নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো যাই উড়ে, মনের আকাশ জুড়ে

পথ হারা কিশোর

চলো যাই উড়ে, মনের আকাশ জুড়ে

পথ হারা কিশোর › বিস্তারিত পোস্টঃ

আইডল এবং শ্রদ্ধাবোধ

১৫ ই জুন, ২০২২ রাত ৯:২২

যাদেরকে আমরা আইডল হিসেবে গ্রহণ করি তাদের খুব কাছে যাওয়া উচিৎ না। কারণ খুব কাছে গেলে তাদের খারাপ দিকগুলোও আমরা দেখতে পাব। আর একজন আইডলের খারাপ দিকগুলো যখন তার কোনো অনুসারী জানতে পারে তখন সেই আইডলের প্রতি আর শ্রদ্ধাবোধ থাকে না। যদিও আমরা জানি পাপ মানুষই করে। তবুও একজন আইডলের খারাপ আচরণটাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বেশি ভাবায়। আমরা যার কাছ থেকে যেটা আশা করি না, তার কাছ থেকে সেটার প্রতিফলন ঘটলে আমরা মনে আঘাতই পাই। যাকে আমরা বেশি ভালোবাসি তার ছোট অপরাধও আমাদের বড় কষ্ট দেয়। আর একটা মানুষের উপর একবার অশ্রদ্ধা জন্মালে সেটা আর দূর করা যায় না। তাই যাদেরকে আমার বেশি ভালো লাগে, বা যাদের আচরণ দ্বারা আমি প্রভাবিত হই তাদের খুব কাছে আমি যাওয়ার চেষ্টা করি না। আমি জানি, কাছে গেলে কেবল অশ্রদ্ধারই দেখা পাব।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু যার আইডল তার বাবা সে কি করবে?
বাবার থেকে দূরে থাকবে?
বাবারও দোষ ত্রুটি থাকতে
পারে যা এক সময় প্রকাশ
পেতে পারে তখন ওই
সন্তান কি করবে? বাবাকে
ঘৃণা নাকি মেনে নেওয়া!

২| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৩২

রাজীব নুর বলেছেন: কিছু মানুষের প্রতি আমার গভীর শ্রদ্ধা জন্মেচ্ছিলো। তাদের আসল চেহারা দেখে এখন তাদের প্রতি ঘৃণা জন্মেছে।

৩| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: একদম ঠিক।

৪| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% ঠিক।

৫| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.