নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপ্রের ছবিটা দ্যাখেন ভালো কইরা। আর্কিছু কওন লাগ্বোনা। আইজকা সক্কাল সক্কাল এই ঘটনা ঘটছে। কি যে ভালো লাগ্তাছে। জীবনে প্রথম্বার দ্যাক্লাম যে আমি সব্বার উপ্রে। লন সব্বাই মিষ্টিমুখ করেন।
প্রথমে দেশি মিষ্টি খান
এইবার বিদেশিটা চাইখ্যা দ্যাখেন
হলদিরামের শনপাপড়ি আমার খুবই পছন্দ, একটা নিতে পারেন
এক্টু ফল না থাকলে ক্যাম্নে হয়
এই্বার ক্যান্ডি/লজেন্স নিয়া বাড়িত যান
ধন্যবাদ সব ব্লগাররে। ভালো থাইেক্যেন।
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
পদ্মপুকুর বলেছেন: প্রামাণিক ভাই, উপরের স্ক্রিনশটটা দেখেন, ব্লগারের তালিকায় ফার্স্ট হইছি। এর জন্য মিষ্টি।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া অভিনন্দন।এই খুশিতে একটা ট্রিট দিয়ে দেন।
হলদি রামের শনপাপড়ি কোথায় পাওয়া যায়? কতদিন শনপাপড়ি খাইনি
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
পদ্মপুকুর বলেছেন: ট্রিটতো দিলামই। এইডা না পছন্দ হইলে আইজকা বৈকাল বেলায় গণভবনে আইসেন। বণিকবার্তায় দ্যাক্লাম মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি ব্যাংক মালিকদেরকে চা চক্রের নিমন্ত্রণ দিয়েছেন।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।
মিষ্টির শেষে পান-বিড়ি কিছু হবে নাকি
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯
পদ্মপুকুর বলেছেন: পান বিড়ি দুইটারেই ভালো পাই না। এর লাইগ্যা রাখি নাইক্যা। তয় আপ্নে যখন চাইতাছেন, এই লন-
৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩১
আরজু পনি বলেছেন: ঘটনা আগেই ঘটে গেছে...একাধিকবার
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩
সামহোয়্যারইন ব্লগে প্রথম হওয়ায় নিজেকে অভিনন্দন
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
পদ্মপুকুর বলেছেন: আরে ভাই, আপ্নেতো এই পোস্ট দেয়ার ক্ষেত্রেও ফার্স্ট দেখছি
৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭
বিষন্ন পথিক বলেছেন: ডায়াবেটিক বোলগারদের কথা চিন্তা কৈরা পুষ্টে মাইনাচ, এই মিডাখোর বোলগারের সুলেমানী ব্যান আর নিকের ফাসী চাই
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬
পদ্মপুকুর বলেছেন: সকালে সোহরাওয়ার্দিতে দ্যাক্লাম সামহ্যোয়ারইন ডায়াবেটিস সমিতির বার্ষিক সম্মেলন হইতাছে। তাই ভাব্লাম আইজকা আর আইবেন না দাওয়াতে, এর লাইগ্যা সুগার ফ্রি কিছু রাখিনাইক্যা।
যাউক্গা,মাইন্ডাইয়েন না সুগার ফ্রি আইসক্রিম আন্ছি স্পেশাল অর্ডারে-
৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জি বাংলায় মানে?
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬
পদ্মপুকুর বলেছেন: ওই আর্কি, জি বাংলার কিসের য্যানো একটা প্রোমো দেখছিলাম, জি বাংলায় প্রথমবার....
মনের মইধ্যে ওইডা গাঁইথা আছে
৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা কি আন্দ ব্লগ থেকে ব্লগান্তরে.........................
খুশীর ঝড় না থামুক আপনার অন্তরে।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০
পদ্মপুকুর বলেছেন: আরে বস, রাজু ভাষ্কর্যে এক্বার মাহিদুল ইসলামের আবৃত্তি শুনেছিলাম, কি গলা আর কি আবৃত্তি... এখনো কানে বাঁজে। আপনার কথাগুলোও ওরকম মনে হলো অনেক্টা।
৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬
হাসান রাজু বলেছেন: হিন্দিতে একটা কথা আছে " পিনে অয়ালে কো পিনেকা বাহানা চাহিয়ে " যার মানে হল, নেশাখোরদের (সাধারণত যারা ড্রিংক করে) নেশা করার বাহানা হইলেই হয়।
একটা পোস্ট মারতে হইব ব্যাস উপলক্ষ সামনে হাজির ।
ভুল বুঝবেন না আবার । এই আইডিয়াটা আমার কিন্তু ভাল লেগেছে । দুপুর টাইম, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম । একটু ডেজার্ট হলে ..... । এই কাজটা ভালো করেন নাই । জিহবার সফটওয়ার চেঞ্জ করে দিছেন ।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮
পদ্মপুকুর বলেছেন: ভালো বলেছেন, তবে তালিকার উপ্রে নাম থাক্লেও পোস্ট দেওনের তালিকায় প্রথম হইতারিনাইক্যা। আরজু ভাই দুইহাজার চৌদ্দতেই মাইরা দিছিল।
আপ্নে আবার কইয়েন না যে আইডিয়া কপি মার্ছি!!
আর সকালে দিছিলামতো, ডেজার্টটা ভালো ছিলো, আগেই শেষ হয়্যা গেছে। খাড়ান আবার আন্তাছি।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বিদেশিটা এক চিমটি মুখে দিলাম তারপর এক ঢোক পানি খেয়ে বিড়ি ফুকে অভিনন্দিত করলাম লিস্টের উপরে থাকার জন্য।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৮
পদ্মপুকুর বলেছেন: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
১১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হাভানা সিগার বলে কথা ক্ষতির পরিমাপ পরে।
০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭
পদ্মপুকুর বলেছেন: আপ্নেরে তো যুক্তি দিয়া পার্মুনা, খান
বিড়ি খাবি খা, মরে যাবি যা!!!
১২| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাঙ্গালি বডি ভেজাল খেয়ে খেয়ে শরীরে সয়ে গেয়ে হাভানা সিগারের একটান ধুম্র সে তো নস্যি!!! ""
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
পদ্মপুকুর বলেছেন: খিকজ!!
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মিঞা ভাই কেমনে কি? এটা কি অটো নাকি জাদীদ ভাই কে জদ্দার (গুলের) প্যাকেট হাতে ধরিয়ে দিছিলেন?
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩
পদ্মপুকুর বলেছেন:
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৪
সিসৃক্ষু বলেছেন: হা হা হা হা...
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনি ব্লগে আছেন ১০বছর ২মাস; আমি ১০ বছর ১মাস। প্রতিদিনই অন্তত ২/৩বার আমি টপে থাকি। হিসাব মতে আপনি যদি নিয়মিত হন, বা লক্ষ্য করেন, তাহলে আপনারও প্রতিদিনই এমন ২/৩বার টপে থাকবার কথা।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৮
পদ্মপুকুর বলেছেন: কি জানি, আমি তো নিয়মিতই গত বছর দুয়েক, কিন্তু কালকেই প্রথম দেখলাম, স্ক্রিনশট নেওয়ার পরই আবার দেখি নতুন, রাফা, মধুমিতা আবার আমার উপ্রে...
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪
প্রামানিক বলেছেন: মিষ্টি পাইলাম কিছু বুঝলাম না।