নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বিষণ্ণতা কখনও আড়াল হয়ে যায় ফিরে আসা সুখের আবরণে। সেই আবরণ অবিস্তীর্ণ। সেই সময় ক্ষণিকের। তবুও জীর্ণ মনের প্রাণ ফিরে পাওয়া..। কিছুটা ছোটাছুটি; কিছুটা উচ্ছ্বাস। যেন গভীর সমুদ্র হতে কোনো বাতাস এসে প্রাচীন পরিত্যক্ত কোনো ঘরে জমে থাকা পুরোনো ধুলো সরিয়ে দিল। তারপর... তারপর এভাবে সময়ের প্রান্তে এসে, কে যেন বলে দেয়, "এ পথ তোমার নয়, ফিরে এসো.."
২| ১২ ই মে, ২০২২ ভোর ৬:৩২
খায়রুল আহসান বলেছেন: সুখে দুখে আমাদের এ জীবন। কারও জীবনে এ পাল্লাটা ভারি, আবার কারও ওটা। মেনে চলতে পারাটাই দুটোর ব্যবধান কিছুটা হলেও কমাতে পারে।
৩| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫
বিজন রয় বলেছেন: ৯ বছর ৯ মাস ব্লগিং করছেন, কিন্ত এখনো পর্যন্ত নিজের ব্লগে কিংবা অন্যের পোস্টে কোন মন্তব্য করেননি।
আপনার মন্তব্য করার পরিসংখ্যান এখানো শূন্য!!
এটা কিভাবে সম্ভব!!
আমি এখনই হতাশায়, বিষন্নতায় ডুবে গেলাম।
৪| ১২ ই মে, ২০২২ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: বিষন্নতা একটা অসুখ।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২২ ভোর ৫:৪৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুখ জিনিসটা এমন-ই। খুবই আপেক্ষিক।