নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে আমার প্রয়োজন হচ্ছে আমার ডেক্সটপ থেকে কিছু ফাইল নেটবুকে নেয়া। প্রথমে ডেক্সটপ থেকে পেনড্রাই তারপর পেনড্রাইভ থেকে নেটবুক। এতো ঝক্কি-ঝামেলা না করে সরাসরি আর কি কি উপায় আছে যাতে সরাসরি ডেক্সটপ থেকে নেটবুকে ফাইল শেয়ার করতে পারবো?
২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২
ভিটামিন সি বলেছেন: ১. ল্যান করেন, কইরা ফাইল শেয়ার দেন। ১০০এমবিপিএস স্পিডে ডাটা ট্রান্সফার হবে।
২. যেহেতু পেন ড্রাইভে নিবেন না, তাহলে সিডি বা ডিভিডিতে রাইট করে নেন। (আরো বেশি ঝামেলা)।
৩. ডেস্কটপে ব্লু-টুথ ডিভাইস লাগিয়ে ব্লু-টুথে ট্রান্সফার করেন (বছর খানেক লাগবে)।
৪. ডেস্কটপের হার্ডডিস্ক সাটা-ইউএসবি কনভার্টার দিয়া ল্যাপিতে কানেন্ট দেন তারপর কপি পেষ্ট। টাকা + পরিশ্রম দুটোই নষ্ট হবে।
আমি আর কিছু জানি না।
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ১ টা কি করে করতে হয় বস?
৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০২
বিদ্যুৎ ঝঞ্ঝাট বলেছেন: 1. Cross LAN connection
2.Bluetooth / wifi device
3.USB to USB port (দাম বেশি)
৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১০
ধৈঞ্চা বলেছেন: বেশ কয়েকটি উপায় আছে, আপাতত ৩টা উপায় উল্লেখ করছি;
১.
আপনি ২টা ডিভাইসকে নেটওয়ার্কিং করে ডাটা ট্রান্সফার করতে পারবেন সহজেই। ইন্টারনেটের প্রয়োজন হবে না, নেটওয়ার্ক কেবল দিয়েই তা করতে পারবেন। শুধু নেটওয়ার্ক সেটিং করে নিতে হবে।
২.
এই ক্ষেত্রে ইন্টানেটের প্রয়োজন হবে, আপনি যদি ২টা ডিভাইসকে একই ওয়াই-ফাই এর আওয়াত নিয়ে আসতে পারেন এবং আইপি সেটিং করে ডাটা ট্রন্সফার করতে পারবেন। ল্যাপটপে বিল্টইন ওয়াই-ফাই থাকে, কিন্তু ডেক্সটপের জন্য আপনাকে একটা ওয়্যারলেস ইউএসবি এডাপ্টর কিনে তাকে ওয়াইফাই উপযোগী করে নিতে হবে।
৩.
এখন মার্কেটে কিছু কনর্ভারটার পাওয়া যায় যা দিয়ে আপনি আপনার ডেক্সটপ হার্ডডিক্সকে কানভার্টার দিয়ে ইউএসবি উপযোগী করে নিতে পারবেন। পরে তা ল্যাপটপে সংযোগ দিয়ে ডাটা ট্রান্সফার করবেন।
ধন্যবাদ
৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
শোয়াইব আহেমদ বলেছেন: View this link সবগুলো পর্ব পড়ে ফেলুন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
খান সাব বলেছেন: ক্লিক হেয়ার
৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩
অপরাজিতা হিমু বলেছেন: সহজ সমাধান পেলাম না। তাই শোকেসে নিয়ে রাখলাম দেখি আর কে কি বলে।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
নোবিতা রিফু বলেছেন: গ্যালারিতে বসলাম, জিনিসটা আমারও দরকার...