নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো। এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে। যেফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে। যেগুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।
প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে। দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।
৪১। দেশের নাম : Greece গ্রীস
জাতীয় ফুলের নাম : বাসকগোত্রীয় ফুল
ইংরেজী নাম : Bear's breeches, Sea dock, Bearsfoot, Oyster plant
বৈজ্ঞানিক নাম : Acanthus Mollis
ছবি : উইকি থেকে সংগ্রহীত
৪২। দেশের নাম : Greenland গ্রীনল্যাণ্ড
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Willow Herb
বৈজ্ঞানিক নাম : Epilobium
ছবি : উইকি থেকে সংগ্রহীত
৪৩। দেশের নাম : Guam গুয়াম
জাতীয় ফুলের নাম : বাগানবিলাস
ইংরেজী নাম : Bougainvillea, Puti Tai Nobiu
বৈজ্ঞানিক নাম : Bougainvillea Spectabilis
ছবি তোলার স্থান : হাতির ঝিল, ঢাকা।
৪৪। দেশের নাম : Guatemala গুয়াতেমালা
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : White Nun Orchid, Monja Blanca
বৈজ্ঞানিক নাম : Lycaste Skinnerialba
ছবি : নেট থেকে সংগ্রহীত
৪৫। দেশের নাম : Guyana গায়ানা
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Water Lily
বৈজ্ঞানিক নাম : Victoria amazonica
ছবি : উইকি থেকে সংগ্রহীত
৪৬। দেশের নাম : Holland হল্যান্ড (নেদারল্যান্ডস)
জাতীয় ফুলের নাম : টিউলিপ
ইংরেজী নাম : Tulip
বৈজ্ঞানিক নাম : Tulipa
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
৪৭। দেশের নাম : Honduras হন্ডুরাস
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Orchid
বৈজ্ঞানিক নাম : Brassavola Digbiana
ছবি : উইকি থেকে সংগ্রহীত
৪৮। দেশের নাম : Hong Kong হংকং
জাতীয় ফুলের নাম : কাঞ্চন
ইংরেজী নাম : Hong Kong Orchid
বৈজ্ঞানিক নাম : Bauhinia Blakeana
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
৪৯। দেশের নাম : Hungary হাঙ্গেরি
জাতীয় ফুলের নাম : টিউলিপ
ইংরেজী নাম : Tulip
বৈজ্ঞানিক নাম : Tulipa
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
৫০। দেশের নাম : Iceland আইস্ল্যাণ্ড
জাতীয় ফুলের নাম :
ইংরেজী নাম : Mountain Avens, white dryas, white dryad
বৈজ্ঞানিক নাম : Dryas Octopetala
ছবি : উইকি থেকে সংগ্রহীত
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল সংগ্রহ দেখে। ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে আর ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫০
জুন বলেছেন: আমার প্রোপিকের ফুলটি হংকং এর জাতীয় ফুল জানা ছিলনা পাগলা জগাই ।
ভালোলাগা রইলো ।
+
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা ভালো জিনিস খুঁজে বের করেছেন।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
কাবিল বলেছেন: কাঞ্চন ফুলটি খুব সুন্দর তুলেছেন।
ভাল লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জগাই দা পোস্টটি সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য বাঙালী ভাই। শুভ কামনা রইলো।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: আমাদের জাতীয় ফুলের কথা লিখলেন না?
০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বিভিন্ন দেশের জাতীয় ফুলের এটা ৫ম পর্ব।
১ম পর্বেই বাংলাদেশের ফুলটি ছিলো নুর ভাই।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ওয়াইল্ড বিল বলেছেন: ছবিগুলো দারুন লাগছে
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। বেশীর ভাগ ছবিই নেট থেকে নেয়া।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:২৫
আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,
বরাবরের মতোই সুন্দর । বিশেষ করে গুয়াতেমালার White Nun Orchid, আর গায়ানার Water Lily বড় বেশি সুন্দর ।
তবে কাঞ্চন ফুলের ছবির প্রোপিক নিয়ে সহ ব্লগার "জুন" যে কাঞ্চনজঙ্ঘার মতোই সগর্বে ব্লগে মাথা তুলে আছেন তা বলতেই হয়
০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য আর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।