নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে যে হারে চুরি ডাকাতি বেড়ে চলছে, এখন তো নিজের প্রাণ নিয়েও ভয় হয়। আমার সম্পদের বিনিময়ে যদি আবার আমাকে. . . (!) মানুষের জীবন তো তাদের কাছে মূল্যহীন।
কিছুদিন আগে সকালে আমার বাসায় (চট্টগ্রামের বাদুরতলায়) ঢুকে নিয়ে গেল আমার ২টি মোবাইল এবং ভাইয়ার মানিব্যাগ। সিটি এলাকা, জিনিস একবার চোরের হাতে গেলে সেটা আর ফিরে পাওয়ার আশা থাকেনা। তাই সেটা নিয়ে আর তেমন চিন্তা করিনি। হাওয়া হয়ে গেল আমার মোবাইল আর মানিব্যাগ।
আমার বাড়ি দোহাজারী. বাড়িতে আসলাম কয়েকদিন আগে। রাত (২.৩০টা) দেখি ডাকাতের দল এসে ঘিরে ফেলল আমাদের বাড়ি। আমার চাচার বাড়িতে ঢুকার অনেক চেষ্টা করল। কিন্তু পারল না। তারপর আমাদের বাড়িতে ঢুকার প্রক্রিয়া চালানোর সময় আমরা তাদের উপস্থিতি টের পেলাম। সবার টের পাওয়ার ব্যাপারটা ডাকাত দল বুঝতে পেরে পরবর্তী দ্রুত পলায়ন করে।
সম্প্রতি পূর্ব চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী ইউনিয়নে চুরি-ডাকাতি ক্রমশয় বেড়ে চলছে। আমাদের বাড়িতে আসার ঠিক ২দিন পর আমাদের পাশের আরেকটি বাড়িতেও আসলো ডাকাত। কিন্তু বাড়ির লোকজন তা বুঝতে পারে এবং সাথে সাথে আশে-পাশের এলাকাবাসীদের ফোন করে জানিয়ে দেওয়ায় লোকজন সজাগ হয়ে যায়। তারপর ডাকাতরা পালায়। গত পরশু জামিরজুরীর (হিন্দু পাড়ায়) একজনের বাড়িতে ঢুকে স্বর্ণ-টাকা সহ অনেক জিনিষপত্র লুটপাট করে। শুধু তাই নয়, তাদের পরিবারের একজনকে (দা দিয়ে) কুপিয়ে প্রচণ্ড রকম আঘাত করে। শুনেছি বর্তমান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তিনি। এর আগেও দোহাজারীর অনেক জায়গায় ডাকাতির খবর শুনেছি।
মানুষের নৈতিকতা এখন কোথায়? কেন দেশে চুরি-ডাকাতি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ্মুলক কর্মকাণ্ড বেড়ে চলছে? কোথায় মানুষের মূল্যবোধ? নিজের সাময়িক সুখের জন্য অন্যের একটি জীবন প্রদীপ নিভিয়ে দিতে আমাদের বিবেক এতটুকুও কি বাধা দেয় না? পরকালের ভয় কি আমাদের মনে একটুও নাড়া দেই না?
নিজের বাড়িতেও যদি মানুষের নিরাপত্তা না থাকে তাহলে মানুষের নিরাপত্তার স্থান কোথায়?
দোহাজারীর মানুষ এখন ডাকাতের জন্য শান্তিতে ঘুমাতে পারছে না।
এই নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই।
--- তারেক।
[বিঃদ্র: পোষ্টটি গত ১৫ ফেব্রুয়ারি লেখা হয়েছিল]
©somewhere in net ltd.