নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অশ্বডিম্ব - ৩

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

অশ্বডিম্ব – ৩
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।


১। বতল ব্রাশ
স্থান : অমরাতর্বী পার্ক, দীঘা, ভারত।
সময় : ১৭/০৩/২০১৪ ইং
ক্যামেরা : Nikon D80





২। ক্ষয়
স্থান : পানাম নগর, সোনারগাঁ।
সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : আমি আর ইস্রাফীল গিয়েছিলাম শুধুই ছবি তুলতে। প্রাচীন এই নগরে হঠাত করেই ঝাপিয়ে আসে বৃষ্টি। বৃষ্টি শেষের ছবি এটি।




৩। আনন্দ
স্থান : সিলেট।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : সকালে সিলেটের ডাকবাংলো থেকে বেরহচ্ছি জাফলং যাব বলে। পাশের বাসায় একটি গাছ থেকে জাম্বুরা পারছে। আমাদের ড্রাইভার গণি সেখানে গিয়ে দুটি জাম্বুরা পেয়েছে উপহার, কি আনন্দ।




৪। স্বাগতম
স্থান : দরিয়া নগর, কক্সবাজার।
সময় : ২৯/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : দরিয়া নগর হচ্ছে কক্সবাজার থেকে ইনানী বা হিমছড়ি যাওয়ার পথে প্রথম টুরিস্ট স্পট। এই ডলফিনের মুখ দিয়েই আপনাকে ঢুকতে হবে দরিয়া নগরে।




৫। কোয়া
স্থান : ব্যাংকক, থাইল্যান্ড।
সময় : ১৫/১২/২০১০ ইং
ক্যামেরা : Sony DSC-W370

ছবির কথা : অবাক হয়ে গিয়েছিলাম কাঠালের কোয়া এই ভাবে বিক্রি হতে দেখে।




৬। আশন
স্থান : ময়মনসিংহ।
সময় : ৩১/০৭/২০১৫ ইং
ক্যামেরা : Canon EOS 1100D

ছবির কথা : একটি হিন্দু বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াতী হয়ে। সারা রাত বিয়ে দেখে ভোরে ঘুমিয়ে ছিলাম।




৭। প্রচেষ্টা
স্থান : বাড্ডা।
সময় : ০৯/০৭/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80





৮। জমিদার বাড়ী
স্থান : মুরাপাড়া, রূপগঞ্জ।
সময় : ১৭/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : এটি বর্তমাণে মুরাপাড়া ডিগ্রী কলেজ। বাইরে থেকে যতটা কাচচিক্য দেখা যাচ্ছে ভেতরে ভেতরে অবস্থা কিন্তু ততোটাই খারাপ।



৯। পরিত্যাক্ত
স্থান : ইনানী, কক্সবাজার।
সময় : ২৯/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80





১০। হাসি মুখ
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির কথা : নাম ওর হুমাইরা, আমার এক ভাগণী।



প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪

শায়মা বলেছেন: জগাইভাইয়া
তোমার অশ্বডিম্বগুলো দেখে আমি মুগ্ধ!!!!!!!!


এক নাম্বার অশ্বডিম্ব বটলব্রাশ গাছটা আমাদের বাগানে আছে আর শেষে এসে এই পিচ্চি পরীটা কে!!!!!!!!! এত্ত সুন্দর!!!!!!!

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: নাম ওর হুমাইরা, আমার এক ভাগণী।

২| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

তুষার কাব্য বলেছেন: বাহ ! দারুন সব ছবি :)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় তুষার কাব্য।

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

সুমন কর বলেছেন: অশ্বডিম্বগুলো দেখে মুগ্ধ মুগ্ধ !!!

প্লাস।

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় সুমন কর দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.