নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

গা হিম করা ভুতের গল্প

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৩



শুনলাম মোহাম্মদপুরে সেজমামার বাসায় যশোর থেকে নানি এসেছেন।
হলে থাকাকালীন সুযোগ পেলেই এই মামার বাসায় যেতাম সেজমামীর হাতের রান্না খাওয়ার লোভে। মামী অসাধারণ রান্না করেন। মামীর সাথে প্রতিযোগিতায় কেকা ফেরদৌসী নিশ্চিত দশম হয়ে যাবেন।

সেই রান্নার ঘ্রাণ আর নানির সাথে দেখা করা; অতএব এক সন্ধ্যায় ছুটলাম মোহাম্মদপুরে। বাসায় ঢুকতেই দেখি চাঁদের হাট বসে গেছে। নানির সাথে আমার একমাত্র খালা এবং খালার বড়কন্যাও উপস্থিত। ঘরময় কেমন একটা গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে কিন্তু আমাকে দেখলেই বাতচিত একদম বন্ধ!
বুঝলাম না কিছুই।

রাতে খাওয়ার টেবিলেই আসল ঘটনাটা শুনলাম। খালার বড়কন্যা মিমির বিয়ের কথাবার্তা চলছে। এখানে একটা দেখাদেখি পর্বের ব্যবস্থা হচ্ছে। আমি আঁড়চোখে মিমির দিকে তাকালাম, এই সেদিনও দেখলাম ফ্রক পড়ে লজেন্স খাওয়ার জন্য প্যানপ্যান করে কেঁদে বাড়ি উদ্ধার করছে, এখন নাকি সেই মিমির বিয়ে! নানিকে বললাম- এইটুকুন মেয়ের বিয়ে কিসের?
নানি বললেন, এই তুই কোনো কথা বলবি না, চুপ কর। এই জন্যেই তোর সামনে বলতে চাইনি। নিজেতো বসে বসে ধাঙর হচ্ছিস, তার কোনো খোঁজ নেই, বোনের বিয়ের বয়স হচ্ছে, তারও কোনো খেয়াল নেই.. ..

আগের শান শওকত এখন না থাকলেও বনেদি রাগটা নানির ঠিকই রয়ে গেছে। আমি মানে মানে করে থেমে গিয়ে জিজ্ঞাসা করলাম ছেলে কোথায় কি করে?
খালা বললেন- ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল-তে পড়ে...
: ল-য়ে পড়ে? কি নাম?
: নাহিদ
: কোন হলের স্টুডেন্ট, জানেন?
: মুহসীন হলের।

আমি হো হো করে হেসে ফেললাম। নানি আর খালার বিস্মিত চোখের দিকে তাকিয়ে বললাম- আরে, ওকেতো আমি খুবই ভালো করে চিনি, শুধু ওকে না, ওর বন্ধুবান্ধব চৌদ্দগুষ্ঠিকেই চিনি। এইবার সাব জুডিশিয়াল ম্যাজিস্টেট হওয়ার জন্য ভাইভা দিয়ে বসে আছে। রেজাল্ট হলেই জয়েনিং। হলমেট, আমার দুই ইয়ার জুনিয়র এবং আমার বন্ধু মুকুলের এলাকার হওয়ায় নিয়মিতই নাহিদের দেখা সাক্ষাৎ হয়। না চেনার কোনো কারণই নেই।

নানি বললেন- শোন, তুই যেহেতু ভালো চিনিস, তাহলে তুইই একটু যোগাযোগ কর...
আমিও বিপুল উদ্যমে ঝাঁপিয়ে পড়লাম। আরে, জীবনে ঘটকালী করতে না পারলে বাঙালির জীবনে সার্থকতা কোথায়? যদিও নিজের বিয়েরই কোনো খোঁজ নেই, তাতে কি...

এরপর বাকি কাজ খুব সহজ আমার জন্য। ছেলে এবং মেয়ে, দুজনেই আমার নিতান্তই কাছের মানুষ। ক্যাম্পাসে দেখাদেখি, ইত্যাদি ইত্যাদির পর একদিন আংটিবদলও হয়ে গেলো। এখন সুবিধামত একটা ডেট ঠিক করে বিয়েটা হলেই আমার সফলতার হার হান্ড্রেড এ হান্ড্রেড!

শোনা গেলো, খালু তবলিগের চিল্লা দিতে গিয়েছেন, হপ্তাহখানেক পর চিল্লা শেষ করে খালু ঢাকা আসলে তারপর বিয়ের ডেট ঠিক হবে।

এই ঘটকালিজনিত কারণে প্রায় মামার বাসায় যাই। সাফল্যের ঝলকে আমার কদরও খানিকটা বেড়ে গেছে। আমি গেলেই মিমি আমার দিকে গরুর মত বড় বড় চোখে কেমনভাবে যেন তাকায়। আমি অবশ্য ঠিক বুঝতে পারি না; এটা কি তার হবু বর ঠিক করে দেয়ায় কৃতজ্ঞতা না কি অন্য কিছু.... মেয়েটা কেমন দ্রুতই বড় হয়ে যাচ্ছে।

একদিন শুনলাম খালু ঢাকায় এসেছেন। যাক, এবার কাহিনী খতম, পয়সা হজম।
বিয়ে হয়ে গেলে গিফট টিফট কি পাবো সে হিসেব কঁষতে কঁষতে মামার বাসায় ঢুকতেই আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর মহাবিপদ সংকেত শুনতে পেলাম। উত্তর পূবের আকাশ পুরো থমথমে। ঘটনা কি বুঝলাম না। কেউ কিছু বলছেও না। এক সময় পিচ্চি নিশাত বললো- আপু বিয়ে করবে না...

আমি পুরো তব্ধা খেয়ে গেলাম। পাশের রুমে মিমি গ্যাঁট হয়ে বসে ছিলো, ওর কাছে গিয়ে চেয়ার টেনে বসলাম।
: সত্যি করে বলতো ঘটনা কি? কাউকে পছন্দ করিস?
: হ্যাঁ
: তাইলে আগে বলিসনি ক্যান? আর আগে যেহেতু বলিসনি তো এখন বলে ঝামেলা পাকাচ্ছিস ক্যান?
মিমি চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি জিজ্ঞাসা করলাম-
: তো সে রত্নটা কে?
: আপনি।
: !!!!!
আমি চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। এ, এই মেয়ে বলে কি!!

আমাদের ফ্যামিলি কালচার এমন যে এই ঘটনা জানতে পারলে উথালপাতাল হয়ে যাবে.... কিছুক্ষণ বেকুবের মত মিমির দিকে তাকিয়ে থেকে উঠে পড়লাম, এখানে বসে থেকে লাভ নেই। পেছন থেকে মিমি বললো-
: আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করবো না।
: তুই কি এ কথা বলেছিস কাউকে?
: না বলিনি এখনও
: আচ্ছা ঠিকাছে, দেখি কি করা যায়। চিন্তিত মুখে বাসায় চলে আসলাম।

এরপর কয়েকদিন আর ওমুখো হইনি। সপ্তাহখানেক পর মামার ফোন পেয়ে মোহাম্মদপুর গেলাম, যেতেই সেজমামি নেকলেসটা হাতে ধরিয়ে দিয়ে বললেন- এটা নাহিদকে ফেরত দিয়ে দিয়ো....

আমি ওটা পকেটে ফেলে আস্তে আস্তে বাসার দিকে পা বাড়ালাম।


গল্প এখানেই শেষ। তাইলে গা হিম করা ভুতের গল্প কই? আরে ভাই কোনো ভুত ফুতই নেই তার গল্প আসবে কোত্থেকে। তবে ইউটিউবে দেখেছি ট্রেন্ডি কোনো কনটেন্ট সার্চ দিলে ওই একই নামে প্রচুর রেজাল্ট আসে, যেগুলো ক্লিক করলেই দেখা যায় পুরোনো, অচল অন্য কিছু কনটেন্ট....। এখন সবাই যেহেতু ভুতের গল্প দিচ্ছে, আমিও ওই টেকনিক অ্যাপ্লাই করে আমার এই রদ্দিমাল চালিয়ে দিলাম আর কি!!! :-B

ও ভালো কথা, এই গল্পের আসল নাম হবে- ঘটকালী করতে গিয়ে যেভাবে ফেঁসে গেলাম।

ছবিসূত্র

মন্তব্য ৫৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৯

আমি সাজিদ বলেছেন: মোটেও রদ্দিমাল না, ইউটিউবের ট্রেন্ড ফলো করার দরকার ছিল না। বেশ ইন্টারেস্টিং ঘটনা৷ এরপর কি হলো জানতে ইচ্ছে হচ্ছে - মিমিদের বাসায় পরে গিয়েছিলেন আর কখনো? আমি নিশ্চিত নাহিদের কাছে এটা ভৌতিক অভিজ্ঞতার চেয়ে কম না।

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৭

পদ্মপুকুর বলেছেন: কি আর হবে, বললাম না যে এই ঘটনা জানাজানি হলে একটা ম্যাসাকার হয়ে যাবে.... মোটামুটি তাই হয়েছিলো। যদিও শেষপর্যন্ত সামাল দেয়া গেছে।

আর নাহিদের জন্য আমার দুঃখবোধও কম না। আমি খুবই লজ্জিত হয়েছিলাম, ওরা অবশ্য এখনও জানেনা যে ঘটনাটার সাথে আমিও জড়িয়ে গিয়েছিলাম....

ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভূতের কথা বলে "ভূত" পূর্ব কাহিনী চালিয়ে দিলেন ;)
কাহিনীতো জম্পেস! শেষটায় আবার ঝুলিয়ে রাখলেন কেনু?
আমরা মিঠে মিঠে অনুভব নিয়ে ফিরতাম :)

+++

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮

পদ্মপুকুর বলেছেন: কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেতো মুখে বলা যায় না....

ধন্যবাদ স্যার পড়া ও মন্তব্যের জন্য।

৩| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: শিরোনাম দেখে ভয় পেয়ে পড়তে শুরু করলাম- কিন্তু ভূত বা ভয়ের কিছু পেলাম না। কিন্তু ভাবলাম আছে, নিশ্চয়ই কিছু আছে নিচের দিকে। শেষে এসে ধাক্কা।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৩

পদ্মপুকুর বলেছেন: আপনার মন্তব্য দেখে আমিই এখন ভয় পাচ্ছি :(

৪| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২১

ভুয়া মফিজ বলেছেন: এইটা কোন কথা হইলো? দেখাইলেন বাসমতি চাইল, আর খাওয়াইলেন নাজির শাইল?? X(

তার উপ্রে প্রেমের শেষ পরিণতি কি, একমুখী নাকি দ্বি-মুখী সেইটাও লেখেন নাই। আরেকবার চেইতা গেলাম!!! X((

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩

পদ্মপুকুর বলেছেন: স্যার, এই বয়সে বেশি প্রেশার নিলে বিপি হাই হয়ে যাওয়ার চান্স আছে কিন্ত... আর প্রেমের পরিণতি কি তাতো জানেনই- প্রেমের নাম বেদনা.. :-B

৫| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩০

পদ্মপুকুর বলেছেন: থ্যাঙ্কু স্যার। আপনার খাগড়াছড়ির রাস্তার ছবি বিষয়ক সমস্যার সমাধান হয়েছে কি?

৬| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্য দেখে আমিই এখন ভয় পাচ্ছি

আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি গাছ। গাছ মানুষের বন্ধু হয়। রাক্ষস নয়।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

পদ্মপুকুর বলেছেন: জ্বী, বাবলা গাছ, মান্দার গাছ এমনকি গোলাপ গাছেও প্রচুর কাাঁটা আছে :P

৭| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৭

আখেনাটেন বলেছেন: বিরাট ভুই পাইচি। এখন ন্যাড়া আই মিন লেখকের কি হপে! দু পেয়ে ভূতে ভালো মতোই ধরেছে মনে কয়.....। :P

গল্পে মজা আছে। চমৎকার। এবার দ্বিতীয় পর্বটাও লিখে ফেলুন দেকি। :)

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪

পদ্মপুকুর বলেছেন: আহা কি যে করি, ভয়ে ভয়ে মরি, পিছে লেগেছে দু পেয়ে এ এ এ...

আপনি মহান নৃপতি, আমাদের মত ক্ষুদ্র প্রজাদের দুঃখ কষ্ট আপনার কাছে গল্প মনে হবে, এ আর এমন কি!! :-B মহামহিম চতুর্থ আমেনহাতেপ যদি পরের পর্বের জন্য কিছু এনাম ঘোষণা করতেন, তাহলে নাহয় নেফারতিতিরকে নিয়ে পরের পর্ব লিখতে একটু উৎসাহ পেতাম....

৮| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার আপনি আমাদের তুলে আছাড় মারলে ? নাকি ঠিকঠাক পড়লাম তো! মানে আমি ঠিক দেখছি তো? হতে পারতো যৌবনের প্রথম প্রেমের কোন উপাখ্যান। কিন্তু সেখান থেকে আপনি আমাদেরকে খাদে তুলে আছাড় মারলেন। তবে মিমির বর্তমান অবস্থা জানার জন্য কৌতুহল রয়ে গেল। এবার‌আর ভূতের গল্প চাই না। এই সিরিজের পরবর্তী অংশটা জানার অপেক্ষায় রইলাম।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৯

পদ্মপুকুর বলেছেন: জ্বী স্যার, ঠিকই পড়েছেন। তবে আমি কিন্তু আছাড় মারতে চাইনি। ব্লগে এখন ভুতের আছর করেছে, ভুতের অভিজ্ঞতা লিখতে লিখতে একেকজন নিজেই ভুত হয়ে যাচ্ছে। আমি আর কি করবো, আমার কোনো ভুতের অভিজ্ঞতা নেই, তাই এভাবেই রদ্দিমাল চালিয়ে দিলাম আবার ট্রেন্ডের মধ্যেও থাকলাম.... চুরিবিদ্যা বড় বিদ্যা... :-&

বর্তমান অবস্থা আর কি, অবশেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো...

৯| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা......ঠিক যেন ইউটিউবে সার্চ দেওয়ার মতই।

তবে ঘটনা আপনার বা আপনার নিকট জনের কেউ বুঝাই যাচ্ছে।

প্রেম বা বিয়ের ক্ষেত্রে এমন ঘটনা হঠাৎ করেই ঘটে যায়। বর্ণনা ভাল হয়েছে।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩

পদ্মপুকুর বলেছেন: হু হু হু, ইউটিউবে সার্চ দিয়া ধরা খাইয়া মেজাজ বিলা হইছে বহুতবার....। আর এই ঘটনা কিন্তুক সত্যি! কাকতালীয়ভাবে কোনও চরিত্র কারও সাথে না মিলে গেলে লেখক দায়ী নন...

১০| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

ঢুকিচেপা বলেছেন: টাইটেল দেখে ভাবলাম যাক এবার কাজ হবে।
প্রচ্ছদ দেখে চিন্তা করলাম ভুতের ছবির বদলে বিয়ের কার্ড কেন ?
পড়ার আগেই মনে হলো বিয়ে বাড়ীতে হয়তো ভুতের কারবার।

তবে আপনি যে নিজেই ভুত সেটা প্রমাণ হয়ে গেল, কি আছরটাই না করেছেন পাত্রির মনে। তা না হলে ঠিক করা বিয়ে ভেঙ্গে যায়!!!!!!!

রদ্দিমালটা পড়ে দারুণ লাগলো।

২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

পদ্মপুকুর বলেছেন: বাপ্রে, এক লেখায় এতগুলো ভাগ করলেন কিভাবে? দেখি আরেকবার প্রথম থেকে পড়ে আসি...
রদ্দিমালটা ভালো লাগায় ধন্যবাদ স্যার।

১১| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: ভাইয়া আমাদের ভাবীর নাম কি? মিমি? নাকি টফি?

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭

পদ্মপুকুর বলেছেন: ক্যান্ডি!!!

১২| ২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: যাহ! এটা কি হলো.......ভুত কোথায়?
তবে যশোর আর ঢাকার মোহাম্মদপুর এ’দুটো নাম আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাকে প্রতিবেশি বলে মনে হচ্ছে।ভালো লাগলো।শুভকামনা।

২৬ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

পদ্মপুকুর বলেছেন: ভুত এখন ভুতোং হয়ে উবে গেছে.....

১৩| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


ভৌতিভাবে মত-পরিবর্তন

২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১

পদ্মপুকুর বলেছেন: একমাত্র আপনিই বুঝতে পারলেন যে এটাও ভুতের গল্প!!! ধন্যবাদ স্যার।

১৪| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বী, বাবলা গাছ, মান্দার গাছ এমনকি গোলাপ গাছেও প্রচুর কাাঁটা আছে ।

আমি বট গাছ। ছায়া দেই। ঝড় তুফান বৃষ্টি থেকে রক্ষা করি।

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১২

পদ্মপুকুর বলেছেন: আলবৎ!

১৫| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৯

ওমেরা বলেছেন: এটা তো ভুত না পরীর গল্প !! পরী না হলে কি এমন করে আছর করতে পারে।

খুবই মজা লাগল আপনার বাস্তব ভুতের গল্প।আপনাদের জন আন্তরিক ধন্যবাদ ভাইয়া।

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১২

পদ্মপুকুর বলেছেন: তাইলে এ্টাও ভুতের গল্প হতে পারে, বলছেন? :-B

১৬| ২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৩

সাজিদ উল হক আবির বলেছেন: হজরত , গা হিম করা পর্যন্ত মানতে রাজি আছি। বিবাহের সপ্তাহখানেক আগে থেকে এন্তেজামাদি নিয়া টেনশন করতে করতে গা হাত পা সবই ঠাণ্ডা হইয়া তো যাইতই। কিন্তু বাকি ভূতুড়ে গল্প মানতে রাজি না, অদ্ভুতুড়ে গল্প হইতে পারে। মিষ্টি পেমের গল্পে +

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

পদ্মপুকুর বলেছেন: কি ঘটনা? আপনি নিজের রিব্র্যান্ডিং কর্তাছেন? নাকি দোকানের মালিকানা বদলাইছে? শেষ লেখা এবং মন্তব্য ঠিক আগের মত মনে হচ্ছে না....

১৭| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

মিরোরডডল বলেছেন:



হা হা হা...... পদ্ম, একি হলো !!! পুরোই প্রতারণা :)
ভাবলাম ভুতের কাহিনী হয়ে গেলো লাভ স্টোরি ।
তাও আবার ইঙ্কমপ্লিট স্টোরি, হঠাৎ বুঝে উঠার আগেই শেষ :(
পড়তে ভালো লেগেছে :)

আচ্ছা এই মিমি কি আমাদের পদ্মাবতী,
নাহ এই প্রেমকাহিনী এখানেই শেষ ? :P


২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

পদ্মপুকুর বলেছেন: এই মিমি আফসানা মিমি না... :-B

১৮| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১

সাজিদ উল হক আবির বলেছেন: ব্রেইনের মালিকানা বদলায় হজরত। দুকানের মালিকানা একজনেরই হাতে সাতবচ্ছর।

২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

পদ্মপুকুর বলেছেন: ভয়াবহ কথা বললেন- ব্রেইনের মালিকানা বদলালে ক্যাম্নে কি?

১৯| ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৮

শেরজা তপন বলেছেন: চরম হৈসে -- আসল ভুতের দেখা পেয়ে গেছেন! এর থেকে গা ছম ছম করা কাহিনী আর কি হতে পারে!!!!!!!!!

২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৬

পদ্মপুকুর বলেছেন: B:-) :-B

২০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

অজ্ঞ বালক বলেছেন: সবাই মজা লইলো! যে এই সিচুয়েশনে পরে নাই সে বুঝবোই না, যেই মুহূর্তে মিমি বলছে যে "আপনারে ছাড়া বিয়া করুম না" ঐ মুহূর্তেই ডরের চোটে হাত-পা পেটের ভিত্রে ঢুইক্কা কচ্ছপ হইয়া যাওনের দশা হইছিলো লেখকের! এইডা ভূতের গল্প না হইলে ড্রাকুলাও রোমান্টিক উপন্যাস, কথা শ্যাষ!

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০২

পদ্মপুকুর বলেছেন: আহেন ভাই, বুকে আহেন, একমাত্র আপ্নেই বুঝলেন আতকা "আপনারে ছাড়া বিয়া করুম না" এর মত ভৌতিক কথা শুননের পর হাছাই ডরের চোটে হাত-পা পেটের ভিত্রে ঢুইক্কা কচ্ছপ হইয়া যাওনের দশা হইছিল! আপ্নেরে পেন্নাম।

২১| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: হিম করা ভূতের কাহিনী পড়লাম। মাঝে মাঝে মিমিরা কথা বললেও ভূতের মত কাঁপাকাঁপি শুরু হয় সেও জানি। তবে কিছু কমেন্ট পড়ে আপনাকে খুব চোখ কান খোলা বিচক্ষন বলে বুঝলাম এবং জানলাম।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

পদ্মপুকুর বলেছেন: 'এ দেশের পুলিশরা হা করেই শুধু ঘুষ চাওয়ার জন্য' সম্ভবত একটা বইয়ে এ রকম একটা ডায়ালগ থাকায় হুমায়ুন আহমেদ মামলায় পড়ে গিয়েছিলেন। একইভাবে মিমিরা মুখ খুললেই অনেকেরই ভূতের মত কাঁপাকাঁপি শুরু হয়, ঠিকই বলেছেন। তবে যত বিচক্ষণ মনে করছেন আমাকে, আমি তা নই স্যার, মন্তব্যর জন্য ধন্যবাদ।

২২| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: স্যর স্যার করা আসর দেখছি আপনাতেও পড়লো। একেই বলে সঙ্গদোষ অথবা সঙ্গগুন.......

৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

পদ্মপুকুর বলেছেন: রাষ্ট্রপতি থাকাকালীন ড. বদরুদ্দোজা চৌধুরী একটা আন্দোলনের সূচনা করেছিলেন- 'অপরিচিতজনকে আপনি বলুন'। অন্যকে সম্মান জানানোর মধ্যে খারাপ কিছু নেই। আর আছর পড়ার কথা বলছেন, আপনি আমার বছর তিনেক আগের পোস্টগুলো দেখলে দেখবেন- আমি আগের ঠিকানায় আছি.... ধন্যবাদ স্যার।

২৩| ৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্প পড়া শুরু করার পরে তো টাইটেল ভুলে যাই। অনেক সময় টাইটেল না দেখেও পড়া শুরু করি। মিমির উপস্থিতিতেই কিছুটা আঁচ করেছিলাম, বাট ঘটকালি, ডেটিং, আংটি বদলে আবার কনফিউশনে পড়ে গেলাম। যাক, কিছু আপস-ডাউনের পর নায়ক-নায়িকা ঠিক ট্র্যাকে ফিরেছেন :)

গল্পে খুব মজা পেয়েছি। ও, নানি-মামিরা যখন পাত্রের পরিচয় বিধৃত করছিলেন, তখন একবার মনে হচ্ছিল পলাশুদ্দিন পুকুরের কথাই বলে ফেলে কিনা :)

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

পদ্মপুকুর বলেছেন: গল্পে খুব মজা পেয়েছি

আমার গল্প পড়ে একজন চ্যাম্পিয়ন গল্পকার মজা পেয়েছেন...... আমিতো পুরাই বিলা হয়্যা গেলাম!!! :-B থ্যাঙ্কু স্যার।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

এ.এস বাশার বলেছেন: বাহঃ বাহঃ অসাধারন গল্প.......এটার ওপর একটা অনুগল্প লিখতে ইচ্ছে করছে.......

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯

পদ্মপুকুর বলেছেন: লিখে ফেলেন, কৃতজ্ঞ থাকবো।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

সাগর শরীফ বলেছেন: হাহাহা

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

পদ্মপুকুর বলেছেন: X(( X((

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০২

সাগর শরীফ বলেছেন:

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মজার গল্প ছিলো
তো মিমির বিয়ের কী হলো শেষে :)

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

পদ্মপুকুর বলেছেন: তো মিমির বিয়ে হলো....

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কার সাথে?

১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

পদ্মপুকুর বলেছেন: সেটা তো সিক্রেট স্যার :-B । প্রাতস্মরণীয় শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ছোটগল্পের সংগায় বলেছেন- শেষ হইয়াও হইলো না শেষ....

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহাহ ..... এজন্য হুমায়ুন আহমেদরে রাগ লাগতো, বজ্জাতের বজ্জাত শেষেমিল দেয় না। কত কানছি গল্প পইড়া

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫২

পদ্মপুকুর বলেছেন: অহন তো আমারই কান্দন আইতাছে :((

৩০| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪

সোহানী বলেছেন: ভুতের গল্প পড়ে গা হিম করে বসে আছি.... :#)...........হাহাহাহা

তবে নামটা সংশোধন করেন। এটা পেত্নীর গল্প হবে!! অথবা "ঘটকালি করতে যেয়ে ....." তাও হবে না। কারন আপনি ফাঁসালেন নাকি আপনাকে ফাঁসালো তার কিন্তু সঠিক ব্যাখ্যা নাই। সবাইতো নিজের ঢোলটাই পিটায় B-))

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

পদ্মপুকুর বলেছেন: ওরেরে, আমি ফাঁসাইনি, আদি বিক্রমপুরী সত্য!! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.