নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সেন্টমার্টিনে দেখা মাছ

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে অনেকগুলি মাছের ছবি তুলেছিলাম, দেখেনতো কটা চিনতে পারেন।

১।



মাছ গুলি এভাবেই সাজিয়ে রাখে, বললেই ভেজে দিবে।





২।



অনেকেই হয়তো ভাবছেন এটা রুপচাদা, আসলে এটা কিন্তু রুপচাদা নয়। এটাবে ওরা বলে টেকচাদা।





৩।



দেখতে অনেকটাই টোনা ফিসের মতো, নামটা জানি না।





৪।



খাবেন নাকি কোনোটা?





৫।



ওদের ভাষায় এটার নাম সুন্দরী মাছ।





৬।



দেখতে চিংড়ির মতো, আসল নামটা মনে করতে পারতেছিনা, এটা কাঁকড়া প্রাতির।







৭।







৮।



এই দুটি মাছের নাম আমি জানি না, আপনার কেউ জানেন?





৯।



টোনা ফিস





১০।



ছোট কোরাল মাছ।





১১।



ছুরি মাছ মনে হয়।





১২।



এই মাছটারও নাম জানি না।





১৩।



বামের দুটি টেকচাদা, ডানেরটার নাম কি?





১৪।



টোনা ফিস।





প্রথম প্রকাশ:



এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মুদ্‌দাকির বলেছেন: মনের খুবই দূর্বল যায়গায় হাতা হাতি করলেনরে ভাই, কাজটা ঠিক করেন নাই :( :( :( :( :( :-P :-P :-P :-P :-P :-P

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে B:-)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

পথহারা নাবিক বলেছেন: ভালো লাগছে!! ++++++++++

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ পথহারা নাবিক ভাই।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বোধহীন স্বপ্ন বলেছেন: মাছ যদিও খুব একটা পছন্দ করি না, তবে একটা ভাজা মাছ খেয়ে দেখতে পারলে মন্দ হইত না।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: চলে যান সেন্টমার্টিনে.....

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

হুংগা বলেছেন: কোরাল মাছ ভালা পাই....

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ভালো পাই।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চিংড়ির মত গুলো তো চিংড়িই জানতাম । লবস্টার বলে মনে হয় ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, এটার নাম লবস্টার। আর ৩ নাম্বার মাছটার নাম সুরমা।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭

বেকার সব ০০৭ বলেছেন: মাছ দেখে তো ভালোই লাগল তবে এই সব মাছের শুটকি খুব স্বাদ, ইদানিক কাকরাও কি মাছের তািলকায় আইসা গেল

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: না আসে না, তবে ওরা মাছের পাশেই স্খান পেয়েছে।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

বাংগাল গাজী বলেছেন: ৬ নম্বরটা লবস্টার।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ধরেছেন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

অন্যসকাল বলেছেন: আমার কাছে তো সবই পিরানহা মনে হইতাসে :P
সেইন্টমার্টিন যাইতাম মুন্চায় :(( :(

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একটাও পিরানহা নাই এইখানে
চলে যান।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: আপনার বাগান থেকে ঘুরে আসলাম। পোস্ট আমার কাছে ভাল না, কারণ ঐগুলো দেখলে আর খাবার ইচ্ছে হয় না। কেমুন কেমুস জানি লাগে... #:-S #:-S

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আহারে বড়ই দুঃখজনক।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: জানুয়ারিতে যেতে হবে দেখি।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশের পরিস্থিতি ঠান্ডা হলে আমিও যাবো।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

মৈত্রী বলেছেন:
লবস্টার...

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

আমি ইহতিব বলেছেন: আজ পর্যন্ত আমি যত জায়গা ঘুরেছি সেন্ট মার্টিন তার মধ্যে আমার সবচেয়ে প্রিয়। শেষবার গিয়েছি সম্ভবত ২০১০এ। আপনার পোস্ট দেখে আবার যাওয়ার ইচ্ছে হচ্ছে।

বেশিরভাগ মাছই চিনিনা। প্রথমটা দেখে ইলিশ মনে হচ্ছিলো।

টেকচাদা মাছটা খেতে মজা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সেন্টমার্টিন আসলেই সেইরকম একটা যায়গা। বেশের পরিস্থিতি ঠান্ডা হলেও আমার যাওয়ার ইচ্ছে আছে।
এর মধ্যে বেশকটি মাছই খেয়েছি, সবগুলির স্বাদই ইয়াম্মী।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

ড. জেকিল বলেছেন: সেন্টমার্টিনে যাওয়া হয়নি, ধন্যবাদ এতো সুন্দর সুন্দর মাছ দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

দেখতে তো খালি খাইতে মুঞ্চায় :P :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ময় করে সেন্টমার্টিনে গিয়ে খেয়ে আসেন।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ! :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর। রূপ চাদা দেখলাম না।দারুণ টেস্টি মাছ।ফ্রাই খেয়েছিলাম কক্সবাজারে অসাধারণ লেগেছিল। সামুদ্রিক মাছের উপর পোস্ট ভাল লেগেছে। সবগুলোই আয়োডিন সমৃদ্ধ।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো কারণে ওদের কারো কাছেই তখন রৃপচাদা ছিলো না।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

যাযাবর শফিক বলেছেন: লইট্টা ফিশ নাই? :P :P

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: না নাই

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: লবস্টার খেতে ইচ্ছা করছে। পোষ্টে প্লাস।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: সেন্টমার্টিনে চলে যান।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

অস্পিসাস প্রেইস বলেছেন:

উফ! মনে হচ্ছে এখনি সেন্ট সেন্টমার্টিন যাই।

অবরোধ আর হরতালের ঝামেলাটা শেষ হবার অপেক্ষায় আছি। তারপরেই ট্যুর।

দারুণ পোস্ট! ধন্যবাদ :)

শুভ কামনা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও রইলো শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.