নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি...... কিন্তু যাদের জানার কথা, তারা জানছে কি?

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭


আমাদের স্কুলজীবন মেয়েবর্জিত ছিলো। সামাজিকভাবেও ছেলে-মেয়েকে দ্ব›দ্ব সমাস হিসেবেই দেখা হতো। তাই মেয়েদের সাথে বন্ধুত্ব বা প্রেম ভালোবাসার সুযোগ হয়নি। তখন তো আর ফেসবুক টুক ছিলো না। হ্যাঁ, পত্রমিতালি বলে এক জিনিসের মাধ্যমে ছেলে-মেয়েতে মিতালী হতো বটে, কিন্তু সেখানেও খুঁজতে গেলে দেখা যেতো মেয়েটার আড়ালে একজন ছেলেই রয়েছে হয়তো। ওই আজকের দিনের ফেইক আইডির মতই।

কিন্তু ছেলেদের মধ্যে ইন্ট্রা বন্ধুত্বতো হতোই। এর মধ্যে আবার একজন ছেলে থাকতো, যার সাথে খাতিরটা একটু বেশিই হতো। মাঝে মধ্যেই এই বন্ধুত্বটা একটু বাড় বাড়ন্ত হয়ে যেতো। প্রেম প্রেম পর্যায়ের। আমারও ছিলো। কলোনির ডাকাবুকা এক ছেলেকে একটু বেশিই ভালো লাগতো। পছন্দ করতাম। আশেপাশে থাকতে পারলে ভালো লাগতো। বিকেলে খেলার মাঠে একই টিমে পড়লে জানপ্রাণ দিয়ে খেলি। কি করলে তার ভালো লাগবে, সেগুলো ভাবতাম, করার চেষ্টা করতাম। কেউ আবার আমারে ‘গে’ ভেবে বসবেন না। এক ধরনের ‘প্লেটোনিক লাভ’ আর কি।

তো এই বান্দর ছেলের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে। মায়ের বানানো আচার, গাছের সেরা পেয়ারা, আম পাকলে সবার আগে দিয়ে আসা, ঈদের সময় ঈদকার্ড, ঢাকা থেকে খেলনা আসলে সেটার ভাগ দেওয়া, এ ধরণের বিভিন্ন কার্যক্রম চলেছে। বুঝাতে চেয়েছি, তুই আমার সবচে কাছের রে পাগলা, জানিজিগর। বেকুবটা কি বুঝতো কে জানে, সুন্দর মত সব ভেট গ্রহণ করে কলা পেয়ারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলতো, তুই তো ব্যাটিংটা ভালো পারিস না, তুই ওই ছোট মাঠে যা, ওদের সাথে খেল গিয়ে...

শেষমেষ একদিন দুইজনে বিপুল বিক্রমে মারামারি করে একটা দাত খুঁইয়ে আর ঠোটের কোণায় দুটো সেলাই নিয়ে জোর করে তার মনে স্থায়ী হওয়ার নাটকটা সমাপ্ত হলো।

এরপর বালক বড় হইলো। যৌবনে পদার্পণ করিলো। কলেজ পার করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখিলো। এবং যথারীতি প্রেমপিয়াসী হইয়া ছোঁক ছোঁক করিতে লাগিলো। তবে এইবার আর প্লেটোনিক লভ নয়, পুরোদস্তুর সামাজিক প্রেমকাহিনী।

সেই লক্ষে উর্বশীদের সহায়তাকারী হিসেবে আবির্ভূত হওয়া, জন্মদিনে বা বিভিন্ন উপলক্ষ খুঁজে গিফট দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, সবাই মিলে রেস্টুরেন্টে গেলে নিজের পকেট খালি করে আগ বাড়িয়ে বিল দেওয়া, গল্প-কবিতা রচনা করে মাইক বাজিয়ে জানান দেওয়াসহ বিভিন্ন উদ্যোগে সদ্যযৌবনা রমণীদিগকে নিজের প্রতি আকৃষ্ট করার ব্যপক চেষ্টা তদবির করেও যখন অনার্স শেষ হয়ে মাস্টার্সে এসে একে একে সব সুন্দরীই জোড় বেঁধে পগার পাড় হয়ে গেলো, যুবক দেখিল, সে তখন ওই সব জোড়াদের বিয়েতে প্রধান আঞ্জামদাতা। প্রধান আয়োজক এবং কোথাও কোথাও প্রধান সাক্ষী, কপাল ভালো থাকলে উকিল বাপ!

প্রেম ভালোবাসার সংগ্রামে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে একদা এক বিষণœ সন্ধ্যায় ডাকসুর পেছনের ওই জামরুল তলার ঈষৎ অন্ধকারে ‘ক ফোটা চোখের জল বিসর্জন দিয়ে যুবক বুঝতে সক্ষম হইলো- জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। সাধে কি আর বলা হয় যে ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দ্য ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভন টাচড্। ইট মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট’।

আজকের দিনে এর চেয়ে আর বেশি বলা যাবে না, যে হারে চারদিকে ভালোবাসা গেলানোর আয়োজন চলছে, শেষে ওগুলো মিস হয়ে যাবে!!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো আয়োজন ।
শুভ কামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর পরিপাটি লেখা। ভালো লাগল।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ সুমন, অনেকদিন পর আপনাকে দেখলাম। ব্যস্ত না কি কিছূ নিয়ে?

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আজ আপনার দুই টি পোষ্ট পড়লাম।
ভালো লিখেছেন।
সত্য কথা বলতে কি আজকের দুই টি পোষ্ট'ই খুব মন দিয়ে পড়েছি।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই মন দিয়ে পড়ার জন্য। আপনারা এই ব্লগের বিগশট। আপনারা যখন মন দিয়ে পড়েন এবঙ সেটা বলেন, কৃতার্থ হই। (জাস্ট কিডিং) :-B

ভালো থাকবেন।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:




পোস্ট করেছি: ৯৫টি
মন্তব্য করেছি: ১৪৮৩টি
মন্তব্য পেয়েছি: ১৮১৮টি
ব্লগ লিখেছি: ১০ বছর ৭ মাস
অনুসরণ করছি: ৭ জন
অনুসরণ করছে: ৮৪ জন




এক বছরের অনেক ব্লগারের পারফরমেন্স ভাল আপনার থেকে।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

পদ্মপুকুর বলেছেন: কি করবো বলেন, ফুলটাইম ব্লগার হওয়ার মতো মেধা আমার নেই।
তার উপর কোন লেখা পোস্ট করবো, কোনটা করবো না, এগুলো নিয়ে খুব বেশিরকম পরিক্ষা নীরিক্ষা চলে।

আপনি যেটা বলেছেন, গেল বছরের প্রথম দিকে আমারও সেটাই মনে হলো, তখন থেকে একটু বেশি বেশি ব্লগে থাকার চেষ্টা করি। খেয়াল করলে দেখবেন, গত দুই বছরে আমার পোস্টসংখ্যা তার আগের আট বছরের চেয়ে বেশি.....

ধন্যবাদ, আমার বাড়িতে এসেছেন। কুরবানির আগে আগে আপনার জন্য বেশ সুন্দর চেহারার একটা গরু উপহার দেওয়া হলো।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


তার আগে বলেন আমি কার মাল্টি বলে সন্দেহ করেছেন? তারপর উপহার নিব।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

পদ্মপুকুর বলেছেন: তার মানে কি? আপ্নে কি কয়েকজনের মাল্টি না কি? B-)
এই ব্লগের অতি ক্রিয়াশীল একজন যিনি 'উহা, ইহা' বলেন... আপনার লেখায়ও উহা তাহা চলে আসে..
আর কমুনা, কইলে চাকরি থাকবে না।

গরুডা নেন ভাই, হাটে কিন্তুক বেশি গরু নাইক্যা। বৈকালে দেখ্যা আইছি।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন:





বুঝেছি! আপনি শশী ভাইয়ের কথা বলছেন। আমি উনাকে ফলো করি, লেখার ভাব পছন্দ করি তাই হয়ত কিছুটা এসেছে। ইহা তো মন্দ নয়। আর উনি তো ভাল ব্লগার। আপনি এত উনার উপর ক্ষেপা কেন?


ঠিকাচ্ছে গরু লইলাম! একটা যদিও কিনছি। উপহার ফেলা উচিত না!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

পদ্মপুকুর বলেছেন: হয় নাইক্যা। =p~

যাউগ্গা বাদ্দেন। বুজ্জি, আপ্নে মাল্টি না।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মায়ের বানানো আচার, গাছের সেরা পেয়ারা, আম পাকলে সবার আগে দিয়ে আসা, ঈদের সময় ঈদকার্ড, ঢাকা থেকে খেলনা আসলে সেটার ভাগ দেওয়া, এ ধরণের বিভিন্ন কার্যক্রম চলেছে।
নিশ্চয়ই মার অনুমতি নেননি তাই ওতে বরকত ছিলনা,
যদি প্রেমিকার জন্য নিতেন তবে অবশ্যই গাছে ফল ধরত।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
শৈশবে সেই কবে
কবিতার ঠোঁটে চুমু দিয়েছিলাম । তখন কি আর কিছু বুঝতাম -
নিভৃতে বিরহের যন্ত্রণা.......
ভুলতে পারিনি সেই অভিমান
আবার ফিরে আসা তোমার কাছে
ঘুমিয়ে পড়ি নক্ষত্রের বুকে
এখনো ভালোবাসি ,ভালোবাসি সে ই
অচেনা শিহরন।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শুভ কামনায়

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: জোর করে ভালোবাসা হয় না - এটা একটা axiomatic truth।
যে বিষয়টির উপর হাল্কা টাচ করে গেলেন, তা নিয়ে অনেক গবেষণা রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.