নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Advance চিন্তা করার দরকার কী? যখন সময় হবে তখন যেটা দরকার সেটা এমনিতেই এসে ধরা দিবে। Future কে নিয়ে ভাবতে ভাবতে যদি Present কে নিয়ে ভাবার সময় না পাই, তাহলে তো আর হলো না। Present কে ভালোভাবে ইউজ করলে Future এমনিতেই ভালো হবে। শুধু মাথায় রাখতে হবে "বর্তমানের সঠিক ব্যবহার করতে হবে ভবিষ্যৎকে সহজ করার জন্য", এই কথাটা। আমার সমবয়সী একটা ছেলে এই বয়সে যতটুক বুঝা দরকার তার চেয়ে 'এক লাইন' বেশি বুঝে, কিন্তু আমি বুঝিনা। মানে সে আমার চেয়ে এক লাইন 'এগিয়ে' আছে। সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সেটা দেখে আমি হতাশ হবো কেন? আমার তো আপাতত যতটুক দরকার ততটুক আমি পারি। আমি 'এক লাইন' এগিয়ে যেতে না পারি, কিন্তু 'এক লাইন' তো পিছিয়ে নেই। এটা নিয়ে নিজেকে blame করার তো কিছু দেখিনা।
কাজী নজরুল মেট্রিক পাস করতে পারেন নি। কিন্তু অসংখ্য কবিতা লিখেছেন। এখন আমি যদি বলি, "নজরুল মেট্রিক পাস না করে হাজার হাজার কবিতা-গান লিখেছেন, আমি ইন্টারমিডিয়েট পাস করেও কবিতার একটা লাইন লিখতে পারলাম না। ধুর! আমাকে দিয়ে কিচ্ছু হবেনা", এই কথা বলে যদি পড়ালেখা-ই ছেড়ে দিই তাহলে সমাধনটা কী হলো?? এটা হলে তো নজরুলকে দেখে উৎসাহিত না হয়ে হতাশই হলাম!
যেমন, রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে, পাঠ্যবইয়ের প্রতি অনীহা দেখিয়েও সব্যসাচী লেখক হয়েছেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। আর আমি মাসে ২৬ দিন (শুক্রবার ছাড়া) স্কুলে গিয়েও 'রবীন্দ্রনাথ' বানান ভুল করি। এখন আমি যদি বলি "আমাকে দিয়ে এই পড়াশোনা হবে না"। তাহলে?? নজরুল-রবীন্দ্রনাথ কি হতাশারই প্রতীক!? এমন তো হতে পারেনা।
কথা হচ্ছে, আমরা একটা সফল মানুষের দিকে তাকাবো। তার জীবনের কোন অংশটা, কোন ঘটনাটা আমাকে Inspire করে সেটা খুঁজে বের করবো। যদি দেখি যে, একটা মানুষের দিকে তাকিয়ে উৎসাহীত হওয়ার চেয়ে হতাশই বেশি হচ্ছি, তাহলে তার দিকে তাকানোর দরকার কী? নজরুল-রবীন্দ্রনাথের জীবনেও অজস্র ঘটনা আছে যেগুলো আমাদের Inspire করে, আমাদের তো সেগুলোর দিকেই তাকানো উচিৎ।
আর আমার চেয়ে কে কী বেশি পারে সেটা নিয়ে মাথা ব্যথার সময় কই? আমি কী পারি এবং কী কী পারা দরকার সেটা নিয়েই তো ভাবা উচিৎ। আমার সমবয়সী একটা ছেলে প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১ম হচ্ছে, বা আমার চেয়ে কম বয়সী মেয়ে IQ টেস্টে আইন্সটাইন, বিল গেট্সকে ছাড়িয়ে যাচ্ছে, এটা করছে, ওটা করছে..!! এই অতিরিক্ত মেধাবীদের দেখে যদি নিজেকে ছোট মনে হয়, যদি ভাবি 'ওদের মতো অতটা মেধাবী হতে পারলাম না। আমি একটা গরু-ছাগল', যদি নিজের কনফিডেন্ট লেভেলটাই low হতে থাকে, তাহলে ওদের দিকে দৃষ্টিপাতের প্রয়োজনটা কী?
আচ্ছা, পৃথিবীতে সব কিছু কি অতিরিক্ত মেধাবীরাই করে? লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা কি কিছুই করতে পারেনা? ছোট কিছু করতে হলেও কি বড় হওয়া লাগে? লাস্ট বেঞ্চে বসে কি স্বপ্ন দেখা যায়না?
আমি ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। আমার এই লাস্ট বেঞ্চের মধ্যেই আমি সেরা। এই লাস্ট বেঞ্চ থেকেই আমি স্বপ্ন দেখি। আমি এই লাস্ট বেঞ্চেই থাকতে চাই।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩
দূরত্ব বলেছেন: চমৎকার