নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই সুনীল গঙ্গপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের- “পাহাড় চূড়ায় আতঙ্ক” বইয়ের এপিগ্রাম।
১। ইচ্ছে থাকলেই পারা যায়।
২। তীব্র ইচ্ছে আর মনের জোর থাকলে মানুষ সব কাজই করতে পারে।
৩। সব জিনিস ভাল করে লক্ষ্য করতে হয়।
৪। মানুষের মধ্যে দু’রকম প্রবৃত্তি থাকে। মানুষ একদিকে চায় পৃথিবীর সব রহস্যের সমাধান করতে। আবার অন্যদিকে চায় পৃথিবীতে অচেনা অদেখা অদ্ভুত কিছু রহস্য থেকে যাক।
৫। গায়ের জোর থাক বা না থাক মনের জোর থাকলে মানুষ সবকিছু জয় করতে পারে।
৬। স্লো এন্ড স্টাডি উইন দা রেস।
৭। বিশাল মহান কিছুর কাছাকাছি এলেই মানুষের মন কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়।
৮। মৃত্যু ঠিক মুখোমুখি এলে মানুষ অনেক অসম্ভব কাজও সম্ভব করতে পারে।
৯। মানুষের সাধ্যের একটা সীমা আছে।
১০। ঘুমের মতন এমন ভালো জিনিস আর কিছু নেই।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় প্রামানিক ভাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
আরজু পনি বলেছেন:
বইয়ের এপিগ্রাম ব্যাপারটা দারুণ ।
ভালো লাগা রইল ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: অভিনব একটা ব্যাপার মনে হল আমার কাছে, যারপরনাই ইম্প্রেসড। অনেক অনেক ভাল লাগা জানবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!
ধন্যবাদ আপনার ভালো লাগাটা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল আপনার এ্ই কাজটা। ধন্যবাদ