নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এপিগ্রাম ইন "ক্লিওপেট্রা"

১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

অনেক দিন আগে পড়েছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের অসাধারণ এক বই ক্লিওপেট্রা এর বইটির বাংলা অনুবাদ। সেবা প্রকাশনী থেকে প্রকাশীত বইটির অনুবাদ করেছেন সায়েম সোলায়মান।

বইটি পড়ার সময় অনেকগুলি এপিগ্রাম চোখে পড়েছিল আর আমার স্বভাব মত সেগুলি দাগিয়ে রেখেছিলাম। আজ সেগুলিই শেয়ার করছি।







১/ নারীর জিভ ছাড়া পৃথিবীর আর সব কিছুকেই বোধহয় বেঁধে রাখা সম্ভব।



২/ কেবলমাত্র বোকা আর মূর্খরাই গোপন কথা বলে দেয়। জ্ঞানী আর সাহসীরা চুপ থাকে, উপযুক্ত সময়ের অপেক্ষা করে।



৩/ সৌন্দর্যের দংশনে বিষধর সাপে কাটা মৃত মানুষের মতো স্থির হয়ে গেলাম আমি।



৪/ ফলের পোকার মতো কাজ করতে হবে আমাদের। যে পোকা ভেতর থেকে খেয়ে ফেলে ফলকে, কিন্তু বাইরে থেকে বুঝা যায়না ব্যাপারটা।



৫/ কোনো মেয়ে যদি তোমাকে ভালো না বাসে বা অন্ততপক্ষে পছন্দ না করে, তাহলে ওকে বিশ্বাস কোরো না। ওদের মতিগতির কোনো ঠিক নেই-ওদের আবেগ সমুদ্রের ঝড়ের মতো। কখন আসে, কখন যায়, টের পাওয়া যায় না।



৬/ তাড়াহুড়ো কতরে গিয়ে ভুল লোককে বেছে নেবেন না দয়া করে।



৭/ নর-নারীর ভালোবাসার ব্যাপারটা খুবই অদ্ভুত। ওই আবেগ শুরু হয় পাহাড়ের বুকে জন্ম নেওয়া ঝরনার মতো-ছোট্ট একটা জলধারা, যাকে গুরুত্বই দেয় না কেউ। আর শেষ হয় বিরাট কেনে নদীর মোহনায়, অথবা হয়তো কারও ক্ষেত্রে সমুদ্রে। সাঁতার না জানলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকে না প্রেমিকের।



৮/ আমার মতে ভালোবাসা হচ্ছে আশার সমাধি, বিশ্বাসের ধ্বংসস্তূপ।



৯/ যতদিন আঘান না আসে, ততদিন প্রেম খুবই মধুর।



১০/ সুখ কি, তা না জেনেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।



১১/ সময়ের চেয় বড় চিকৎসক আর নে্ই। মনের ঘা, শরীরের ঘা দুটোই একসময় শুকিয়ে দেয় সে।



১২/ যতটুকু পাই, ঠিক ততটুকুই চাই; আবার যতটুকু চাই, ঠিক ততটুকুই পাই।



১৩/ ভাগ্যকে দোষ দিয়ে আমরা পাপীরা নিজেদেরকে হালকা করতে চাই। অথচ একই পাপ আরেকজন করলে ওকে অপবাদ দিতে, সর্বোচ্চ শাস্তি দিতে বাধে না আমাদের। ভাগ্যে লেখা ছিলো- বলে ক্ষমা করে দেই না লোকটাকে।



১৪/ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আবেগের নাম প্রেম এবং একমাত্র কোকারাই সেই আবেগে আক্রান্ত হয়।



১৫/ অকাজে বীরত্ব অপচয় করার চেয়ে আর বড় অপচয় নেই এই পৃথিবীতে।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর পোস্ট +++++++++

৯ এ আঘাত ও ১৪ তে বোকারাই হবে সম্ভবত ।

ভালো থাকবেন :)

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ধরেছেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

ইভেন বলেছেন: আমি ও পড়ে ছিলুম।

ভালই লেগেছিলো

হারমাচিশ

শী পড়ে দেখতে পারেন....

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: শী মনে হয় তিন বার পড়েছি, আরো একবার পড়ার ইচ্ছে আছে।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

মামুন রশিদ বলেছেন: দারুণ!

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

আমিনুর রহমান বলেছেন:



এপিগ্রামে +

গত পরশু বলছিলাম ব্লগার খাটাস কে অনুবাদ কিভাবে সহজ ও সুন্দর করে উপস্থাপন করতে হয় তা সেবা প্রকাশনী বইগুলো দেখে শিখা উচিৎ।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই, আর কারো অনুবাদ এতো নিজের মত মনে হয় না।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

অপু তানভীর বলেছেন: চমৎকার!!

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই ,




এই রকম এপিগ্র্যাম আপনি অন্য অনেক অনেক বইতেই পাবেন তবুও শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ ।

৪ নং এপিগ্র্যামের এই কথাটি ফলের পোকার মতো কাজ করতে হবে আমাদের। যে পোকা ভেতর থেকে খেয়ে ফেলে ফলকে, কিন্তু বাইরে থেকে বুঝা যায়না ব্যাপারটা।


আমাদের দেশটাকে নিয়ে এরকমটাই কি করছিনা আমরা ?

শুভেচ্ছান্তে ।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার সাথে সহ মত।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

সকাল হাসান বলেছেন: ভালোবাসা হচ্ছে আশার সমাধি, বিশ্বাসের ধ্বংসস্তূপ

শতভাগ সত্যকথা!

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ঠিক

৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

বোকামানুষ বলেছেন: দারুণ ++++

বই পড়ে এপিগ্রাম লিখে রাখার অভ্যাস আমার এখনো আছে

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও আছে।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ১ ৬ ৭ ১১ ১৩ ১৫- লাইনগুলো চমতকার লাগল। শেয়ারের জন্য ধন্যবাদ :)

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর উক্তিগুলো ।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

রুমি৯৯ বলেছেন: ভালো লাগলো

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি সেবা প্রকাশনীর যতগুলো অনুবাদ পড়েছি - নিঃসন্দেহে এটাই সবার সেরা। দ্বিতীয় স্থানে থাকবে শী। অসাধারণ ভাষার ব্যবহার। তবে খুব দুঃখ পেয়েছি এটা দেখে যে, হ্যাগারডের এই অসাধারণ উপন্যাস নিয়ে কেউ চলচ্চিত্র নির্মাণের উৎসাহ পায়নি দেখে।

উপন্যাস পড়ার পর স্বভাবতই কৌতূহল জাগে হলিউডের নামকরা অভিনেতারা কিভাবে হারমাচিস, চারমিয়ন, এন্টনি আর সিজারের চরিত্র ফুটিয়ে তোলে, দেখার জন্য। কিন্তু কোন চলচ্চিত্রকারই এই কাহিনীর মধ্যে চলচ্চিত্র নির্মাণের কোন উপাদান পায়নি।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি, মুভি হলে নিশ্চয় অসাধারণ হবে।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো ভালো

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.