নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শিউলি

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩

ঝরা শিউলি
ফুলের নামা : শিউলি
বৈজ্ঞানিক নাম : Nyctanthes arbor-tristis
প্রচলিত নাম : নাইট ফ্লাওয়ার জেসমিন, কোরাল জেসমিন, হারসিঙ্গার, পারিজাত, পারিজাতা, পারিজাতাকা, শিউলি, শেফালি, শেফালিকা, রাগাপুস্পি, খারাপাত্রাকা, প্রজক্তা ইত্যাদি।
সংস্কৃত নাম : নালাকুমকুমাকা, হারসিঙ্গারাপুস্পক, সুকলাঙ্গি, রাজানিহাসা, মালিকা, অপরাজিতা, বিজয়া, নিসাহাসা, প্রহার্ষিনী, প্রভোলানালিকা, বাথারি, ভুথাকেশি, সীতামাঞ্জারি, সুবাহা, নিশিপুস্পিকা, প্রযক্তা, প্রযক্তি।

ছবি তোলার স্থান : বালিয়াপাড়া জমিদার বাড়ি, আড়াইহাজার, নারায়নগঞ্জ।
তারিখ : ২৮/১০/২০১৬ ইং


শিউলি দক্ষিণ এশিয়ার দক্ষিণ -পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়।

শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয় এবং ১০ মিটারের মত লম্বা হয়।

শিউলি গাছের পাতা গুলো ৬ -৭ সেন্টিমিটার লম্বা ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে।



সুগন্ধি জাতীয় শিউলি ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃতি ও মাঝে লালচে - কমলা টিউবের মত বৃন্ত।

শিউলির ফল চ্যাপ্টা ও বাদামী হৃদপিণ্ডাকৃতির। ফলের ব্যাস ২ সেন্টিমিটার এবং এটি দুই ভাগে বিভক্ত। প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে।



শিউলি ফুল শরৎকালে ফোটে। ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে।

এই ফুল হলুদ রঙ তৈরী করতে ব্যবহার করা যায়। এই ফুলের বোঁটা গুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে হালকা গরম পানিতে বা জলে মেশালে চমৎকার হলদে কমলা বা জর্দা রঙ হয়।

এই ফুল পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল।
সূত্র উইকি

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯

অতঃপর হৃদয় বলেছেন: হুম। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম

২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৪

সিনবাদ জাহাজি বলেছেন: শিউলি আমারো অনেক প্রিয় একটি ফুল। শিউলি নিয়ে না জানা অনেক তথ্য জানলাম। ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

৪| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

রানা আমান বলেছেন: ছোট বেলায় আমার নানিকে দেখেছি শিউলীর বোঁটা শুকিয়ে জমিয়ে রেখে তার রং পোলাউ আর জর্দায় ব্যবহার করতে ।

১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও দেখেছি।

৫| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

পান্হপাদপ বলেছেন: দারুন লেখা

২০ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: সমস্ত তথ্য উইকি থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.