নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনকতক আগে ব্লগার ভুয়া মফিজ ফিলিস্তিন জনগনকে আর কতকাল ধৈর্যধারণ করতে হবে? শিরোনামে একটা লেখায় বলেন- আমাদের দেশে হুজুর আর মাদ্রাসা নিয়ে কিছুদিন পর পরই তুমুল তোলপাড় হয়। এটা যেন একটা নিয়ম হয়ে দাড়িয়েছে। ইসলাম ধর্ম এবং এর রক্ষণাবেক্ষনের দাবীদার পক্ষগুলোর কার্যকলাপ নিয়ে একেকটা ঘটনা ঘটে, আর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর একটা সময়ে সব পক্ষই ঝিমিয়ে পড়ে নতুন ইস্যুর অপেক্ষায়; তেমনিভাবে আন্তর্জাতিক মহলে একটা মোটামুটি পার্মানেন্ট ইস্যু ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্ধ।
কিছুদিন পর পরই মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইজরায়েল সাকো নাড়ানোর মতো কোন একটা অকাম করে। জবাবে হামাস খান-কতক রকেট ছোড়ে ইজরায়েলে, আর পাল্টা ব্যবস্থা হিসাবে ইজরায়েল কোমর বেধে নেমে পড়ে ফিলিস্তিন নিধনে।
ঘটনা সেরকমই। ইজরাইল সৃষ্টির পর থেকেই এরকম হয়ে আসছে। এরকম একেকটা যুদ্ধাবস্থাকালে এই ব্লগেও ব্লগাররা তার প্রতিবাদ করেছেন, লেখা দিয়েছেন। এবারও তার ব্যত্যয় হয়নি। ৫৪৪৪ কিলোমিটার দুরে বসে সাধারণ ব্লগাররা লেখার মাধ্যমে প্রতিবাদ করা ছাড়া আর কি-ইবা করতে পারেন!
কিন্তু এবারই মনে হয় প্রথমবারের মত দেখলাম যে বেশ কিছু ব্লগার প্যালেস্টাইনের এই সংগ্রামকে তুচ্ছতো করছেনই উপরন্তু যারা হানাদার ইজরাইলের বিপক্ষে লিখেছেন, তাদেরকেও তীব্র আক্রমণ করছেন এবং ইজরাইলের গোয়ার্তুমি, অন্যায়কে জায়েজ করার বিভিন্ন কোশেশ কসরৎ করে যাচ্ছেন।
হানাদার পাকিস্তানিদের বিপক্ষে একটা রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীনতা অর্জন করেছে, সে দেশেরই ব্লগাররা আরেকটি দেশের স্বাধীনতার সংগ্রামকে কটাক্ষ করছে!! আমার কাছে বিষয়টা খুবই আশ্চর্যের মনে হয়েছে।
আমার এ মুহূর্তে মনে পড়ছে, এরকমই একটা পরিস্থিতিতে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে এই ব্লগে পোস্ট হওয়া কালজয়ী একটা লেখার কথা। ২০০৯ সালের ৪ জানুয়ারি ব্লগার সৌম্য অগুনিত মেহেরের গল্প শিরোনামে যে পোস্ট দেন, সেটা এই ব্লগের ব্লগারদের প্রিয় পোস্ট এর তালিকায় প্রথম দিকেই থাকবে বলেই আমার মনে হয়।
বর্তমান পাঠকদের জন্য লেখাটা কোনো ধরণের সংযোজন-বিয়োজন ছাড়াই তুলে দিলাম।
অগুনিত মেহেরের গল্প
বাংলাদেশ মিলিটারী একাডেমীর কঠোর কিন্তু অত্যন্ত আনন্দের দিনগুলো নিয়ে মাসখানেক আগে চির উন্নত মম শীর (মিলিটারী একাডেমীর স্লোগান) সিরিজ করে ব্লগে লিখতে শুরু করেছিলাম। শেষে কিছু ব্যাক্তিগত কারনে প্ল্যানটা ছাড়তে হয়েছিল। সম্পুর্ন অন্য কারনে এই লিখা। এটা ঐ সিরিজের সাথে সম্পর্কিত নয়, আজকে একজনের কথা বলবো, তার নাম মেহের।
মিলিটারী একাডেমীর প্রথম রাতের কথা। ভয়ানক স্বাগতম ডলা চলছে। একাডেমীর গেট দিয়ে ঢোকা মাত্রই সিনিয়রেরা ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাপিয়ে পড়লো। আমি আর জনৈক কোর্সমেট ফাঁকি দিয়ে মুল দল থেকে আলাদা হতে গিয়ে ব্যাপক ডলার সম্মুখিন হলাম। জনৈক মহিলা সিনিয়র আলাদা করে পাঙ্গালো। কিছুক্ষনের মধ্যেই আমরা বার পাচেক বমি করলাম, উলটা হয়ে ঝুলে থাকতে থাকতে অবস্থা শেষ। বর্ষার দিন, পিটি গ্রাউন্ডে লজ্বাবতীর কাঁটা ভালোই ছিল। সারা শরীর থেকে রক্ত ঝরছে। আমার কর্পোরালে স্যাডিস্টিক মানসিকতার জন্যে ব্যাটালিয়ন খ্যাত ছিল। প্রায় অর্ধমাইল ফ্রগ জাম্প দিতে দিতে অবস্থা শেষ।
এমন সময় অনেকক্ষন পর উঠে দাড়ানোর অনুমতি মিললো। সাহস করে উঠে দাঁড়িয়ে সিনিয়রের মুখের দিকে তাকিয়ে একটূ ভ্যাবাচেকা খেলাম। একজন সাদা চামড়ার বিদেশী ক্যাডেট। বাংলাদেশ মিলিটারী একাডেমীতে প্রচুর বিদেশী ক্যাডেট আসে জানতাম। এর সাথে আমার প্রথম পরিচয়। তালগাছের মতো লম্বা।শুকনা, চামড়া অনেক বেশী ফ্যাকাশে দেখে মনে হয় রক্ত শুন্যতায় ভুগছে বাদামী চুল, বাদামী পিঙ্গল চোখ। ভু-মধ্যসাগরীয় চেহারা। পরে জানলাম দুর্দান্ত রকমের বেয়াড়া একজন কিন্তু অসম্ভব রকম ফিজিক্যালী টাফ একজন। নাম মেহের। দেশ প্যালেস্টাইন।
একাডেমীতে ফার্স্ট টার্ম আর ফাইন্যাল টার্মের মধ্যে অন্যরকমের খাতির। থার্ড টার্ম মুলত পাঙ্গা পালিশ চালায়, সেকেন্ড টার্মারেরা নিজেরাই থাকে দৌড়ের উপরে। তবে অবসরে তারাও সিনিয়রশীপের প্রাকটিস চালিয়ে নেয়। ফাইন্যাল টার্মের অন্যতম কাজ হচ্ছে এদের হাত থেকে ফার্স্ট টার্মারদের রক্ষা করা। যেমন ধরা গেছে, ডাইনিং রুমে সবাই ক্ষুধার্তের মতো গোগ্রাসে খাচ্ছি, এমন সময় কারো হাত থেকে চামচ খসে পড়ে গেল। কর্পোরাল (একজন থার্ড টার্মার ক্যাডেট) লাফ দিয়ে উঠে সবাইকে তাড়িয়ে নিয়ে আসবে। পুট অন ডাংরি লং বুট, মেক ফল ইন। এমন সময় ফাইন্যাল টার্মার কেউ এসে কর্পোরালকে আলাদা করে নিয়ে কিছু বলে সব ফার্স্ট টার্মারদের সাথে পিলি পিলি গল্প শুরু করে দেবে, কার কার গার্ল ফ্রেন্ড আছে, এই সব। আজকের পাঙ্গা বাদ। মেহের স্যার প্রথমদিকে মোটেও এমন ছিলেন না।
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পরে সোমালিয়ান রেফুইজিদের মত ডাইনিং রুমে বসেছি, হঠাত করে মেহেরের বিচিত্র আরবিংলিশ (বাংলিশ হলে আরবিংলিশ হবে না কেন?) সেই উচ্চারন বোঝাও দুরহ, ইয়েত ফার্স্ত তার্মারস আই’ভ লস্ট তেন তাকা নিয়ার হোয়াইত ওয়াল। গো এন্দ ফাইন্দ ইত। আমাদের খাওয়া ফেলে ছুটতে হতো কোম্পানী লাইনের পিছে সাদা দেয়ালের দিকে। পাশের পাহাড় থেকে পাহাড় ধ্বসের কাদায় ভর্তি থাকতো। গায়ে কাদা মেখে না ফিরলে আরো ক্যাচাল। বিরক্ত হয়ে একদিন আলী দাঁড়িয়ে বললো, স্যার ফরগেট টেন টাকা, ইটস টু চিপ, উই ক্যান গিভ ফিউ থাউজ্যান্ড বাকস। পুরো ডাইনিং হল পিনপতন নিঃস্তব্ধ। থার্ড টার্মাররাও হচকে গেছে। আমরা ভয়ে শেষ আজকে রাতে ভিগোরাস পাঙ্গা থেকে বাঁচার বুদ্ধি খুজতেছি সবাই। সবাইকে অবাক করে মেহের ঘর ফাটিয়ে হাসতে লাগলো। এরপর থেকে সে আমাদের খুব কাছের জন।
মেহের একাডেমীর টাফেস্ট একজন। সাড়ে ছয়ফিটের মতো উচ্চতা, যেকোন ক্যাডেটের তিনপা দৌড় তার এক পা দৌড়ের মতো। মাইল টেস্ট পয়েন্টে বিশাল একটা বোর্ড আছে, ওয়ান মাইল আর টু মাইলের রেকর্ড হোল্ডারদের নাম সেখানে লিখা থাকে। তুমি কি চ্যালেঞ্জ নিতে পারবে? জিসি মেহের জিসি নাম্বার ব্লা ব্লা, ৪মিনিট ৪৫ সেকেন্ডে একমাইল দৌড়ে আসতে পারে। তুমি তাকে হারাতে পারবে? অবশ্য মেহের থাকতে থাকতেই সিলেট ক্যডেটের আরেকজন এই রেকর্ড ফেঙ্গে নিজের নাম বসিয়ে দিল, সেও আমাদের জাহাঙ্গির কোম্পানীর। কিন্তু মেহেরের দুই মাইলের রেকর্ড বহাল ছিল। এখন কি অবস্থা জানি না। এসল্ট কোর্সের রেকর্ডও হঠাত সেই একই ছেলে ভেঙ্গে বসলো। ব্রায়ান লারা কিভাবে হেইডেনের কাছ থেকে রাজকীয় ভাবে নিজের রেকর্ড পুনরুদ্ধার করে ঠিক সেরকম ভাবেই মেহের তার রেকর্ড উদ্ধার করলো ট্রেনিংএর একদম শেষ মুহুর্তে।
এসল্ট হচ্ছে বাধা ডিঙ্গানী দৌড়, ঘাড়ে রাইফেল নিয়ে অনেকগুলো বাধা ডিঙ্গিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে শেষে ফায়ারিং রেঞ্জে গিয়ে দশ রাউন্ড গ্রুপিং ফায়ার করা লাগে। যদিও পুরাটাই টিম ভিত্তিক আয়োজন কোন দল আগে যায়, তারপরেও ব্যাক্তিগত রেকর্ড করা সম্ভব। মেহেরের শেষ এসল্টের দিন জাহাঙ্গির কোম্পানীর একই দলে মেহের এবং সীলেট ক্যাডেট কলেজের সেই রেকর্ড ব্রেকার পড়লো। মেহের শুরু করলো অদ্ভুত স্লোলী ভাবে।নাইন ফিট ওয়ালের উপরে অনেকক্ষন বসে থাকলো খামোখা। দলের শেষ ক্যডেটটাকে পার করে দিয়ে হঠাত কি মনে করে শুট লাগালো, পাহাড়ের ওপারে যখন ফায়ার শেষ করলো, ততক্ষনে নিজের রেকর্ড পুনরুদ্ধার করে ফেলেছে।
মেহেরের সাথে অজ্ঞাত কারনে আমার খুব খাতির হলো। আমি দৌড়ে বেশ দুর্বল ছিলাম। রাতে ডিনারের পর কর্পোরালের কাছ থেকে আমাকে ছুটিয়ে এনে ব্যাটালিয়ন চক্করে পাঠাতো। দৌড়ানোর সময় কিভাবে শরীর সামনে ঝুকে রাখতে হয়, হাতের পজিশন, ফুট মুভমেন্ট ছোট ছোট ব্যাপার গুলো কিভাবে শক্তি সংরক্ষন এবং দ্রুত বাতাস কেটে সামনে এগোতে সাহায্য করে খুটি নাটি অনেক হেল্প করতো।
ফিলিস্তিনে বোধহয় বৃষ্টিপাত খুব কম হয়, বর্ষাকাল, আমাদের কাদা আর জঙ্গলে থাকতে থাকতে শরীর চুলকানী শুরু হয়ে যায় দেখে আমরা এই ঋতুটাকে দু-চোখে দেখতে পারতাম না। তাকে দেখতাম বর্ষা আসলেই মহানন্দে কোম্পানী লাইনের সামনে জোর করে দু-চারজনকে নিয়ে ভিজতো। ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরে এসে সরকারের সাথে একটা চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী প্রায় ৩০/৩৫ জন প্যালেস্টাইনিকে সামরিক প্রশিক্ষনের জন্যে চট্টগ্রামে পাঠানো হয়। কিন্তু প্যালেস্টাইনের রাস্তায় রাস্তায় গেরিলা যুদ্ধ করা এই ছেলেগুলো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেনা। জন্মের পর থেকেই তারা রক্ত দেখছে। প্রতিদিন ঘুম ভেঙ্গে পাখির ডাক নয় শুনে ইজরায়েলের দৈত্যাকার আব্রাহাম ট্যাঙ্ক গুলো তাদের উপত্যকার বসতবাড়ির উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। বয়স দশ হবার আগেই একে৪৭এর সাথে তাদের পরিচয় হয়।
একাডেমীতে একটা গান শুনতাম, আই ডোন্ট ওয়ান্ট মাই টিনেজ কুইন, আই জাস্ট ওয়ান্ট মাই টি-৫৬। টিনেজ কুইনের সাথে পরিচয় হবার সুযোগ পাবার অনেক আগেই বেশিরভাগ কিশোর পঙ্গু হয়ে যায় কিংবা ইজরায়েলী হেলিকপ্টার গান শিপ গুলো ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যায়। স্বাভাবিক ভাবে কনভেনশনাল মিলিটারী ট্রেনিং গ্রহন করার উপযোগী তারা ছিল না। বিশৃংখলা, চেইন অফ কমান্ড ভঙ্গ ইত্যাদি কারনে পররাষ্ট্রনীতির চাপকে অস্বীকার করে মিলিটারী একাডেমী ওদেরকে ছাটাই করতে থাকে। কারন অতিরিক্ত বেয়াড়া আর বিশৃংখল হবার কারনে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটার কাছে এরা মোটেও গ্রহনযোগ্য ছিল না। শেষ পর্যন্ত ৩০জনের মধ্যে মাত্র ৭জন টিকে ছিল। ক্যাম্প ডেভিড চুক্তির থেকে ইয়াসির আরাফাত হয়তো স্বপ্ন দেখেছিলেন একদিন স্বাধীন প্যালেস্টাইন গঠন হবে এবং বাংলাদেশ মিলিটারী একাডেমী থেকে প্রশিক্ষিত এরাই প্রথম প্যালেস্টাইন আর্মির পায়োনিয়ার হবে।
বাংলাদেশ মিলিটারী একাডেমী এদের নিয়ে বেশ ঝামেলা পোহাতো। ওদের বেয়ারাপনা আর উচ্ছৃংখলতাই একমাত্র কারন নয়। ভাষা সমস্যাও একটা কারন। এরা ইংরেজীতে অসম্ভব দুর্বল। পড়াশুনার অবস্থা আরো ভয়ঙ্কর। আমাদের পড়াশুনার মাধ্যম ইংরেজী। আর কমিশনের শর্ত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন করতে হবে। ট্রেনিং অফিসার এবং সিনয়রেরাও কথা বার্তার জন্যে ইংরেজী ব্যাবহার করেন। যুদ্ধ বিদ্ধস্ত ফিলিস্তিনি গেরিলাদের কাছ থেকে আশা করা যায় না তারা ইংরেজীতে ক্যালকুলাস কিংবা পলিটিক্যাল সায়েন্স পড়বে। ট্রেনিং দেবার জন্যে যেই সৈনিক ইন্সট্রাক্টরেরা ছিল তারা এদের পানিশমেন্ট দিতে পারতো না। ধরলেই স্তাফ হামি বঙ্গলা বুঝি না। মহাজ্বালাতন। আরবীজানা সৈনিক পাওয়া অসম্ভব। আমরা বিএসসিতে ম্যান্ডেটরি হিসাবে বাংলা প্রথম এবং দ্বীতিয় পত্র নিতাম। এরা ইংরেজীর পাশে আরবী নিত। সৌভাগ্যবশত একজন এডুকেশন কোরের মেজর বের হলেন যিনি ইসলামিক স্টাডীজএ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। কিন্তু বেচারা ছাত্র হিসাবে এমন কজনকে পেলেন যাদের মাতৃভাষা আরবী।
ফার্স্ট মিডটার্মের পর ফাইন্যাল টার্ম বাদে সবাই এক সপ্তাহের ছুটিতে বাড়ী যায়। ফাইন্যাল টার্মারদের জন্যে অনেক গিফট নিয়ে আসা দস্তুর। মেহের আমাকে দায়িত্ব দিল তার জন্যে চটি বই নিয়ে আসতে হবে নীলক্ষেত থেকে। কিভাবে কিভাবে জানি সে রসময় গুপ্তের বিশাল ফ্যান হয়ে গেছে (বাংলা বুঝলেও পড়তে পারে না)। ঘটনাটা অদ্ভুত, এক ছেলে যে এক বর্ন বাংলা পড়তে পারে না সে রসময় গুপ্তের ফ্যান। গালা নাইটের দিন ফাইনাল টার্মারেরা জুনিয়র সাজে আর ফার্স্ট টার্মারেরা সিনিয়র সেজে ওদের পানিশমেন্ট দেয়। ফাইন্যাল টার্মারেরা অবশ্য তাদের গায়ে পানির বালতি শেভিং ফোম ইত্যাদি ঢেলে দিতে পারে। গালা নাইট কনসার্টে আইউব বাচ্চুর গানের তালে মেহের, নেমের, আব্দুল্লাহ সাত প্যালেস্টাইনী দেখি গলা ফাটিয়ে গান গাচ্ছিলো, আর বেশী কাতালে উতাল তেব আকাতে। পথে নেমের এবং আব্দুল্লাহ যার যার কোম্পানীর ছেলেদের গায়ে কাস্টার্ড ঢেলে দিছে দেখে সাবধান ছিলাম। রুমে ঢোকার আগে ভালো করে তালা টা পরীক্ষা করে দেখলাম, না সব ঠিকাছে। তালা খুলে ঢুকতে যাবার মুহুর্তে দেখি আমার ড্রেসিং রুমের জানালাটা খোলা। দেরি হয়ে গেল, পালাতে পারলাম না, আমার শেভিং ফোমের ক্যানের পুরোটা আমার মাথায় শেষ করলো মেহের।
মেহের তার পরিবারের সম্পর্কে কিছুই বলতো না। এটুকু জানতাম তার বাড়ি গাজা স্ট্রিপে ছিল এখন কিছু নেই। তার বাবা ছিলেন একজন ডাক্তার। ইমেইল এড্রেস লিখে রেখেছিল। ই-মেইলের জবাবে অনেক কিছু লিখলেও প্যলেস্টাইন সম্পর্কে একটা কথাও ছিল না। ওনার রুমে বিশাল একটা প্যালেস্টাইনী পতাকা ছিল। ইজরায়েলী আর্মির প্রতি তীব্র ঘৃনা লুকাতে পারে নি। পাসিং আউট প্যারেড শেষে সদ্য সেকেন্ড লেফট্যান্টে পরিবর্তিত ক্যাডেটরা যার যার ইউনিফর্ম লাগিয়ে বাড়ি যাচ্ছিলো প্যারেন্টসদের সাথে। প্যালেস্টাইনীদের ট্রেনিং শেষ। এরা ইউনিটে যাবে না, এরা যাবে সরাসরি ব্যাটেল ফিল্ডে। একাডেমী খালি হলেও এদের কয়েকদিন থাকা লাগবে। দুপুরে মেহেরকে দেখলাম আয়োজন করে খাচ্ছে, বাইরের আনন্দ উচ্ছাসে কিছুই এসে যায় না। নিয়ম অনুযায়ী ক্যাডেট ইউনিফর্ম খুলে সেকেন্ড লেফটেন্যান্টের পিপস লাগানো ইস্টবেঙ্গল রেজিমেন্টের ইউনিফর্ম পড়েছে। জানতাম সেটাই তার সাথে শেষ দেখা। বাইরের উতসব ফেলে তার সাথে বেশিক্ষন থাকার ইচ্ছে ছিল না।
ইজরায়েলের মোসাড খুব নামকড়া ইন্টালিজেন্স। বাংলাদেশে সাতজন ছেলে ট্রেনিং শেষ করছে ব্যাপারটা তারা ভালো ভাবেই জানতো। ওদেরকে দু বছরের মধ্যে একাডেমীর বাইরে খুব সাবধানে যাতায়াত করতে হতো। ছুটিতে ঢাকায় এলে এম্বেসীতে থাকতো। মিলিটারী একাডেমীর মতো সুরক্ষিত জায়গায় মোসাডের কিছু করার সম্ভবনা ছিল না। ট্রেনিং শেষে শুনেছি ওরা প্রথমে লেবানন যায়। কিন্তু প্যালেস্টাইনে নামার সাথে সাথে ছয়জন মোসাদের হাতে ধরা পড়ে। প্রচন্ড টর্চার করে ৬জনকেই মেরে ফেলে। আরেকজন পালিয়ে পালিয়ে নিজেকে রক্ষা করে। ৬ মাস পরে সেও ধরা পরে এবং ইজরায়েলীরা গুলি করে ফেলে। সপ্তম জনের নাম মেহের। বাংলাদেশ মিলিটারী একাডেমীর সবকজন প্যালেস্টাইনি ক্যাডেটের মৃত্যুর খবর নিশ্চিত হলে মিলিটারী একাডেমীতে একদিনের শোকদিবস পালিত হয়েছিল।
মূল লেখার মন্তব্য দেখতে এখানে ক্লিক করতে পারেন।
এএফপি'র ফটোগ্রাফার মোহাম্মদ আবেদ এর তোলা ছবিটি নেয়া হয়েছে www.thenationalnews.com থেকে।
২৩ শে মে, ২০২১ দুপুর ১:৫৯
পদ্মপুকুর বলেছেন: হতে পারে। কিছু বছর আগে মোসাদের এজেন্ট হিসেবে শোয়েব চৌধুরী নামে একজনের খোঁজ পাওয়া গেছিলো পত্রপত্রিকায়। এদেশে সিআইএ, র, আইএসআই থাকলে মোসাদও থাকবে, স্বাভাবিক।
২| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:৪২
জটিল ভাই বলেছেন:
অনেকদিন পর দেখলাম! দৌড়ের উপ্রে আছেন নাকি?
২৩ শে মে, ২০২১ দুপুর ২:০০
পদ্মপুকুর বলেছেন: দৌঁড় মানে, অরিজিনাল দৌঁড়। জীবনে প্রথমবারের মত বাইকে যশোর গেলাম আসলাম...
৩| ২৩ শে মে, ২০২১ দুপুর ২:৪৩
শেরজা তপন বলেছেন: ভয়ানক মন খারাপের কাহিনী
২৪ শে মে, ২০২১ সকাল ১০:৫০
পদ্মপুকুর বলেছেন: অনেক বছর আগে 'দৃষ্টিপাত' এ যাযাবর বলেছিলেন- বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ'। আর এখন তো বিজ্ঞানেরই জয়জয়কার, মন খারপ করার সময় কই!
৪| ২৩ শে মে, ২০২১ বিকাল ৩:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: লেখাটা আরও আগে কোথায় যেন পড়েছিলাম, পড়ে মর্মাহত হয়েছিলাম। শেয়ারে ধন্যবাদ।
২৪ শে মে, ২০২১ সকাল ১০:৫২
পদ্মপুকুর বলেছেন: এই ব্লগেই পড়েছেন হয়তো, ব্লগার সৌম্য এখানেই দিয়েছিলেন লেখাটা।
৫| ২৩ শে মে, ২০২১ বিকাল ৩:৪৯
নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশ হতে ইসরাইল ভ্রমণে বিধি নিষেদ তুলে নিলো বাংলাদেশ। অনেক আরবদেশ তাদের তোয়াজ করে এখন
২৪ শে মে, ২০২১ সকাল ১০:৪৮
পদ্মপুকুর বলেছেন: জ্বী, আজকের প্রথমআলোতে এটা নিয়ে লেখা হয়েছে। বাংলাদেশ হয়তো আরব আমিরাতের পথ ধরবে। রাষ্ট্রীয় কুটনীতি জটিল বিষয়।
৬| ২৩ শে মে, ২০২১ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আপনি আছেন কেমন?
২৪ শে মে, ২০২১ সকাল ১০:৫৩
পদ্মপুকুর বলেছেন: আলহামদুল্লিাহ ভালো আছি। তবে ঈদের তিনদিন পর আমার মামা একজন মারা গিয়েছেন।
৭| ২৩ শে মে, ২০২১ রাত ১০:৪৩
মা.হাসান বলেছেন: ব্লগার সৌম্য এবং আপনি- দুজনকেই অনেক ধন্যবাদ।
যে বেশ কিছু ব্লগার প্যালেস্টাইনের এই সংগ্রামকে তুচ্ছতো করছেনই ...
বেশ কিছু? আমার তো মনে হলো একজন। কেনো তাও অনুমান করা শক্ত না।
ইজরায়েলের কাছ থেকে ট্যাপিং যন্ত্র কিনেছে সেনাবাহিনী। কোনো দিন বাংলাদেশ-ইজরায়েল যৌথ সামরিক ট্রেনিং হলেও অবাক হবো না।
চোরে চোরে মাসতুতো ভাই। ফ্যাসিস্ট-ফ্যাসিস্ট পিসতুতো ভাই।
২৪ শে মে, ২০২১ সকাল ১০:৫৪
পদ্মপুকুর বলেছেন: আপনার আশংকা সত্য হতেও পারে।
৮| ২৮ শে জুন, ২০২১ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি প্রতিযোগিতায় অংশ নিলেন না যে ভাইয়া
কেমন আছেন?
২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:০৬
পদ্মপুকুর বলেছেন: আমি তো ছবি তুলতে পারি না। অত প্রতিভা নেই। কেন জানিনা, ছবি তোলার বিষয়ে আমার কোনো আগ্রহ লাগে না, সেটা নিজের বা অন্যের। একসময় খুব আগ্রহ ছিলো। তারপর একদা ক্যামেরা নিয়ে যাবতীয় আগ্রহ শেষ হয়ে গেলো। আমার এই লেখাটি দেখতে পারেন।
আমি ভালো আছি কিন্তু কোনো এক অবোধ্য কারণে কিছুই লিখতে পারছি না। কয়েকটা লেখা হাফডান করে রেখে দিয়েছি, ফাইনাল হচ্ছে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মনে করার জন্য। আশা করি তামীমসহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন আপনি।
৯| ২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৪০
মনিরা সুলতানা বলেছেন: মূল লেখাটা পড়েছিলাম ব্লগে, আবার পড়লাম। এমন লেখা অনেকবার পড়া যায়।
আমি নিজেই লাপাত্তা তাই জিজ্ঞেস করলাম না যে ব্লগে কম দেখি কেনো?
ভালো থাকবেন।
২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৬
পদ্মপুকুর বলেছেন: কখনও সময় আসে, জীবন মুচকি হাসে
ঠিক যেন পড়ে পাওয়া চৌদ্দ আনা
অনেক দিনের পর, মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাবো বাকি দু আনা...
এ জন্যই ব্লগে কম দেখা যায়, সে আমাকে বা আপনাকে... ভালো থাকবেন, শুভ ব্লগিং।
১০| ৩০ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: এই মন খারাপের সময়ে আপনার (তথা সৌম্য'র) পোস্টটা পড়ে মন খারাপ হয়ে গেল সাত প্যালেস্টাইনি তরুণ যোদ্ধার মর্মান্তিক পরিণতির কথা জেনে। রিপোস্ট করার জন্য ধন্যবাদ, রিপোস্ট না হলে এ চমৎকার কাহিনীগুলো জানা হতো না।
এ পোস্টে আপনার প্রতিমন্তব্যগুলো খুবই ভাল লেগেছে।
আশাকরি ভাল আছেন। শুভকামনা----
১১| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৯
কবিতা ক্থ্য বলেছেন: আপনার লেখা- লা জাওয়াব।
মন্ত্র মুগ্ধের মতো পড়ে গেলাম পুরো টা
ভালো থাকবেন।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পদ্ম ভায়া নতুন লেখা নেই তাই ফিরে গেলাম।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৫২
সোহানী বলেছেন: আপনার খোঁজ নিতে আসলাম। মনে হয় খুব ব্যাস্ত। তারপরও ফিরে আসুন তাড়াতাড়ি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৫
পদ্মপুকুর বলেছেন: পদ্মপুকুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার উপরের ৩জনকেও। আমি ব্লগে আছিই। সমস্যা হলো, কিছু লিখতে পারছি না, তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যেকোনো সময় বন্যা শুরু হতে পারে.....
ভালো থাকবেন।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮
জ্যাকেল বলেছেন:
দুঃখজনক। কাশ্মির কিংবা ফিলিস্তিন এই দুই জায়গাতে স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে মেইন্স্ট্রিম মিডিয়া চালিয় দিতে চাচ্ছে আর কলাবরেটর হিসাবে বা বেতন ভোগি হিসেবে কিছু ব্লগার নামের কলংক সেটা পুনঃ চালাতে চায়।
১৫| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: আছেন কেমন ? বহুদিন পোস্টের দেখা নাই।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কী লিখালিখি ছেড়ে দিলেন।
১৭| ১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯
নান্দনিক নন্দিনী বলেছেন: অনেকদিন বাদে আপনাকে ব্লগে দেখা গেল। সব সংবাদ ভালো তো?
১৮| ১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: মোসাদ সারা দুনিয়ায় সক্রিয়। তারা এতটাই কর্মক্ষম ও করিৎকর্মা যে দুনিয়ার যে কোন জায়গায় এবং যে কোন রাষ্ট্রেই সীমিত সময়ের নোটিশে টার্গেট কিলিং করতে পারে।
এ ক্ষেত্রে তাদের অর্থ যেমন কোন সমস্যা নয় তেমনি তাদের শাস্তি এড়াইবার ব্যবস্থাও চমতকার বা দুনিয়াতে কোথাও তাদের তেমন একটা জবাবদিহী করতে হয়না। তথাকথিত মানবতার ধারক-বাহক রা ইসরায়েলের যে কোন অন্যায় কাজকেই অন্যায় বলে মনে করেনা বরং তাদের আত্মরক্ষার অধিকার বলে মেনে নেয় ।
১৯| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫০
সোহানী বলেছেন: কোথায় গেলেন?????
১৩ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫০
পদ্মপুকুর বলেছেন: আছি আপা। কিন্তু কেন জানিনা, লিখতে পারছি না অথবা লিখতে ভাল্লাগছে না।
২০| ০৭ ই মে, ২০২২ রাত ৯:৫০
শায়মা বলেছেন: ভাইয়া!!! কোথায় হারালে!!!
আগে তো ব্লগে ঢুকলেই সবার আগে জ্বলজ্বল করতে। হঠাৎ কি হলো??
করোনা কি বদলে দিলো তোমাকে!!!!
২১| ১৯ শে মে, ২০২২ বিকাল ৫:০৫
খায়রুল আহসান বলেছেন: আপনি অনেকদিন ধরে ব্লগে নতুন কিছু লিখছেন না। ১৩ নং প্রতিমন্তব্যে বন্যার পূর্বাভাস থাকলেও, সেটা এখনও আসেনি। আশাকরি, শীঘ্রই নতুন একটা কিছু নিয়ে ব্লগে হাজির হবেন।
শুভকামনা---
২২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: পদ্মপুকুর কেমন আছেন?
অনেক দিন পর আপনাকে ব্লগে দেখছি।
আমাদের ভুলে গিয়েছেন!!!
নতুন পোস্ট দিয়ে নিয়মিত হন।
শুভকামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০
পদ্মপুকুর বলেছেন: ভুলে যাইনি ভাই, প্রায় প্রত্যেকদিনই ব্লগ দেখি আর দীর্ঘশ্বাস ছাড়ি কিন্তু লিখতে পারছি না। সময় এবং পারিপাশ্বিকতা আমাকে ব্যস্ত করে রেখেছে। লিখব আবার ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২১ দুপুর ১:২৫
ডার্ক ম্যান বলেছেন: মোসাদ এখন বাংলাদেশেও সক্রিয়। ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। কেজিবি , সিআইএ , র এর পর মোসাদ হতে যাচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রক।