নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশ্বডিম্ব – ৫
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব দৃশ্য তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।
১। ত্রিরত্ন
স্থান : জৈনা বাজার, গাজীপুর।
সময় : ০২/০৫/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
২। প্রিয় মুখ
স্থান : সিলেট, মালনিছড়া চাবাগান।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80
৩। ফুল
স্থান : এখন মনে পড়ছে না।
সময় : ০৯/১১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
৪। খেলা
স্থান : বেংকক, থাইল্যন্ড।
সময় : ২৪/১২/২০১০ ইং
ক্যামেরা : Sony DSC-W370
৫। আনমনে
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
৬। বৃক্ষচারী
স্থান : গাজীপুর।
সময় : ১৩/০৫/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
৭। আদুরে
স্থান : এখন মনে পড়ছে না।
সময় : ০৯/১১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80
৮। দোস্তি
স্থান : বাড্ডা।
সময় : ১৩/০২/২০১৩ ইং
ক্যামেরা : Nikon D80
৯। ছবির পোকা
স্থান : ময়মনসিংহ।
সময় : ৩১/০৭/২০১৫ ইং
ক্যামেরা : Canon EOS 1100D
ছবির কথা : একটি হিন্দু বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াতী হয়ে। বাইরে বেরিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করতে ছিলাম, কিন্তু প্রতিটা ছবিতে এই পোকা নিজের কোন না কোন অংশ ঢুকিয়ে দেয়ার চেষ্টায় ছিল।
১০। গায়ের মুখ
স্থান : ময়মনসিংহ।
সময় : ৩১/০৭/২০১৫ ইং
ক্যামেরা : Canon EOS 1100D
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চেষ্টা করলাম কয়েকবার চেঞ্জ করতে পারছিনা। আপনি মুছে দিলে সব চাইতে ভালো হয়।
আর আরেকটা বিষয়। আমি অনেকবার বলার চেষ্টা করেও আমার নিক নেমটা "পগলা জগাই" থেকে "মরুভূমির জলদস্যু" করতে পারি নি। আজ যখন আপনার দৃষ্টিগোচর হলোই দয়া করে আমার নিকটা "মরুভূমির জলদস্যু" করে দিবেন।
অসংখ্য ধন্যবাদ।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মরুভূমির জলদস্যু ভাই
ছবিগুলোকে অশ্বডিম্ব নামকরণ করে অবিচার করেছেন!!
অশ্বডিম্ব নয় ছবিগুলোকে হীরক খন্ড বলা সমিচীন হতো!!
ধন্যবাদ সুন্দর ছবির জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় নূর ভাই।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: কি সৌন্দর্যময় কারুকাজ। বাবুদের ছবি দেখে মনটা ভাল হয়ে গেল। শেয়ার করার জন্য ধনাবাদ ভাই।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ডানা।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !! +।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ্ ধন্যবাদ
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭
জিমার পেঙ্গুইন বলেছেন: ভাললাগল অনেক
২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫
কিরমানী লিটন বলেছেন: অনেক সুন্দর ++
শুভকামনা রইলো ...
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভেচ্ছা রইলো আপনার জন্য।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক সুন্দর ছবিগুলো, চমৎকার ফটোগ্রাফী!!
অনেক অনেক শুভেচ্ছা জগাইদা!!!!!
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বীথি আপু।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ। শেষ ছবিটার ক্যাপশন হতে পারে " খাঁড়া খাইছি তোরে আইজ"
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা পছন্দ হইছে।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
নতুন বাঙ্গাল বলেছেন: ভাই দস্যু আপনার প্রতিটা পোস্টেই রাজবাড়ীর একটা ছবি থাকে, জানতে পারি রাজবাড়ী কি আপনার হোম টাউন, উত্তর হ্যা হলে বলবেন কোথায়। আর হ্যা আমি , রাজবাড়ী আমার হোম টাউন, যদিও এখন ঢাকায় বসবাস। তবে রাজবাড়ীতে আমন্ত্রন রইলো।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: উত্তর না।
আমার গ্রামের বাড়ি ঢাকার বাড্ডা, এখনো বাড্ডাতেই আছি।
আসলে অনেকগুলি চমৎকার ছবি তুলেছিলাম রাজবাড়িতে বেড়াতে গিয়ে। তাই...
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার ব্লগ প্রোফাইলে অন্য যে সাইটের লিংক উল্লেখ্য করা আছে, তা অনুগ্রহ করে সরিয়ে নিন। আমরা প্রোফাইলে এই ধরনের লিংক উল্লেখ্য করাকে অনুমোদন করছি না।