নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাগিনা নিলয়ের গণিত প্রীতি এমনিতেই একটু বেশী, তার উপরে আমার কাছে কিছু সহজ ট্রিক দেখ সেই প্রীতি আরও বেড়েছে। এদিকে ওর জন্য গণিতের ট্রিকগুলি আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আমি আমার অতি প্রিয় আলসেমি কে সময় দিচ্ছিলাম এক শীতের বিকেলে ছাদের উপরে রোদে বসে বসে। হাতে একটা উপন্যাস। মাঝে মাঝেই উত্তরের শীতল বাতাস বিকেলের মিষ্টি রোদের সাথে মিলে মিশে চমৎকার আবেশ বুলিয়ে দিচ্ছিল শরীর জুড়ে। এমনি এক আলসে বিকেলে নিলয় হাজির তার খাতা কলম হাতে। আমি মনে মনে ভাবলাম শেষ আমার আলসেমির আবেশ। ভাবতে ভাবতেই নিলয় বলে উঠল-
- মামা তোমার শেখানো গণিত ট্রিক আমার বন্ধুদেরও দেখিয়েছি, সবাই খুব অবাক হয়েছে।
- ভালো তো।
- আরও কয়েকটা ট্রিক শিখিয়ে দাও।
- আগে যেগুলি শিখিয়েছি সেগুলি তোমার বন্ধুদের দেখাও। পরে আবার শিখিয়ে দিব।
- আগের সবগুলি দেখিয়ে ফেলেছি, এখন নতুন লাগবে।
- এরপরে যেগুলি শিখাবো সেগুলি একটু ধীরে ধীরে বন্ধুদের দেখিও, আমার স্টক কিন্তু শেষের পথে।
- ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে এখন নতুন একটা ট্রিক আগে শিখাও।
- ক’দিন আগে বর্গ (স্কয়ার) করার একটা ট্রিক শিখিয়ে ছিলাম মনে আছে?
- হে, মনে আছে।
- গুড, আজকেও বর্গ (স্কয়ার) করার নতুন একটা ট্রিক দেখাব। এটা শিখতে পারলে ১১ থেকে ১৯ পর্যন্ত সবগুলি সংখ্যার বর্গ (স্কয়ার) করতে পারবে।
- ঠিক আছে শিখাও।
- মনে করো ১৩ বর্গ (স্কয়ার) করবে। এর জন্য প্রথমে তুমি ১৩ এর শেষ অংক যোগ করো।
১৩+৩ = ১৬
এবার ৩ এর বর্গ (স্কয়ার) করে ১৬এর ডানে বসিয়ে দাও
৩ ^২ = ৯
১৬৯
- বাহ! বেশ সহজ তো! দাড়াও আমি একটা করে দেখি হয় কিনা। ১৬ দিয়ে শুরু করি..
১৬
১৬+৬ = ২২
এবার ৬ এর বর্গ করে ২২এর ডানে বসাতে হবে।
৬ ^২ = ৩৬
২২৩৬
ধুর! ১৬ ^২ = ২২৩৬ এইটা পাগলেও বিশ্বাস করবে না।
- আমিতো এখনো শেষ করি নাই নিলয়! তুমিই আগে আগে শুরু করে দিয়েছ। দেখো যদি কখনো উত্তর চার অংকের হয় তাহলে বামের দুই সংখ্যার সাথে পরতর্বী অংকটাকে যোগ করে দিতে হবে। যেমন -
২২৩৬ = |২২+৩|৬ = ২৫৬
১৬ ^২ = ২৫৬
এইবার যেকোনটা চেষ্টা করে দেখতে পার।
প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
©somewhere in net ltd.