নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৬ সালের অক্টোবর মাসের ২৮ তারিখ শুক্রবার ফেসবুক গ্রুপ Save the Heritages of Bangladesh তাদের ২৫তম ইভেন্ট পরিচালনা করছিলো। অন্য সব সদস্যদের সাথে আমি আমার বড় কন্যা সাইয়ারাও ঐদিন অংশ নিয়েছিলাম ডে ট্যুরে আড়াইহাজার ও সোনারগাঁয়ের কিছু প্রাচীন জমিদার বাড়ি, মন্দির, মঠ, মসজিদ ঘুরে দেখার জন্য। এখানে বলে রাখা ভালো এই ট্যুর গুলিতে শুধু প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি দেখার তালিকায় স্থান পায়। ঐতিহ্য সফরের ঐদিনে আমার যে প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি দেখেছিলাম তা হচ্ছে –
১। বালিয়াপাড়া জমিদার বাড়ি – আড়াইহাজার
২। বালিয়াপাড়া জমিদার বাড়ির পিছনে অন্য একটি বাড়ি
৩। বালিয়াপাড়া জমিদার বাড়ির কাছেই অন্য একটি প্রাচীন বাড়ি
৪। পালপাড়া মঠ - – আড়াইহাজার
৫। বীরেন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ি – আড়াইহাজার
৬। মহজমপুর শাহী মসজিদ – সোনারগাঁ
৭। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম – বারদী
৮। জ্যোতি বসুর বাড়ি – বারদী
৯। পথের ধারে নাম না জানা মঠ – সোনারগাঁ
১০। ঠাকুর বাড়ি যাবার পথে ছোট মঠ – সোনারগাঁ
১১। ঠাকুর বাড়ি – সোনারগাঁ
১২। ঠাকুর বাড়ি মঠ – সোনারগাঁ
১৩। দুলালপুর পুল – সোনারগাঁ
১৪। পানাম নগর – সোনারগাঁ
১৫। সর্দার বাড়ি - শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর
১৬। গোয়ালদি মসজিদ – সোনারগাঁ
১৭। আব্দুল হামিদ মসজিদ – সোনারগাঁ
আগামীতে আবার দেখা হবে অন্য কোন অঞ্চলের প্রাচীন কোন স্থাপত্যের সামনে।
সফরসঙ্গী সকলে
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ত্রুটিটি ধরিয়ে দেয়ার জন্য। ভালো থাকবে অহরহ।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি ভাল হয়েছে। একই ছবি দুবার করে এসেছে ঠিক করে দিয়েন।