নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১
হুমায়ূন আহমেদ
কাহিনী সংক্ষেপঃ
নীলগঞ্জ গ্রামে ১৯৭১ সালের পহেলা মে পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসর রাজাকারের একটি দল কাকডাকা ভোরে গিয়ে হাজির হয়। তার আস্তানা করে গ্রামের স্কুলে। সেখানে তারা কয়েকজনকে আটকে রাখে, স্কুলের একজন নিরীহ শিক্ষক, মসজিদের ইমাম তাদের বন্দি।
নীলগঞ্জের পাশের এক জলা এলাকায় মুক্তি বাহিনী লুকিয়ে আছে এমন খবর পেয়ে পাকিস্তানি আমি এসেছে। তারা জানতে চায় সত্যিই মুক্তি বাহিনী আছে কিনা। নিরীহ বন্দিরা মুক্তি বাহিনীর কোন খবরই জানতো না, তাই তাদের অমানুষিক, বর্ণনাতীত পাশবিক নির্যাতন করে।
রাতে তারা মুক্তি বাহিনীর লুকিয়ে থাকার যায়গায় অতর্কিতে হামলা করবে ঠিক করে। আর সারাদিন ধরে নানাভাবে অত্যাচার করে বেরায় সারা গ্রামজুড়ে। নারীদের লাঞ্ছিত করে, আগুন দেয় বাড়ি-ঘরে। এমনকি তাদের অত্যাচার থেকে গ্রামের পাগলও রেহায় পায়না। রাতে হামলা করতে যাওয়ার আগে বন্দিদের ধরে পাশের জলা ধারে নিয়ে গিয়ে গুলি করে মারে। শেষে মারার ভয়ে একজন স্বীকার করে যে মুক্তি বাহিনী লুকিয়ে আছে। এভাবেই গল্প শেষের দিকে এগিয়ে চলে।
এপিগ্রামঃ
১। খিদের কষ্ট বড় কষ্ট।
২। মানুষকে ভয় পাইয়ে দেবার মাঝে একটা আলাদা আনন্দ আছে।
৩। বিশেষ বিশেষ পরিবেশে খুব সাধারণ কথাও অসাধারণ মনে হয়।
৪। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা যায় না।
৫। কোন কোন সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে যায়।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
blackant বলেছেন: হূমায়ুন স্যারের গল্পের মধ্য সুন্দর সুন্দর এপিগ্রাম দেওয়ার প্রবল ক্ষমতা ছিল ।
পোস্টের জন্য ধন্যবাদ ।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। এটা উনার লেখার একটা বিশেষ দিক।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
লালূ বলেছেন: মৃত্যুর আগে হুমায়ুন আহমেদের লিখা শেষ বই " দেয়াল "প্রকাশিত আর হল না !কোন এক অদৃশ্য শকতি বইটি প্রকাশে বাধা দিচছে বলেই মনে হয় !
হুমায়ুন আহমেদ তার লিখা লিখিতে কথা মালার ছনদের যাদুকর ! মানুষের কথোপকথন মানুষকে কত আননদ দিতে পারে হুমায়ুন আহমেদ তা বের করে এনেছেন অনবদ্য ভাবে - বাংলা সাহিত্যে আর কেউ তা মত আনতে পারেন নি ! বকতব্যের দর্শনে হুমায়ুন আহমেদ যতটা না যেতে পেরেছেন তা চেয়ে বেশী হুমায়ুন আহমেদ পেরেছেন ক থা বিন্যাসে সুগনধির মালা সাজাতে ! হুমায়ুন আহমেদে সৃষটি - এক কথায় - যতটানা ভাবায় তার চেয়ে বেশী হাসায় !
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: নিচের অংশের সাথে সহমত।
ভাই যতদূর মনে পরে অামি হুমায়ুন আহমেদের দেয়াল বইটি পড়েছি। অাপনি কেনো বলছেন দেয়াল প্রকাশিত হয়নি বুঝতে পারছি না।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
চৌধুরী ইপ্তি বলেছেন: নীলগঞ্জের পাশের এক জলা এলাকায় মুক্তি বাহিনী লুকিয়ে আছে এমন খবর পেয়ে পাকিস্তানি আমি এসেছে। < আর্মি হবে।
ভাল লাগলো।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪০
লালূ বলেছেন: আমার কাছে ভুল তথ্য ছিল যে হুমায়ুন আহমেদের " দেয়াল" বইটি বের হয় নি ! তবে বিভীনন সূএে জানতে পেরেছি বইটি প্রকাশিত হয়েছে ! তবে সরকারের চাপে অনেক কিছু নাকি বাদ দেয়া হয়েছে বইটিতে
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বইটি পড়ে আমার মনে হয়েছে হুমায়ূন আহমেদ খুব তাড়াহুড়া করে কোন রকমে দায়সারা ভাবে লিখে শেষ করেছেন। মূল বিষয়ের উপরে লেখা আস্ত উপন্যাসের চেয়ে কাহিনী সংক্ষেপ কাহিনী সংক্ষেপ ভাবটাই বেশী।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
মহান অতন্দ্র বলেছেন: পড়া নেই। পড়ে নেব। ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪০
মহান অতন্দ্র বলেছেন: আমি এখন বইটি পড়ছি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
হাসান মাহবুব বলেছেন: পড়েছি। ভালো গল্প।