নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন সময়ে তোলা ও বিভিন্ন সময়ে ফেসবুকে শেয়ার করা ছবিগুলি...
১। এক মুখ দাড়ি গোফ
বান্দরবান রাজার মাঠের সামনে যাত্রী ছাউনিতে.....
এক মুখ দাড়ি গোফ
অনেক কালের কালো ছোপ ছোপ
জট পরা চুল এ তার উকুনের পরিপাটি সংসার
বিছুটি চোখের কোনে দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে
পাগল পাগল , সাপলুডু খেলছে বিধাতার সঙ্গে
চালচুলো নেই তার, নেই তার চেনা বা অচেনা
আদমশুমারি হলে তার মাথা কেউ গুনবেনা
তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোনো প্রার্থী
সরকারে দরকার নেই তাই নিজের সুরঙ্গে
পাগল পাগল , সাপলুডু খেলছে বিধাতার সঙ্গে
বটতলা চুম্বন পদ্ধতি পেটমোটা ব্যাকরণ বই
ধর্ম বা রাজনীতি ঠাকুরের ছবি ফিকে হরি বল খই
সারিবাদী শাল্সাবা ভোগীর লালসা আর অভোগিতে গান
হটাৎ হাসপাতাল এ অকারণে ফাকতালে মহা প্রয়ান
ভিডিও কাসেটে আর নীল সোফা সেট এ বসে মিঠে খুনসুটি
লক-আউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেয়া রুটি
জগতে যা কিসু আছে কিছু নেই তার অনুসঙ্গে
পাগল পাগল , সাপলুডু খেলছে বিধাতার সঙ্গে
পাগল পাগল , সাপলুডু খেলছে বিধাতার সঙ্গে
-সুমন-
২।বান্দরবান স্বর্ণ মন্দির
সময় : ৩০শে জানুয়ারি ২০১৪ ইং
৩। সূর্যাস্ত-১
স্থান : যমুনা সেতু
সময় : ২৩শে মে ২০১৪ ইং সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ক্যামেরা : Nikon D80
৪। সূর্যাস্ত-২
স্থান : যমুনা সেতু
সময় : ২৩শে মে ২০১৪ ইং সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ক্যামেরা : Nikon D80
৫। হাতির ঝিল
প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই!!
২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
In2the Dark বলেছেন: কিছুই কমু না।
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০২
শিরনামহিনা বলেছেন: হাতির ঝিল বেশি shundor...