, বিক্রমপুর।
তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




৭। ফুলের নাম : বরুণ, বালাই, লামক, অবিয়ুচ, বর্না, বিদাসি।
বৈজ্ঞানিক নাম : Crateva Religiosa
ইংরেজী নাম : Sacred Garlic Pear, Temple Plant
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৮। ফুলের নাম : বাসক
অন্যান্য নাম : আডুসা, বানসা, ভাসিকা
বৈজ্ঞানিক নাম : Justicia adhatoda
ইংরেজী নাম : Malabar nut, adulsa
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং




৯। ফুলের নাম : পলাশ
ইংরেজি নাম : Flame of the Forest
বৈজ্ঞানিক নাম : Butea monosperma [বুটিয়া মনোস্পার্মা]
অন্যান্য নাম : কিংশুক
ছবি তোলার স্থান : গাজীপুর।
তারিখ : ০২/০৩/২০১৭ ইং




১০। ফুলের নাম : ডেইজি
ইংরেজী নাম : Paris Daisy, Marguerite, Marguerite Daisy
বৈজ্ঞানিক নাম : Argyranthemum Frutescens
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, ভারত।
তারিখ : ২৭/০৫/২০১৫ইং

এটি ডেনমার্ক এর জাতীয় ফুল।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: চমৎকার ফুলের পোষ্ট। ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় প্রামানিক দা।

২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

সোহানী বলেছেন: সত্যিই সুন্দর.... আসছি নেক্সট কানাডার ফুল নিয়ে। কানাডায় যে কত রকম ফুল পাওয়া যায় তা না দেকলে বিশ্বাস করা কঠিন...........

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কানাডিয়ান ফুলের অপেক্ষায় রইলাম দেখার।

৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




অল্পের ভেতরে তথ্যমূলক এবং বেশ রঙিন সব ফুলের ছবি ।
২ নম্বরে রক্তকাঞ্চন ফুলের ছবি অনবদ্য ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় আহমেদ ভাই।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

নিতাই পাল বলেছেন: দারুণ সব ফুলের ছবি । পোস্টদাতাকে অশেষ ধন্যবাদ ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় নিতাই দা।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: দৃষ্টি নন্দন । ভাল লেগেছে ফুলের সৌন্দর্য ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।

৬| ১১ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:০১

খালিদ আহসান বলেছেন: ফুলের এমন সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় খালিদ ভাই।।

৭| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

আলো_ছায়া বলেছেন: ভালো পোষ্ট।
আরো এমন পোষ্টের অপেক্ষায় থাকলাম।

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইল।
আগামীতে এমন আরো পোষ্ট আসবে।

৮| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর, সুন্দর এবং সুন্দর।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.