নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়, সুযোগ আর অর্থ, এই তিনটি জিনিসের সমন্বয় করা খুব কঠিন। একটার ব্যবস্থা করলে অন্যটি পিছলে যায় হাতের মুঠো থেকে। কিন্তু যখন তিনটির সমন্বয় করা যায় তখনই একটা ভ্রমণে বেরিয়ে পরা যায়। সমন্বয় করতে পারা সেই সব ভ্রমণে ছবিগুলি থেকে ১০টি ছবি থাকবে এই থ্রেডে যেগুলি আগেই ফেবুতে শেয়ার করা হয়েছে।
১। ঝুলন্ত সেতু
ছবি তোলার স্থান : ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি।
তারিখ : ২৮/০১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > রাঙ্গামাটি > ঝুলন্ত সেতু
২। পাহাড়ি কুটির
ছবি তোলার স্থান : নীলগিরি যাওয়ার পথে, বান্দরবান।
তারিখ : ২৯/০১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > বান্দরবান > নীলগিরি।
৩। গোপীনাথ জিউর মন্দির
ছবি তোলার স্থান : আচমিতাভোগ বেতাল, কটিয়াদী, কিশোরগঞ্জ।
তারিখ : ২৪/২/২০১৭ ইং
পথের হদিস : ঢাকা > কিশোরগঞ্জ > কটিয়াদী > গোপীনাথ জিউর মন্দির।
৪। আড়াই দিনকা ঝোপড়া
ছবি তোলার স্থান : আড়াই দিনকা ঝোপড়া, আজমের, ভারত।
তারিখ : ১৩/৩/২০১৪ ইং
কথিত আছে এই মসজিদটি আড়াই দিনে বানানো হয়েছিলো জ্বিনদের দিয়ে। তবে কাজ সম্পূর্ণ করতে পারেনি।
পথের হদিস : ঢাকা > কলকাতা > দিল্লী > আজমের।
বা ঢাকা > কলকাতা > জয়পুর > আজমের।
বা আরো নানান ভাবে যাওয়া যায়।
৫। জিন্দাপীরের মসজিদ
ছবি তোলার স্থান : বাগেরহাট।
তারিখ : ২৪/১১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা > বাগেরহাট > খানজাহান আলরি মাজারের অল্প দূরত্বে।
জিন্দাপীরের মসজিদ খান জাহান আলরি মাজার থেকে অল্প দূরত্বে পশ্চিম পাশে অবস্থিত। মসজিদটি এক গম্বুজবিশিষ্ট বর্গাকৃতির। ইটের তৈরি মসজিদটির পরিমাপ বাইরে থেকে কোণার অষ্টভুজ বুরুজসহ প্রতি বাহু ৭.৬২ মি এবং ভেতরে প্রতি বাহু ৪.৮৮ মি। দেওয়ালের পুরুত্ব প্রায় ১.৫২ মি। মসজিদের পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলান প্রবেশপথ রয়েছে। মাঝের প্রবেশপথটি পার্শ্ববর্তী অন্য দুটি প্রবেশপথের চেয়ে বড় এবং এর বরাবরে পশ্চিম কিবলা দেওয়ালে বাইরের দিকে আয়তাকার অভিক্ষেপসহ একটি খিলান মিহরাব আছে।
ইটের তৈরি একমাত্র গম্বুজটির উপরাংশ ধ্বংস হয়ে গেছে। মসজিদের ভেতরে প্রতিটি দেওয়ালে স্থাপিত দুটি পোস্তা থেকে উত্থিত অর্ধ-গম্বুজাকৃতির স্কুইঞ্চগুলি গম্বুজটির ভার বহন করছে। মসজিদের কার্নিস ধ্বংস হয়ে গেছে। এর অল্প কিছু অলংকরণের নিদর্শন এখনও পড়ে আছে। কোণার অষ্টাভুজাকৃতির বুরুজগুলিতে নিয়মিত বিরতিতে আলঙ্কারিক বন্ধনী আছে। মসজিদের বহিঃগাত্রে রয়েছে উল্লম্ব অফসেট এবং কুলুঙ্গির ছোপ। নিয়মিত বিরতিতে উত্তোলিত আলঙ্কারিক বন্ধনী সজ্জিত আটটি ইটের পোস্তা গম্বুজের ভার বহন করছে।
একমাত্র মিহরাবটি প্রচলিত পোড়ামাটির ফলকে অলংকৃত। সুন্দর খাজকৃত মিহরাব কুলুঙ্গিটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপিত। অর্ধ-বৃত্তাকার মিহরাব কুলুঙ্গিটি খোপ-নকশার সারি দিয়ে অলংকৃত। খোপ-নকশাগুলি খাজকৃত খিলান নকশায় সমৃদ্ধ ছিল। মিহরাবের আয়তাকার ফ্রেমটি সংঘবদ্ধকৃত কারুকার্যের নকশায় পূর্ণ ছিল। ফ্রেমটির উপরের অংশের উপরে অঙ্কিত ছিল এক সারি বদ্ধ পাপড়ি।
সূত্র : বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া
৬। বেতাব ভ্যালী
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালী, পেহেলগাম, কাশ্মির, ভারত।
তারিখ : ২৭/৫/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > জম্মু > পেহেলগাম > বেতাব ভ্যালী।
৭। পাহাড়ি নদী
ছবি তোলার স্থান : পেহেলগাম, কাশ্মির, ভারত।
তারিখ : ২৭/৫/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > জম্মু > পেহেলগাম।
৮। একলা পথে
ছবি তোলার স্থান : মেরিন ড্রাইভ, কক্সবাজার।
তারিখ : ১৮/০৫/২০১৪ইং
পথের হদিস : ঢাকা > কক্সবাজার > মেরিন ড্রাইভ।
৯। ট্রাম
ছবি তোলার স্থান : কলেজ স্ট্রিট, কলকাতা, ভারত।
তারিখ : ২২/০৫/২০১৫ ইং
পথের হদিস : ঢাকা > কলকাতা > কলেজ স্ট্রিট।
ওয়ার্ল্ড হেরিটাজ কালকাতার ট্রামটি নাতীকে দেখাচ্ছেন এক দাদা।
১০। ঢেউ
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন।
তারিখ : ২৮/০১/২০১২ ইং
পথের হদিস : ঢাকা > টেকনাফ > সেন্টমার্টিন > ছেড়াদ্বীপ।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় নাঈম ভাই।
২| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
আবু মুছা আল আজাদ বলেছেন: অসাধারণ ছবি + বর্ণনা। আবারও বলছি অসাধারণ +++++
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় আজাদ ভাই।
৩| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৩
শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। সুন্দর পোষ্ট +++++
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শূন্যনীড় ভাই।
৪| ১২ ই মে, ২০১৭ রাত ২:৫২
গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: খুবই উপভোগ করলাম।
১২ ই মে, ২০১৭ সকাল ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় খায়রুল ভাই।
৫| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:২১
পোটলা ভরা জল বলেছেন: ছবি গুলো সুন্দর
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় পোটলা ভাই।
৬| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি সত্যি সুন্দর । পাহাড়ের ছবি আমার খুব ভাল লাগে।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সোহেল ভাই। পাহাড় আমারও ভালো লাগে।
৮| ১৫ ই মে, ২০১৭ রাত ১২:২০
ইরফান হাকিম বলেছেন: খুব সুন্দর তুলেছেন।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় হাকিম ভাই।
৯| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১০| ১৫ ই মে, ২০১৭ সকাল ৭:৩৭
শোভন শামস বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। সুন্দর পোষ্ট +++
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শোভন ভাই।
১১| ১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার দৃশ্য চিত্র। ভালো লেগেছে ভাই।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় রাহমান ভাই।
১২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দশটি চিত্রই অসাধারণ সুন্দর। সাথে বর্ননাও উপভোগ্য ছিল।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় রঙ্গমেলা ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৩:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দশটি ছবিই খুব উপভোগ্য। খুব সুন্দর তুলেছেন ছবিগুলো। ভালো লাগলো।