নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়ম মতই কালো বিড়াল বইটি পড়ার সময় কিছু এপিগ্রাম চোখে পড়ে আর সেগুলি দাগিয়েও রাখি। আজ তাই হাজির করছি এখানে।
১/ মানুষের প্রায় সব অনুভূতিই কমবেশি দুর্বল। ভাসাভাসা ভাবে রয়ে যায় কিছুক্ষণ, বিবেককে স্পর্শ করে না।
২/ ছোটখাটো অসংখ্য অপরাধ করে মানুষ স্রেফ নিয়ম ভাঙার স্বাদ পাবার খাতিরে।
৩/ অপরাধ মাঝে মাঝে স্মৃতিতে খোঁচা দেয়, কিন্তু বিবেক ধরে নাড়া দেয় না।
৪/ ভালোবাসা তোমার সাথী। আর, মৃত্যুর চেয়ে ভালোবাসার ক্ষমতা অনেক বেশি।
৫/ ঈশ্বর বা অন্য কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
৬/ পৃথিবীতে দুই জাতের মানুষ আছে। একদল কখনো তাদের নিজেদের যথেষ্ট মনে করতে পারে না, যে-কোন কাজে তাদের পাশে একজন সঙ্গী থাকা প্রয়োজন। নিঃসঙ্গতা তাদের কাছে হিমবাহ বেয়ে ওঠা বা মরুভূমি পেরোনোর মতোই দুঃসাধ্য। আরেকদল নির্জনতার মাঝেই খুঁজে পায় শান্তি, কল্পনায় তারা গড়ে তোলে আপন একটা জগত।
৭/ বইয়ের সাহচর্য আমার কাছে প্রেমময়ী স্ত্রীর উষ্ণ বাহুবন্ধনের চেয়ে কোন অংশে কম নয়।
৮/ লেখাগুলি পরে আছে বিগত আবেগের যন্ত্রণাময় স্মৃতি বুকে নিয়ে।
৯/ ঘোড়া হারিয়ে পায়ে হাঁটা অশ্বারোহীর সৈন্যের দশা হল আমার।
১০/ তাস খেলা আমার খুবই ভালো লাগে, কিন্তু প্রয়োজনাতিরিক্ত আয় করতে গিয়ে প্রয়োজনীয় টা**লি হারাবার ঝুঁকি আমি নিতে পারি না।
১১/ প্রচণ্ড আবেগ আছে তার, কিন্তু চারিত্রিক দৃঢ়তার কারণে কখনোই ভুলের ফাঁদে নিজেকে জড়ায় না।
১২/ ক্লান্তিকে দুরে সরিয়ে রাখা মানুষের সাধ্যের বাইরে।
©somewhere in net ltd.