নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অশ্বডিম্ব - ১

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তার কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব ছবি তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নাই। আমি যা তুলি তা শুধুই ছবি, ক্লিক-বাজী, ফটোগ্রাফি কখনোই না। সেই সব ক্লিক-বাজী থেকে ১০টি ছবি আপনাদের সামনে এখন উপস্থিত।


১। অশ্বারোহী
স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
সময় : ১৫/০৬/২০১০ ইং
মোবাইল : Samsung GT-B3310

ছবির গল্প : সেদিন ছিল ৩ নং বিপদ সংকেতের পরের দিন। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে সারা সৈকত ছিল প্রায় জন শূন্য। এই ক্ষুদে অশ্বারোহী কেন বেড়িয়েছে কে জানে!



২। একুশ
স্থান : বাড্ডা, ঢাকা
সময় : ২৮/০২/২০১১ ইং
ক্যামেরা : Sony DSC-W310

ছবির গল্প : বাংলা একাডেমীর একুশে বই মেলায় যাব। বাসা থেকে বেরিয়ে কিছুদূর যেতেই দেখি একুশের এই মুখ।



৩। প্রস্তুতি
স্থান : বড়-বেড়াইদ, ঢাকা।
সময় : ০৪/১০/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : জতন নামের একটি হিন্দু ছেলে আছে আমার দোকান ভাড়াটিয়া। ওদের পূজার আয়োজনে নিয়ে গিয়েছিল আমাদের। সেখানে একজন ঠাকুর সব কিছু প্রস্তুত করে নিয়ে বসে ছিল পূজা শুরু করার আগে।



৪। বাধন
স্থান : জৈনা বাজার, গাজীপুর।
সময় : ০২/০৫/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80




৫। হংস
স্থান : বেরাইদ, ঢাকা।
সময় : ০৯/০৭/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : আমরা চারজন বেড়িয়েছিলাম সারা বিকেল নৌকা ভ্রমণে। একটি ইঞ্জিন নৌকা নিয়ে সারা বিকেলে বেড়িয়েছি বালু নদী দিয়ে। ফেরার সময় বেড়াইদের কাছে এই হাসদের দেখা মেলে।



৬। স্নান
স্থান : পানাম, সোনারগাঁ।
সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : আমি আর ইস্রাফীল সোনারগাঁ আর পানামের আশপাশের ছবি তুলতে গিয়েছিলাম। পানাম নগরের শেষ প্রান্তে এই পুকুরে দেখলাম দুপুরের স্নান চলছে।



৭। কামড়
স্থান : পানাম, সোনারগাঁ।
সময় : ১৫/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : আমি আর ইস্রাফীল সোনারগাঁ আর পানামের আশপাশের ছবি তুলতে গিয়েছিলাম। পানাম নগরের পুরনো বাড়ির একটি দেয়ালে সময়ের কামড় এই ছবিতে।



৮। বিলুপ্তি
স্থান : বর্ষায় ডুবে যাওয়া ফসলের মাঠ, রূপগঞ্জ।
সময় : ১৭/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : জলভ্রমনে বেরিয়েছিলাম ইঞ্জিন নৌকায়। শীতলক্ষ্যায় যাওয়ার পথে বিলুপ্ত প্রায় এই পাল তোলা নৌকার দেখ মিললো।



৯। সবুজ মায়া
স্থান : মালনীছড়া চাবাগান, সিলেট।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : এটাই আমার প্রথম চা বাগান যেখানে অনেকটা পথ বাগানের ভিতর দিয়ে হেঁটে বেরিয়েছি।



১০। দৈন্য
স্থান : জিন্দা পার্ক, ঢাকা।
সময় : ০১/০১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

ছবির গল্প : বছর শুরু ছোট্ট একটা ভ্রমণে বেরিয়েছিলাম বউ-বাচ্চা নিয়ে জিন্দা পার্কে। গাছটিকে দেখে মনে হয়েছিল জারুল গাছ। ফুল ফোটা শেষে রয়ে গেছে শেষাংশ।


প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি। ক্যাপশন এবং ছবির গল্প দেয়াটা ভালো লাগল।

প্লাস।

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য সুমন ভাই।

২| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬

রিকি বলেছেন: ছবিগুলো অসাধারণ--- কিছু কিছু ছবি বিশেষ করে হংস, দৈন্য, বিলুপ্তি বেশি ভালো লেগেছে। !:#P পোস্টে প্লাস :) আর হ্যাঁ এত সুন্দর ছবি ব্লগের নাম অশ্বডিম্ব কেন হল??? :||

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: নির্দিষ্ট করে মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।
এগুলি ঠিক ফটোগ্রাফির তালিকায় পড়েনা বলে অশ্বডিম্ব।

৩| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

চাষাভুষার কাব্য বলেছেন: অসাধারণ!!

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ভাই।।

৪| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

রানা আমান বলেছেন: প্রতিটি ছবিই ভালো লেগেছে তবে ৭ম ছবিটা অসাধারণ ।

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন

৫| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি, সাথে তথ্য এবং ক্ষুদ্র বর্ণনা... সব মিলিয়ে দারুণ পোস্ট। +++

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন অসংখ্য ধন্যবাদ।

৬| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৬

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: অসাধারণ ক্লিক বাজি!!




:-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন অসংখ্য ধন্যবাদ দীপংকর দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.