নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অশ্বডিম্ব - ৪

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।


১। শিকার
স্থান : বেরাইদ, ঢাকা।
সময় : ০৯/০৭/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80




২। রিমঝিম
স্থান : পানাম নগর, সোনারগাঁ।
সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির কথা : আমি আর ইস্রাফীল গিয়েছিলাম সোনারগাঁয় ছবি তুলতে। হঠাত করেই অসময়ে নেমে আসে রিমঝিম বৃষ্টি। রাস্তার ধারে একটি ছোট্ট মন্দিরে অাশ্রয় নেই ক্যামেরা আর মোবাইল গুলিকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে। পাশেই একটি পুকুরে ঝুকে থাকা বাঁশঝারেও একই সময়ে নেমে আসে বৃষ্টির চাদর।



৩। বিলপ্তি...
স্থান : মুরাপাড়া, রূপগঞ্জ।
সময় : ১৭/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80


ছবির কথা : ঢাকা শহরে হারিয়ে যাওয়া একটি বুনফল। আমাদের এলাগায় নাম সিটকি গোটা। ছোট্ট ঝোপেরমত হয় গাছটি। ছোট মারবেলের অর্ধেক সাইজের হয় ফলগুলি। পাকলে এর রস হয় দোয়াতের কালির মত। মখে দিলে জিভ আর দাঁত কালো হয়ে যেত।





৪। সেকেন্ড হানীমুন
স্থান : জাহাজ কুতুবদিয়া, টেকনাফ।
সময় : ২৬/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : জাহাজ কুতুবদিয়াতে করে যাচ্ছিলাম সেন্টমার্টিনে। এই দুজনকে দেখে ছবিতোলার লোভ সামলাতে পারিনি। যদিও বিনা অনুমতিতে ছবি তোলা ঠিক হয়নি জানি।




৫। নছিমন-করিমন
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80





৬। ঝুমকা জবা
স্থান : সিলেট।
সময় : ০২/০৩/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80





৭। যাত্রা
স্থান : নাফ নদী, টেকনাফ।
সময় : ২৬/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : এভাবেই বাশ বয়ে নিয়ে যাওয়া হয় নদী পথে। এই যাত্রায় কখনো কখনো ১০-১৫ দিন সময়ও লেগে যায়। এই বাশেই তারা বাস করে একানেই রান্না আর খাওয়া-দাওয়া চলে।



৮। জাহাজ বাড়ী
স্থান : মেরিনা বে স্যান্ডস টাওয়ার, সিঙ্গাপুর।
সময় : ১৬/১২/২০১০ ইং
ক্যামেরা : Sony DSC-W370




৯। শুভ্রতা
স্থান : পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে, ঢাকা।
সময় : ০৯/১০/২০১৪ ইং
ক্যামেরা : Nikon D80





১০। প্রিয় মুখ
স্থান : বাড্ডা।
সময় : ১৩/০২/২০১৩ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : আমার মেয়ে সেইয়ারা স্কুলের যেমন খুশী তেমন সাজো ইভেন্টে এই ভাবে সেজে ছিল।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

রিকি বলেছেন: বরাবরের মত অশ্বডিম্ব ভালো লেগেছে--- বিশেষত শিকার আর বিলপ্তি !! :) :) পোস্টে ++++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় রিকি।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলো দারুন। দেখতে ভাল্লাগছিলো। :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় নদী।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কিছু ছবি।

দেখে পুলকিত হইলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় মিসির আলি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

রানা আমান বলেছেন: আমার দেশের ছবি আপনার হাতে প্রাণবন্ত হয়ে উঠে । ৪ নং ছবিটি অসাধারণ ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় রানা।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় সুমন কর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.