নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সালের মে মাসের ২৩ তারিখ বসে আছি কলকাতাতে, বেড়াতে যাব কাশ্মীর। কলকাতাতে বসে আছি ট্রেনের টিকেট পাইনি বলে। TOD-র ১০ জন সদস্য এবার আমরা ভ্রমণ সঙ্গী। দুপুরের পরে সবাই মিলে গিয়েছিলাম কলকাতার বটানিক্যাল গার্ডেন দেখতে।
বটানিক্যাল গার্ডেনটির নাম "আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন"। পূর্বে এর নাম ছিল - "ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন" কলকাতার হাওড়ার শিবপুরে অবস্থিত উদ্ভিদ উদ্যানটি ২৭৩ একর আয়তনবিশিষ্ট। ফলে এই উদ্যান "শিবপুর বটানিক্যাল গার্ডেন" নামেও পরিচিত।
এখানে বেড়াতে গিয়ে চরম গরমে যখন সবাই গাছের ছায়ায় বসে জিরচ্ছে তখন আমি একাই এগিয়ে যাই বিশাল এক বটবৃক্ষের খোঁজে। এরই মাঝে আমি আবিষ্কার করি পাশাপাশি বেশকটি নাগলিঙ্গম গাছ রয়েছে, আর গাছগুলিতে প্রচুর নাগলিঙ্গম ফুল ফুটে আছে।
আমি প্রথম নাগলিঙ্গম গাছ, কলি আর ফল দেখি এই কলকাতাতেই ২০০৮ সালে কোন এক হাসপাতালের সামনে। এরপর প্রথম কয়েকটি নাগলিঙ্গম ফুল দেখি মিরপুরের বটানিক্যাল গার্ডেনে।
নাগলিঙ্গম এক প্রকার বৃক্ষ এবং এর ফুল। এই গাছের ইংরেজি নাম 'cannonball tree' এবং বৈজ্ঞানিক নাম Couroupita guianensis, যা Lecythidaceae পরিবারভুক্ত। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। এই গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে। এগুলো হাতির খুবই প্রিয় খাবার তাই এর অন্য নাম হাতির জোলাপ গাছ।
২।
নাগলিঙ্গমের কলি
৩।
কলির মাঝে এভাবেই ফুটে নাগলিঙ্গম ফুল
৪।
নাগলিঙ্গম ফুল
৫।
নাগলিঙ্গম ফুল
৬।
নাগলিঙ্গম ফুল
৭।
নাগলিঙ্গম ফুল
৮।
এই নাগলিঙ্গমের ফল
সবগুলি ছবি তুলেছি Canon EOS 1100D ক্যামেরা দিয়ে।
তথ্য উইকি থেকে।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর জানি ফলটা বেশ বিষাক্ত। একজন টেষ্ট করতে গিয়ে তার মুখের বারটা বাজিয়ে ফেলেছিলেন।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: ছবিগুলি অনেক সুন্দর।
জানতেও পারলাম অনেক কিছু।
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪
ধমনী বলেছেন: মিরপুরে বোটানিক গার্ডেনে দেখেছি। সুন্দর ছবি তুলেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: হে আমিও দেখেছিলি।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
জুন বলেছেন: সেরাটনের পাশের সড়ক দ্বীপে যেখানে এখন বিশ্রী এক ফোয়ারা সেখানে ছিল বিশাল এক নাগালিংগম গাছ। সারা কান্ড জুড়ে অজস্র ফুল ফুটে থাকতো দেখার মত। কে জানি কেটে ফেলেছে মনে নেই
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: একটা গাছ বৃক্ষ হয়ে উঠার সময়টা একজন মানুষ তার পুর জীবনে দেখার সুযোগ পায় না। কেন যে ওরা এগুলি কাটে?
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
দর্পণ বলেছেন: মুগ্ধতা।
২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
ফল খেয়ে দেখেছেন?