নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বোকে আলোকচিত্র

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

আমি আলোকচিত্রের কিছুই জানি না, ফটোগ্রাফারও নই। সেদিন বোকে আলোকচিত্র সম্পর্কে সামান্য একটু তথ্য জানলাম। সেটাই এখানে জানাচ্ছি।



আমরা জুম লেন্স ব্যবহার করে খুব কাছ থেকে কোনো কিছুর ছবি তোলার সময় তার চারপাশের বিষয়বস্ত সহ ব্যাকগ্রাউন্ড সাধারনত আউট-অফ-ফোকাস করে নিই।

যেমন নিচ পেস্তা আলুর দুটি ছবিতে দেখতে পাচ্ছেন আলু ছাড়া চারপাশের বিষয়বস্ত সহ ব্যাকগ্রাউন্ড আউট-অফ-ফোকাস করে নিয়ে ছবি তোলা হয়েছে।









বোকে আলোকচিত্র বিষয়টাও তেমনই ব্যাকগ্রাউন্ড আউট-অফ-ফোকাস থাকবে,শুধু তফাত হচ্ছে আলোর বিষয়ে। আমরা জানি আলোকচিত্রের বিষয় বস্তুর পিছনে আলো থাকলে সেই ছবি সুন্দর আসেনা। এটা ছবি তোলার জন্য একটা অসুবিধাজনক দিক। কিন্তু বোকে আলোকচিত্র ক্ষেত্রে আলোটাই বড় একটা সুবিধা। এই ক্ষেত্রে জুম লেন্স ব্যবহার করে খুব কাছ থেকে কোনো কিছুর ছবি তোলার সময় লক্ষ রাখতে হবে বিষয় বস্তুর পিছনে যেন আলোর উৎস থাকে। তারপর সাবধানে এমন ভাবে ছবিটি তুলতে হবে যাতে ছবির বিষয় বস্তুর পিছনে আলোক বল তৈরি হবে। যেমন নিচের ছবিগুলি।















এই টপিকের সবগুলি ছবিই অল্পজ্ঞানে আনাড়ি হাতে এই অধমের তোলা। হাতপাকা কেউ তুললে আর অতুলনিয় হতো অবশ্যই। তথ্যে কোনো ভুল থাকলে নিজ গুণে ক্ষমা করে জানিয়ে দিয়েন।





এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: কাঁচা হাতের যা দেখলাম তাতে চোখ জুড়িয়ে গেল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ওটা হাতের নয়, চোখের গুণ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবি গুলো ।

ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

হাতীর ডিম বলেছেন: কাচা হাতে যা তুলসেন হাত পাকলে কি হবে???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: পাকার সময় আর মনে হয় হবে না।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ফরিদ মিঞা বলেছেন: অসাধারণ হয়েছে। অভিনন্দন আপনাকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.