নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অশ্বডিম্ব - ২

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২০

অশ্বডিম্ব – ২
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।


১। অপেক্ষা
স্থান : ইসাপুরা, রূপগঞ্জ।
সময় : ০৭/১২/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : আমার এক বন্ধু বসিরের শ্বশুর বাড়ী ইসাপুরাতে। সব বন্ধুদের দাওয়াত ছিল শীতের পিঠা খাওয়ার। বর্ষা ইসাপুরা যাই আমরা ইঞ্জিন নৌকায় চড়ে। বর্ষা শেষে অনেক নৌকাই এভাবে অপেক্ষা করে পরবর্তী বর্ষার জন্য।



২। ঝগড়া
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : রাজবাড়ীতে গিয়েছিলাম একটি বিয়ের আনুষ্ঠানে। গ্রামের বাড়ীর উঠনে দুটি মুরগি তাদের ছানাদের নিয়ে বেড়াতে বেড়াতে ঝগড়া লেগে যায়।



৩। ভয়
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : উঠনে দুটি মুরগি তাদের ছানাদের নিয়ে বেড়াতে বেড়াতে ঝগড়া লেগে যায়। বাচ্চারা তখন ভয় পেয়ে এক কোনায় জড়সড় হয়ে ডাকতে ছিল, হয়ত কাঁদতে ছিল।



৪। আশ্রয়
স্থান : কুমিল্লা।
সময় : ১৯/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : কুমিল্লার এক গ্রামে গিয়ে ছিলাম বিয়ের অনুষ্ঠানে। বাড়ির পাশে পাঁচ-মিশালি একটি সবজি বাগানে লাউ-ফুলে আশ্রয় নিয়েছে অন্য একটি লতা।



৫। লালিমা
স্থান : সিলেট।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80




৬। বিদায় বেলা
স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
সময় : ২৮/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : সেন্টমার্টিন থেকে ফিরে বিকেলটা কাটিয়েছি সৈকতে। দিনের বিদায় বেলায় এই রূপ সব সময়ই টানে।




৭। চিড়িং
স্থান : কস্তূরী ঘাট, কক্সবাজার।
সময় : ২৮/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : বিচিত্র এক মাছ। জল, কাদা আর ডাঙ্গা তিন যায়গাতেই চড়ে বেড়ায়। কাদার উপরের দাগগুলি ওরই চলার পথের নিশানা। মহেশখালী যাওয়ার সময় কস্তূরী ঘাটে এর দেখা মেলে।




৮। ঘাটের কথা
স্থান : দমদমিয়া জাহাজ ঘাট, টেকনাফ।
সময় : ২৬/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : চমৎকার একটা ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ট্যুর ছিল। জাহাজের ওপেন ডেক থেকে তোলা এই ছবি।




৯। প্রিয় মুখ
স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার, ঢাকা।
সময় : ২০/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : আমার মেয়ে সাইয়ারা। আমার জন্মদিনে ওদের বেড়াতে নিয়ে গিয়েছিলাম নভো থিয়েটারে।




১০। অদম্য
স্থান : কুমিল্লা।
সময় : ৯১/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : কিমিল্লার দিকে এক গ্রামে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে। চলন্ত গাড়ি থেকে তুলেছি এই ছবিটি। এই ভাবে এই অদম্য ইচ্ছে নিয়ে চলেছে এরা স্কুলের পথে।

প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:

ভালো।
যেটার কথা বললেন, অশ্বডিম্ব, উহার ছবি কই?

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ইহা সবই অশ্বডিম্ব

২| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: জীবন্ত সব ছবি !!! দারুণ।।।
+।

সাইয়ারা'র জন্য শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

নৈশ শিকারী বলেছেন:

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্চা..

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ট্রোল বলেছেন: ডিম ভাজি ভালই লাগছে। মিষ্টি মেয়ে সাইয়ারা প্রিয় মুখ ছবিটা ভাল লেগেছে

০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।,

৫| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

প্রশান্ত মন বলেছেন: অশ্বডিম্ব - ২ ভালই লেগেছে। সাইয়ারা ছবিটা বেশ ভাল লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: অশ্বডিম্ব গুলি এত সুন্দর হয়?
অশ্ব আরও বেশী করে ডিম্ব পাড়ুক, আমরা বেশী বেশী অশ্বডিম্ব দেখে দেখে চোখ জুড়াই।

শুভেচ্ছা রইল।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য।

৭| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪

রিকি বলেছেন: বরাবরের মত এগুলোও চরম পরিমাণে সুন্দর--অশ্ব আরও ডিম্ব পারতে থাকুক। B-) বেশি ভালো লেগেছে আশ্রয়, চিড়িং, লালিমা এবং অদম্য :) :) সামনের পর্ব অশ্বডিম্ব ৩ এর অপেক্ষায় রইলাম :)

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। অশ্বডিম্ব - ৩ তৈরি হতে সময় লাগবে কিছু দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.