নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৫ সালের মে মাসের ২২ তারিখ বসে আছি কলকাতাতে, বেড়াতে যাব কাশ্মীর। কলকাতাতে বসে আছি ট্রেনের টিকেট পাইনি বলে। TOD-র ১০ জন সদস্য এবার আমরা ভ্রমণ সঙ্গী। বিকেলে গিয়ে ছিলাম মান্না দে,র সেই বিখ্যাত কফি হাউসে। সেখানে তোলা ৭টি ছবি দেখুন।
১।
এই সেই বিখ্যাত কফি হাউসের সাইনবোর্ড।
২।
কিয়া চাইয়ে?
৩।
TOD-র কয়েকজন।
৪।
ফটো তোলার চেষ্টায় আমাদের শিপন ভাই।
৫।
আমাদের কোল্ডকফি
৬।
খালামনিদের আড্ডা
৭।
বুড় আড্ডাবাজেরা
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
TOD- টেরোরিস্ট অব ঢাকা?
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: টাউটবাজ অব ঢাকা
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
আরণ্যক রাখাল বলেছেন: চাঁদগাজী বলেছেন, TOD-টেরোরিস্ট অফ ঢাকা?
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম
৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩
আমিনুর রহমান বলেছেন:
গানের মতোই লাগছে ! জমজমাট আড্ডা। মনে হচ্ছে বসে আছে নিখিলেশ, মাইদুল, ডি-সুজা, অমল, রমা রয়, সুজাতারা।
পোষ্টে +
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আহমরি কিছুনা, গরম আর অল্প আলোয় ভেবসা গরমে অস্থির হবেন। কিন্তু সব কিছু ছাপিয়ে আমনার মনের মাঝে এমন এক প্রশান্তি আসবে যার কোন তুল না নেই।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৭
গেম চেঞ্জার বলেছেন: ২. ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬ ০
চাঁদগাজী বলেছেন:
TOD- টেরোরিস্ট অব ঢাকা?
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩ ০
লেখক বলেছেন: টাউটবাজ অব ঢাকা
হাঃ হাঃ পঃ গেঃ
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি হা হা প গে
৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৯
গেম চেঞ্জার বলেছেন: ভাই! আপনার TOD কি ইটালীর ঐ কোম্পানিটা?
পোস্ট ভালৈছে! +
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: নাহ
TOD হচ্ছে একটি ফেইসবুক গ্রুপ যারা ঘুরে বেড়ায়।
ট্রাভেলার্স অব ঢাকা
৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪
অগ্নি সারথি বলেছেন: ফুটু দেকতে দেকতে শ্যাষ। কিরাম হল!
০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আর কি??
৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: আপনার ক্যামেরায় কফি হাউস দেখা হলো। ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে প্রিয় ভাই।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
বোকামানুষ বলেছেন: ভাল লাগলো ++++++
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ বোকামানুষ
১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
আলেক্সান্ডার বলেছেন: কলকাতার রেস্টুরেন্টগুলো নিয়ে আমার কনসেপশন খারাপ ছিল। ছবিতে ভালই লাগছে ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: গিয়েছি এখানে। পরিবেশটা আড্ডার জন্য আসলেই অন্যরকম। সম্ভবত খুব সাধারন দেখেই আড্ডাবাজি, গলাবাজির জন্য পারফেক্ট। ইয়া উঁচু ছাদ আর পুরোনো আবহ সবকিছুতে আরো আপন করেছে আসলে।
পোস্টে ভালোলাগা রইলো।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কঠিন ভাবে সহমত অাপনার সাথে।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: আহ্ ! ছবিগুলো দেখে অন্তত শান্তি পেলাম....+।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: অসলে!
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সেই ঐতিহাসিক কফি হাউজ।
দেখলুম। অনেক ধন্যবাদ আপনাকে।
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে স্বাগতম
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
সাজিল বলেছেন: দারুন লাগল। কফি হাউজে গিয়েছিলাম ২০১২ সালে। ভাল লেগেছিল খুব। কাশ্মীর কেমন লাগল ?
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: অসাধারণ!
অতি অসাধারণ সুন্দর যায়গা কাশ্মীর
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেই কফি হাউজ!
চিরচেনা দৃশ্য। আমাদের রেস্টুরেন্টগুলোতেও একই চিত্র।
ভালো লেগেছে।