নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হরতাল হবে বলল নেতায়,
দেশজুড়ে চাই রক্ত
সাথে সাথেই এগিয়ে এলো
রাজনীতির এক ভক্ত।
বলল হেসে, নেতা মশাই
কিসের রক্ত চাই?
গরু- ছাগল, হাঁস-মুরগীদের
এমনি রক্ত পাই।
তাতে যদি না হয় নেতা
কুকুর, বেড়াল ধরি
গাধা, ঘোড়া, শুকুর, শৃগাল
তাদের হত্যা করি।
তাতেও যদি না হয় নেতা
কাক পাখিদের মেরে
চিল, শুকুনের রক্তগুলো
দেই মাটিতে ছেড়ে।
এসব শুনে বলল নেতায়
মাটিত ঠুকে পা
এসব দিয়ে এই হরতালে
কিছুই হবে না।
বলল ভক্ত, এর পরেতেও
রক্ত যদি লাগে
আবির রঙে রাঙাবো দেশ
সুর্য উঠার আগে।
এই কথাতে নেতায় তখন্
দাঁত খেঁচিয়ে কয়,
“আমজনতার রক্ত ছাড়া
রাজনীতি কি হয়”?
“পশুপাখির রক্ত মোদের
আদৌ দরকার নাই
এই হরতালে আমজনতার
টাটকা রক্ত চাই”।
ছবি ঃ ইন্টারনেট
১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫
জুল ভার্ন বলেছেন: এটাই আমাদের রাজনৈতিক নেতাদের বৈশিষ্ট্য!
১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৪
প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। আন্দোলন হলেই তারা রক্ত খোঁজে
৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: রক্ত যে চরম খেলা
কার উড়ে ধুলা-
ধুলাই যে কালো মেঘ
অবশেষে শেষ হলো বেলা
কারে বলি গাঁধার বাঁচ্চা
এবার রক্ত চুশে পালা।
ভঅল থাকবেন প্রামানিক দা
১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা মন্তব্য। ধন্যবাদ লিটন
৪| ১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে ছড়া
১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১০
সোনাগাজী বলেছেন:
আজকের বিশ্বে অনেক জাতি রক্তছাড়া রাজনীতি করছে; পাকিস্তান, বাংলাদেশ, আরব ও আফ্রিকার লোকজন রাজনীতি রপ্ত করতে পারবে না।
১৫ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: ভারতের পশ্চিম বঙ্গেও এখন একই অবস্থা
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহ্ দারুণ কবিতা!