নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

লাউয়াছড়ার ছড়া

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫



১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) ও লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) এর বেশ কিছু ছবি দেখেছেন। আরো ছিলো সাত রঙ্গা চা পানে কিছু ছবি, এবার দেখাব প্রবেশপথের পাশের ছড়াটিকে।

১। বামদিকে চলেগেছে এই ছড়ারটির নিম্ন ধারা।




২। ডানদিকের মোড় ঘুরলেই এই নির্জনাংশ





৩। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী





৪। নিচে ছড়ায় নামতে চায় স্বপন, সাইয়ারা, বুসরা




৫। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী






৬। জলের শীতল ছোঁয়া





৭। সাইয়ারা





৮। বুসরা ও সাইয়ারা





৯। উপর থেকে ছড়াটা





১০। ফিরে আসা।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

যোগী বলেছেন:
মনে হচ্ছে অনেক সুন্দর যায়গা। যেতে চাই একবার কখনো।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই সুন্দর যায়গা।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর ছবি

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ছবি আপু।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ছবিগুলো ।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ কালি ভাই।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার ছড়া!

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ছবি ব্লগ ভ্রাতা । ৭ ও ৮ এ বুসরা ও সাইয়ারা অনেক কিউট ছবি এসেছে :)
ভালো থাকবেন ।

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই।

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দারুণ জায়গা । প্রকৃতির রুপের কাছে প্রেমিকার রুপও যেন হার মেনে যায় । :)

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খাঁটি কথা বলেছেন দাদা

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬

সকাল হাসান বলেছেন: চমৎকার দৃশ্যায়ন!

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি!!

৩ এবং ৫ নং ছবি দু'টো প্রায় একই।

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: দুইটার ফ্রেমিং ভিন্ন

৯| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) ও লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) এর বেশ কিছু ছবি দেখেছেন। আরো ছিলো সাত রঙ্গা চা পানে কিছু ছবি, এবার দেখাব প্রবেশপথের পাশের ছড়াটিকে।

১। বামদিকে চলেগেছে এই ছড়ারটির নিম্ন ধারা।




২। ডানদিকের মোড় ঘুরলেই এই নির্জনাংশ





৩। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী






৪। নিচে ছড়ায় নামতে চায় স্বপন, সাইয়ারা, বুসরা




৫। উপরের কালভাটে দাঁড়ান দর্শনার্থী






৬। জলের শীতল ছোঁয়া





৭। সাইয়ারা





৮। বুসরা ও সাইয়ারা





৯। উপর থেকে ছড়াটা





১০। ফিরে আসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.