নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতে ঢাকা ছাড়ছি.....
আজ রাতে রওনা হচ্ছি বিরাপুরের উদ্দেশ্যে। হানিফ পরিবহনের রাতের ১১টা ৩০ মিনিটের গাড়িতে টিকেট কেটে ফেরা হয়েছে। বিরামপুরে যাচ্ছি সম্পূর্ণ অপরিচিত একজনের বিয়েতে। ৫ তারিখে অনুষ্ঠান, তাই আমরা ৪জন ৪ তারিখ রাতে রওনা হচ্ছি ঢাকা থেকে। আশা করি ৫ তারিখ ভোরে পৌঁছে যাবো বিরামপুর।
৫ তারিখ বিকেল নাগাদ বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করে আশে পাশে ঢু মারার চেষ্টা করবো। রাতটা কাটাবো বিরামপুরেই, যাদের অনুষ্ঠানে যাচ্ছি তাদেরই রেস্ট হাউসে।
৬ তারিখ সকালে রওনা হয়ে যাবো দিনাজপুরের উদ্দেশ্যে। সরাদিনে যতটুকু দেখা যায় দেখে নিয়ে ৬ তারিখ রাতটা কাটিয়ে দিবো দিনাজপুরে, অথবা সেদিন রাতেই চলে যাব তেঁতুলিয়াতে।
দিনাজপুরে দেখার ইচ্ছে আছে-
নয়াবাদ মসজিদ
কান্তজীউ মন্দির
স্বপ্নপুরী
রাজবাড়ী
যদি ৬ তারিখ রাত দিনাজপুরে থাকি তাহলে ৭ তারিখ সকালে রওনা হয়ে যাবো তেতুলিয়ার উদ্দেশ্যে। ৭ তারিখ রাত কাটাবো তেঁতুলিয়াতেই।
তেঁতুলিয়াতে দেখার ইচ্ছে আছে-
সমতল ভূমিতে চা বাগানঃ
তেঁতুলিয়া ডাক-বাংলোঃ
বাংলাবান্ধা জিরো (০) পয়েন্ট
আশা করি ৮ তারিখ রাতে তেঁতুলিয়া থেকে রওনা হয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে, ৯ তারিখ ভোরেই পৌঁছে যাবো নিজ বাড়িতে।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভেচ্ছা
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২
পাগলা জগাঈ বলেছেন: এত কিচু ´থাকতে আমার নামটা নেবার কারন কি ?
মরুভূমির জলদস্যু ঐটাই তো ভাল ছিল
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এ্যাডুদের অনুরোধ করতে করতে এখন আশা ছেড়ে দিয়েছি.....
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
ইয়েন বলেছেন: যাএা শুভ হোক ......দিনাজপুর অসাধারণ সুন্দর একটা শহর .....আশা করি আপনার ভালো লাগবে ....
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: দিনাজপুর শহটাতে দেখার মত অনেক কিছু রয়েছে। দেখেছি আগেই।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
অহন_৮০ বলেছেন: দিনাজপুর শহরটা অনেক সুন্দর......... আমি গেছি
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও গিয়েছি আগে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
~মাইনাচ~ বলেছেন: ভ্রমন শুভ হোক