নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে আমি একটা অ্যাড ফার্মে পার্টটাইম জব করতাম। একদিন স্টুডিওতে ঢুকে দেখি তানভীর ভাই একটা ইয়াং ফেস্ট এর স্টেজ ডিজাইন করছে। ব্যাকড্রপের নিচের দিকে অনেকগুলো অ্যাবসট্রাক্ট ইয়াং ফিগার, এর মধ্যে একটা ফিগার ছিলো ক্রিকেট ক্যাপ উল্টা করে মাথায় দিয়ে পিঠে হ্যাভারস্যাক ঝুলিয়ে হেটে চলা এক যুবকের। তানভীর ভাই ওইটা দেখিয়ে বললেন, ‘এইটা তোমাকে মনে করে এঁকেছি’। শুনে মনে নিশ্চয় কিছুটা ভালো লাগা জমেছিলো, আজও তাই ঘটনাটা মনে আছে।
পিঠের ওই ব্যাগ আমার ট্রেডমার্ক। স্মরণাতীত কাল থেকেই পিঠে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করা আমার অভ্যাস। পুরোনো বন্ধুরা দেখা হলেই বলে, ‘কি রে, এখনও ব্যাগ নিয়েই ঘুরিস?’ আমি তখন কিছুটা গর্ব আর কিছুটা লজ্জা মাখানো হাসি হাসতে থাকি। কারণ ওই ব্যাগ তখনও আমার সাথেই রয়েছে।
কিন্তু গতকাল ওই ব্যাগই 'কাল' হলো। এক চোর বাবা আমার পিঠে থাকা অবস্থাতেই আমার ব্যাগ সাফা করে দিয়েছে। এত কম সময়ের মধ্যে সে এই কম্ম করেছে যে আমি রীতিমত ইমপ্রেসড! আমার কপাল খারাপ যে ওই হাত সাফাইয়ের মধ্যে আমার যক্ষের ধন মোবাইল ফোনসেটটাও পড়ে গেছে।
ঘটনা হলো, গতকাল অফিস শেষে পুলিশ প্লাজার ওখান থেকে হাতিরঝিলের বোটে উঠলাম, রামপুরা যাবো। বোটে ওঠার পর ফোনে কিছু একটা দেখতে দেখতেই রামপুরা চলে আসলো, নামার সময় আমার সেই ব্যাগটা কোলের উপর থাকায় ফোনটা ব্যাগের পকেটে চালান করে দিয়ে ঘাড়ে ঝুলিয়ে নেমে গেলাম; যেহেতু রাস্তা পার হয়ে টেম্পুতে উঠে আবার ফোনটা বের করতে হবে।
এরপর যথারীতি রাস্তা পার হয়ে টেম্পুতে উঠার লাইনে দাঁড়ালাম, মাত্র ৩ থেকে ৫ মিনিটের মামলা। লাইনে দাঁড়িয়ে পিঠ থেকে ব্যাগ হাতে নিয়েই দেখি মামলা খতম, পয়সা হজম। সাথে আমার সাধের ফোনটাও। এমন কি ইয়ার ফোনটাও। এত কম সময়ে এত নিখুঁতভাবে কাজটা করেছে, পুরো স্যালুট ওই ব্যাটাকে। কিচ্ছুটি টের পেলাম না। আমাকে ডাকলো বাবা আর আমি হয়ে গেলাম হাবা!!।
তবে ওই চোর ব্যাটা যদি বুনো ওল হয়, আমি তবে বাঘা তেতুল। ইতোমধ্যেই ওই ফোনসেট র্যাবের সার্ভেইল্যল্স লিস্টে যুক্ত হয়ে গেছে। ফোন অন করলেই কপ করে গিয়ে ঘেটি ধরে নিয়ে আসা হবে...
আমার ফোনটা ছিলো স্যামসাং গ্যালাক্সি এস সেভেন। লন্ডনে থাকা এক বন্ধু এই ফোনটা আমাকে দিয়েছিলো বছর দেড়েক আগে। না হলে এই ফোন কেনার সাধ্যি আমার কোনোকালেই হতো না। সেই সুন্দর ফোনটা হারিয়ে এমনিতেই মন খারাপ, তার উপর কাল রাতে লন্ডনে তিথিকে ফোন দিয়ে বলতেই এমন এক ঝাড়ি দিলো যে দুঃখ আরেক ডিগ্রি বেড়ে গেল চড়চড় করে... আমার না কি স্মার্ট ফোন ব্যবহার করার যোগ্যতা নেই...
একবার খালি পেয়ে নি, ব্যাটারে, সব রাগ ঝাড়া হবে ওই চোরের পিঠে ‘এনশাল্লাহ’। এবারের সংগ্রাম.. .. ..
ছবি কৃতজ্ঞতা: www.jiyowoman.com
ফটোগ্রাফার: অনাবিষ্কৃত
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪
পদ্মপুকুর বলেছেন: সামনের নির্বাচনে প্রার্থী করে ওরে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: স্মার্ট চোর।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
পদ্মপুকুর বলেছেন: অবশ্যই স্মার্ট এবং এক্সপার্ট।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬
পদাতিক চৌধুরি বলেছেন:
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আসলে আমি কিছু ইমো দিয়ে কমেন্ট করেছিলাম সব ডিলিট হয়ে গেছে । তবে যাতনা থেকে নিষ্কৃতি পান কামনা করি ।
শুভেচ্ছা নিয়েন ।
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার শুভকামনার জন্য।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩
ঢাবিয়ান বলেছেন: মোবাইল চোর ধরিবার সংগ্রাম...
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪
পদ্মপুকুর বলেছেন: সবাই পায় সোনার খনি, আর আমি পেলাম চোরের খনি...
৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
টিয়া রহমান বলেছেন: কষ্ট লাগলো আর সেই সাথে মনে পড়ে গেলো আমার ফোন হারানোর ব্যাথা।
চোর ধরা পড়বে ইনশাহ্ আল্লাহ্
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
পদ্মপুকুর বলেছেন: যাক, একজন অন্তত দলের লোক পাওয়া গেলো। আসেন ভাই জোট বাঁধি, তারপর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করি।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: Track the phone
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
পদ্মপুকুর বলেছেন:
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
কে ত ন বলেছেন: প্যান্টের পেছনের পকেটে কেউ মোবাইল রাখে? একবার বসলেই তো চিড়া চ্যাপ্টা হয়ে যাবে।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
পদ্মপুকুর বলেছেন: আমি জিন্সের পেছনের পকেটে মাঝে মাঝে প্রাণআপের বোতল রাখি, মোবাইল ফোন নয়। তবে ওই পিঠব্যাগের পকেটে আমি শুধু মোবাইল নয়, ওয়ালেটসহ সবকিছুই রাখি।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
সেতু আমিন বলেছেন: র্যাবের সাভেইল্যান্স লিস্টে কিভাবে যুক্ত করলেন। পরিচিত কেউ কি র্যাবে চাকরি করে?
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
পদ্মপুকুর বলেছেন: হু, পরিচিত আছে।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সুমন কর বলেছেন: দুঃখজনক !!
৯নং মন্তব্যের প্রশ্নটিও আমার, কিভাবে?
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯
পদ্মপুকুর বলেছেন: যদি আপনার ফোনের আইএমইআই নম্বরটা জানা থাকে, তবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ওই আইএমইআই নম্বর দিয়ে ফোনসেট ট্রেস করতে পারে। তবে বাংলাদেশ তো! গুলিস্তানে গিয়ে সুন্দর করে আইএমইআই মুছে দেয়া যায় বলে শুনলাম। সে ক্ষেত্রে আর কোনো উপায় নেই।
আর আমার কাছের এক রিলেটিভ আছে।
১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা বেচারার কি জানতো মোড়লের হাতে পরবে! এতক্ষনে হয়তো মুবাইল পেয়ে গেছেন? তবে চুরেরা স্মার্ট হয়ে থাকে সাধারণত।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬
পদ্মপুকুর বলেছেন: না রে ভাই, এখনও বান্দা ফোন অন করেনি। বা হয়তো গুলিস্তান থেরাপি দিয়ে আইএমইআই চেঞ্জ করে নিয়েছে... কপাল খারাপ হলে শেষেরটাই হওয়ার কথা।
১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৮
মলাসইলমুইনা বলেছেন: ফ্রেঞ্চ দার্শনিক রুশোর একটা কথা :Absolute silence leads to sadness. It is the image of death" তাই আমাদের যা অবস্থা তাতে দেশের উন্নয়নের সুপার হাইওয়েতে চলা অভিজ্ঞতার কথা সপ্রশংস ভঙ্গিতে না বলতে পারলেও এই চুরি চামারির কথা কিন্তু গর্ব করে, গল্প করে বলতে হবে বেঁচে আছি প্রমান করতে ! নইলে আমাদেড় কর্ম কৌশলের সব চেয়ে নিপুন কথনগুলোই বলা হয়ে উঠবে না কখনো ।আপনার রম্য বর্ণনা কিন্তু দেশে দশে কেমন আছে সেই অবস্থাটাই ভালো করে বুঝিয়ে দিলো। আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম ...! ভালো লাগলো লেখা ।
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭
পদ্মপুকুর বলেছেন: মানুষ অনেক সময় বেশি দুঃখে হেসে ফেলে। আমার হইছে সেই দশা। ফোন হারানোর কষ্টে দুঃখ পাবো কি, ফোন চোরের নিপুণতায় মুগ্ধ হয়ে সব কষ্ট রম্য হয়ে যাচ্ছে। আর এইটা ঠিকই বলেছেন যে আমরা যে বেঁচে আছি, তার প্রমাণ হিসেবেও এই গল্পগুলো বলতেই হবে। ভালো থাকবেন।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: আর ইহার জন্যই এক বড় ভাইয়ের স্বরণাপন্ন হইয়া একখানা এন্টি থেফট ব্যাগ বনানাইয়া লইছিলাম! ব্যাগের চেইন সব পিঠের কাছে; ব্যাগ খুলতে হলে অবশ্যই পিঠ থেকে নামাতে হবে। ফলে চোরে হাত লাগাতেও সাহস পায় না।
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩
পদ্মপুকুর বলেছেন: ভাই, বুদ্ধিটা অথবা ওই ভাইয়ের কাছে যাওনের পথটা একটু বাতলাইয়া দেন
১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
রিফাত হোসেন বলেছেন: পিছনের পকেটে আমি ট্যাব, মুঠোফোন দুইটাই রাখতাম একসময়। যদিও টাকার থলে একবার গায়েব হয়ে গেলেও যন্ত্র মন্ত্র কখনোই হাওয়া হয়ে যায় নি।
সবাই বলত পিছনে ট্যাব না রাখতে। ৭ ই. ট্যাব কি আর সামনের পকেটে রাখা যায়। তবে এখন আর পিছনে মানিব্যাগ রাখি না, টাকা কম থাকে, কার্ড থাকে বা বিকাশ তো আছেই।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪
পদ্মপুকুর বলেছেন: উপ্রে শফিউল বস একটা বুদ্ধি বাতলাইছেন, ওইডা ফলো করতে হইবো বুঝ্তাছি।
১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই দুঃখের বিষয়। যাক ফোনটা ফিরে পান বা
নতুন একটা উপহার হিসেবে পান।
চোরেরাও নতুন নতুন কৌশল বাহির করে।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮
পদ্মপুকুর বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
হাসান রাজু বলেছেন: আমার বাবার দুটো মোবাইল গিয়েছে গত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে। পুলিশ এখনো ট্রেস করতে পারেনি। শুনলাম আইএমইআই নাম্বার মুছে ফেলা যায় । আবার এসব মোবাইল নাকি ইন্ডিয়া পাচার হয়ে যায়। যেহেতু লেটার মার্ক পাওয়া চোর । তবে ভেবে নেয়া ভাল উপরের যে কোন প্রন্থাই সে এপ্লাই করবে। ভাবছি তবে আপনার সুপ্ত বাসনার কি হবে ?
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
পদ্মপুকুর বলেছেন: আমাকেও বলেছে যে আইএমইআই নাম্বার নাকি গুলিস্তানে মুছে ফেলা যায়। যদি তাই হয়, তো মলাসইলমুইনা'র কথা মত সেইটা নিয়েই গর্ব করতে হবে যে দেশ এখন এই টেকনোলজিতে এগিয়ে গিয়েছে...
তবে ইন্ডিয়া পাচার হওয়ার কথা জানিনা।
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যে দেশের পাসপোর্ট বহন করিছি সেই দেশে কম বেশী সবাই চোর। এই সংখ্যা ৮৫% ও হতে পারে।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
পদ্মপুকুর বলেছেন: ???
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮
মনিরা সুলতানা বলেছেন: এই বুদ্ধি ভালো কাজে ব্যয় করে না আফসোস
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
পদ্মপুকুর বলেছেন: সেটাই তো।
এক অফিসের নিম্নপদস্থ এক কর্মচারী নেশা টেশা করে, তো একদিন অফিসের বস তাকে ডেকে বললো- তুমি এইসব নেশা টেশা না করে মন দিয়ে কাজ করলে অনেক উন্নতি করতে পারতে। হয়তো একদিন তুমি এই অফিসের বস হয়ে যেতে পারবে...
কর্মচারী বলল- স্যার, তার দরকার নেই, এমনিতে আমি যখন নেশা করি, তখনই বস হয়ে যাই..
ওই অবস্থা আর কি!
১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
মাহের ইসলাম বলেছেন: ভাই,
পাইলে জানাবেন, প্লীজ।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
পদ্মপুকুর বলেছেন: শিওর।
২০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
নতুন নকিব বলেছেন:
আপনার কন্ঠে কন্ঠ মেলাই-
এবারের সংগ্রাম.. .. ..
মোবাইল চোর শায়েস্তা করার সংগ্রাম!
অনেকের মত রেজাল্ট জানার প্রতিক্ষায় শুভকামনাসহ।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
পদ্মপুকুর বলেছেন: এখনও কোনো রেজাল্ট পাইনি। পেলে অবশ্যই জানাবো। এবং এমিলের গোয়েন্দা দল এর মত একটা গল্পও লিখবো নিশ্চয়।
২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আরে ভাই এইটাও বুঝলেন না । এরা দেশের প্রতিভা । ট্যালেন্ট ।
এরাই তো গর্ব ।
তবে আপনার জন্য কষ্ট হচ্ছে । ওকে পেলে কাচ্চি খাওইয়া দিয়েন । আর ট্যালেন্ট বিকাশে কিছু টিপস দিয়েন ।
১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫২
পদ্মপুকুর বলেছেন: গ্রেট ভাই, ওই সুপার ট্যালেন্ট কাচ্চি খাওয়ার জন্য আসলো কই! এত করে সাধলাম...
২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: ব্যক্তিগতভাবে বেদনাদায়ক হলেও পাঠকের জন্য কিছুটা রম্য রয়েছে লেখাটিতে। তাই পোস্ট হিসেবে সার্থক, এবং আমারও প্লাস অর্জন করলো অবলীলায়!
আমার বন্ধুর জানাযা নামায পড়ে বের হবার সময়ও পকেট হাতড়ে দেখেছিলাম, সেলফোনটি পকেটেই আছে। স্যান্ডেল পড়ে ঘুরে দাঁড়িয়েই ফের পকেট হাতড়িয়ে দেখি সেটা লাপাত্তা। আপনার মত আমিও সেদিন মনে মনে পকেটমারকে স্যালুট জানিয়েছিলাম। তবে বাসায় ফিরে শোক সামলাতে না পেরে ফেইসবুকে একটু বেদনাটা শেয়ার করেছিলাম, এবং সাথে সাথে বন্ধুদের হাসির পাত্রে পরিণত হয়েছিলাম।
ফোনটি আমার ছেলে সিঙ্গাপুর না ব্যাংকক থেকে কিনে এনেছিল। একই রকমের দুটো সেট, একটা আমার জন্য, আরেকটা ওর মায়ের জন্য। দুটোই এখন অজানা ঠিকানায়!
২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: যাহোক, ফোন টি কি ইতোমধ্যে ফিরে পেয়েছেন? আমি শুনেছি, ফোন ট্র্যাক করে চোর ধরা যায় ঠিকই, কিন্তু এতে অনেক ঝক্কি ঝামেলা আছে। র্যাব ট্যাব রা নেহায়েৎ "বস" জাতীয় কারো অনুরোধ না হলে নানা অজুহাতে ও পথ মাড়ায় না, এটা ওটা বলে এড়িয়ে যায়। জানিনা, আপনি ঐ জাতীয় কেউ কিনা!
আপনার মত আমার ছেলেও পিঠে ব্যাগ ঝুলিয়ে ঘোরাফেরা করতো, এখনো করে। একদিন কর্মস্থল থেকে ফেরার সময় পিঠের ব্যাগে ওর ল্যাপটপটা রেখে ও বাসার কাছে এসে একটা রিক্সায় চেপেছিল। অল্প, ৫/৭ মিনিটের পথ। রিক্সার পেছনে কোন এক প্রশিক্ষিত টোকাই উঠে চেন খুলে ওর ল্যাপটপ নিয়ে উধাও হয়, আর ও পকেটে রাখা মোবাইলের ইয়ারফোন কানে লাগিয়ে দিব্যি গান শুনতে শুনতে বাসায় এসে রিক্সা থেকে যেই নামলো, অমনি বুঝতে পারলো ওর কি সর্বনাশ হয়ে গেছে!
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:০১
পদ্মপুকুর বলেছেন: আমি কিভাবে এতদিন আপনার এই মন্তব্যদুটো মিস করেছিলাম কে জানে!
লেখায় প্লাস দেয়ার জন্য ধন্যবাদ। তবে আপনার ওই পিকপকেটার আরও বেশি সরেস মনে হচ্ছে।
ফোনটা এখনও পাইনি, আর পাওয়ার সম্ভাবনাও নেই। যে জোস নিয়ে লিখেছিলাম যে পাবই, তার কিঞ্চিত আর অবশিষ্ট নেই।
বহু আগের বহুব্রীহি নাটকের একটা দৃশ্য মনে পড়ছে। মামা (আলী যাকের) এবং কাদের রাগ করে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন যায়গায় ঘুরেটুরে শেষে রাতে কমলাপুর স্টেশনে এসে ঘুমিয়ে পড়ে। এবং রাতে যথারীতি তাদের যাবতীয় দ্রবাদিসহ গায়ের জামাও খুলো নিয়ে যায় চোর। সকালে ঘুম থেকে উঠে মামা খুব রাগ করতে লাগলে কাদের বললো-
: মামা, শোকর করেন যে ইজ্জত বাঁচছে
: ক্যান রে হারামজাদা, সবকিছু নিয়ে গিয়েছে আর তুই বলছিস শোকর করতে?
: মামা, একবার ভাবেন তো, যে আমাগো জামা খুইলা নিয়া গ্যাছে আমরা কিছুই টের পাইলাম না, তাইলে যদি আপনের প্যান্ট আর আমার লূঙ্গি খুইলা নিয়া যাইতো, তাইলে কি হইতো....?
২৪| ৩০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৮
তারেক ফাহিম বলেছেন: প্রশিক্ষনপ্রাপ্ত চোর দেখছি।
ফোনটার সন্ধান মিলল?
১৩ ই জুলাই, ২০২০ রাত ৮:০১
পদ্মপুকুর বলেছেন: না ভাই, পাইনি।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২
মোস্তফা সোহেল বলেছেন: চোরকে জাতীয় চোর হিসেবে ভুসিত করেন
আর তাকে একটা নুপেলের ব্যবস্থা করে দিয়েন।
এখন চোর যেন এই পোষ্ট না পড়ে।তাইলে ব্যাটা সেটটা জলে ফেলে দিবে।