নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(চাঁদগাজী ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক)
চিডি লেখনের আমলে এক ব্যাডায় পত্রিকায় বিজ্ঞাপন দিছে- “লাখোপতি হইতে চাইলে দুই টাকার ফেরত খাম এবং দশ টাকার রেভিনিউ স্ট্যাম্প দিয়ে নিচের ঠিকানায় চিডি পাডান।”
এরপর যা হওনের তাই হইছে, হাজারে হাজারে চিঠি আইসা পড়ছে। ওই লোকে সবাইরে ফেরত খামে উত্তর লিখছে, আমি যা করছি, আপ্নেও হেইডাই ট্রাই মারুন.. .. .. ..মাঝখান দিয়ে একগাদা রেভিনিউ স্ট্যাম্প বিক্রি কইরা ব্যাডায় লাখের বাত্তি জ্বালায়ে ফেল্লো।
আমি শালা কানা হরিদাস, ব্লগে দশ বছর পার কইরা ফালাইলাম, মাগার অহন পর্যন্ত ভিউয়ের লাখের বাত্তি জ্বালাইতে পার্লাম না। যেইডাই লিখি, য্যামতেই লিখি, ভিউ হয় একশ সাতাত্তুর!
একসময় আশরাফুল খেলতে নামলেই সাইত্রিশ রানে এসে আউট হয়ে পশ্চাতদেশ ঘুরাইতে ঘুরাইতে প্যাভিলিয়নে ফিরা যাইতো। আমার পোস্টের ভিউও ওইরাম একশ সাতাত্তুরে এসে গোত্তা খায়। আমার মত পুরান কোনো ব্লগারেরই এরম দুর্দশা নাই।
পুরান ব্লগারদের প্রোফাইলে ভিউসংখ্যা দেখা আমার একটা ব্যারাম, আকছারই ত্রিশ হাজার সাতশো মনে করে গুণতে গিয়া দেহি ওইডা আসলে তিন লক্ষ সাত হাজার। তখন নিজেরে পুরা ভগ্রুল ভগ্রুল মনে হয়।
একশ সাতাত্তুরের এই কুফা কাটাতে তাই ফাটাকেষ্ট চাল দিলাম। আপ্নেরাও ট্রাই মার্তে পারেন।
ইরাক আক্রমণের আগে জুনিয়র বুশ সাংবাদিক মিটে কইলো- বলিহারি সাহস এই দুম্বা খাওয়া বেকুব আরবগুলার, সাহস বাড়তে বাড়তে অহন মাস ডেসট্রাকশান ওয়েপন মজুদ শুরু করছে..... আমি বোমা ফালাইয়া এই সবগুলারে হুতায়ালামু। লগে অগো চিড়িয়াখানার হরিণগুলারেও মাইরালামু.. .. ..
ব্যাবাক সাংবাদিক আর্তচিৎকার দিয়া উঠলো- মিস্টার প্রেসিডেন্ট, হরিণগুলা ক্যান?
জুনিয়র বুশে কইলো- ওই যে, আপ্নেরা য্যানো এই হরিণগুলা নিয়াই ব্যস্ত থাহেন, এর লাইগ্যা!!
আমার গল্পে মেহজাবিনের হাসি হইলো ওই হরিণ, বুঝ্বার পার্ছেন্নি?
বিশ্ববিদ্যালয়ে হান্দাইছি মাত্র। ভালো সাব্জেক্ট পাইনাইক্যা দেখ্যা মন্টন খ্রাপ। এর ভিত্রেই অরিয়েন্টেশনের ডেট পর্ছে। প্রগ্রামের দিন সুন্দর মুন্দর দেখতে এক চেংরা প্রর্ফেসর এরাম বাতেলা ছার্লো যে মনে হইলো, এই সাব্জেক্টে পর্তে না পার্লেই জীবন বৃথা হয়্যা যাইতো। ওই ছার এক্কান গল্প কইছিল; যার মুল্কথা হইলো- ম্যালা দুরের কিছু ছুইতে মনস্থির কর্লে ওইটা ছুইতে না পার্লেও কাছাকাছি যাওনের সম্ভাবনাছে। মগর লক্ষ্য কাছের হইলে ওই পর্যন্তই সমাপ্ত, দুরে যাওনের কোন চান্স নাইক্যা। এইরাম আর্কি। আমিও ছারের বাধ্যগত ছাত্র, দুরের লক্ষ্যে ঢিল ছুর্ছি। লাখ না ছুইতে পার্লেও একশ সাতাত্তুরের কুফা কাটবো নিশ্চিত।
আহেন, এইবার এক্কান গল্প হুনি-
রাজামশায়ের ব্যাফক মন খারাপ, বহুদ্দিন কোনো নতুন বিনুদুন হয় না। মন্ত্রীরে ঘাড় ধইর্যা আইন্যা কইলেন- হয় নতুন বিনুদুন আনো, না হয় কল্লার মায়া ত্যাগ করো।
মন্ত্রী বাহাদুর হা হা করে উঠ্যা কইলো- রাজামশায়, নতুন বিনুদুনের ব্যবস্থা অক্ষুণি করতাছি। আপ্নে খালি ঘোষণা দ্যান, যে আপ্নেরে নতুন কিছু হুনাইতে পারবো, হেইডা গল্প, কোবতে, গান বা কোনো খবর হইলেও চলবো, আপ্নে হ্যারে রাজ্যের অর্ধেক আর মেহজাবিনের লগে বিয়া দিবেন।
রাজামশায় কইলো, আমি তোরে খাইছি। ব্যাডা হারামির বাচ্চা হারামি, মুচির ব্যাডায় যদি নতুন কিছু নিয়া আইস্যা পড়ে? আমি কি অর লগেও মেহজাবিনের বিয়া দিমু?
মন্ত্রী কইলো- রাজামশায়, গর্দান নিলে নিয়েন, বাট একটা চান্স দ্যান, দ্যাহেন কি করি.. ..
রাজা কইলো, ঠিকাছে। যথারীতি রাজ্যজুড়ে ঢেড়া পিটানো হইছে। এরপর মন্ত্রী বাহাদুর কোত্থেকে দুই ব্যাডারে ধইরা আনছে যার মইদ্যে একজন যে কোনো কিছু একবার শুনলেই মনে রাখতে পারে আর অন্যজনের দুইবার শুনলেই মুখস্ত।
এইদিকে ঘোষণা শুইন্যা সামু ব্লগে ধুন্ধুমার লাইগ্যা গ্যাছেগা। মেহজাবিনরে তো আর হরেদরে পাওয়া যায় না। ব্লগের ব্যাবাকে রাজদরবারে হাজির। একেকজন একেকটা গল্প-কোবতে-গান-খবর তেলওয়াত কইরা কয়, রাজামশায়, এইডা অহনো সামুতে পর্যন্ত দেইনাইক্য... ..
লগে লগে অ্যাকশন! মন্ত্রীর আনা দুই চামুন্ডার প্রথম চ্যালা কয়- এই মালতো আমি আগেই হুনছি।
আমাগো বোল্গার চ্যালেঞ্জ ছুইড়া কয়- অয় মিয়া, আবজাব কইরো না, কই হুনছো, কওতো দেহি। কইতে না কইতেই হেতে গড়গড় কইরা ওইডা কইতে শুরু করে। অর শেষ হওনের আগেই দুই নম্বরটা কয়, ঘটনা সত্যি, এইডাতো আমিও আগে হুনছি, কমু?
বোল্গারতো পুরাই ভগ্রুল! তো এম্নেই চল্তাছে। ব্যাফক বিনুদুন হইতাছে।
এমন সময় গ্যাছে আমাগো গাজীকাহু। কইলো, রাজামশায়, আমি গল্প-কোবতে বা গান পারি না, তয় আমার লগে একখান খবর আছে।
ফুরফুরা মেজাজে রাজা কইলেন- হুনাও চাঁদগাজী, তয় নতুন না হইলে কিন্তুক গর্দান যাইবোগা।
তথাস্তু বলে চাঁদগাজী তেলওয়াত শুরু করলেন-
আপনার বাবা যহন রাজা ছিলেন, তহন এক্বার একদিন টাকশাল শুন্য হয়্যা গেছিলো। মহারাজ এই বিপদ থাইক্যা উদ্ধারের জইন্যে রাজ্যবাসীরে ডাইক্যা সাহায্য চাইছিলেন এবং কইছিলেন- যে অহন আমারে দুই লক্ষ টেকা দিবো, বারো বছর পর আমি তাঁরে রাজ্যের অর্ধেক আর আমার পোলার যদি একখান মাইয়া হয়, তার লগে বিয়াও দিবো। ওইদিন আমার বাবা রাজামশায়রে দুই লাখ টাকা দিছিলো, আইজকা তার বারো বছর পূর্ণ হইছে.. .. ..
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
পদ্মপুকুর বলেছেন: #মিটু#
২| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
সৈয়দ তাজুল বলেছেন:
৩| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাইলে এম্নেই এত্তগুলা ট্যাকা দিয়া গাজি আংকেল আম্রিকা গেছে !
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
পদ্মপুকুর বলেছেন: ঘরের কতা পরে জান্লো ক্যাম্নে???
৪| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হম!
৫| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
মাহবুবুর রাহমান সিয়াম বলেছেন: গপ্পতো একখান মাশা আল্লাহ ভাই
২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫
পদ্মপুকুর বলেছেন: আপ্নের ভাল্লাগ্ছে?
৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
হাসান রাজু বলেছেন: বারো বছর পর আমি তাঁরে রাজ্যের অর্ধেক আর আমার পোলার যদি একখান মাইয়া হয়, তার লগে বিয়াও দিবো। টাহা ঠিক আছে । বুঝলাম ওইডা দিয়া গাজিকাহু ট্র্যাকটার কিঞ্চে । মাগার বাল্য বিবাহে গাজী কাহুর সেই মুগল আমল তাইক্যাই আফত্তি আছিল। মাইয়া তো তহনও ডাগর হয় নাইক্ক্যা (১২ 'র ও কম!!!) । কাহু তো অতি বুদ্ধি কইরা লেবন চুষের খরছ বাড়ায়া নিল।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯
পদ্মপুকুর বলেছেন: এইডা বস "হৈমন্তী" যুগের কিঞ্চিত আগের আমলের গল্প!!! ওই সময় গৌরীদান বইলা একখান কতা আছিলো...
৭| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি পড়লাম। কিন্তু কি মন্তব্য করবো বুঝতে পারছি না।
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
পদ্মপুকুর বলেছেন: আপ্নের মন্তব্য পইড়াতো আমিও বাকরুদ্ধ হয়্যা গেলামগা...
(অট: বেশি সিরিয়াসলি নিবেন না রাজীব ভাই, আমার ফানপোস্ট আসে না, একটু ট্রাই করলাম আরকি)
৮| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এই পোষ্টের হিট ১৭০ পার করবো। বাজি ধরলাম গাঁজি কাক্কুর গর্দান
রাজকন্যার কোন ফুড দেন নাই এই জন্য পোষ্টে মাইনচ
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
পদ্মপুকুর বলেছেন: আপ্নের মুখে ফুল্চন্দন পড়ুক ভাইডি....
রাজকইন্যার ফডু ক্যাম্নে দিতাম কন্চাই, আাঁমি তো নতুন গপ্পো কইতে পার্ছিলাম না, কন্যারেও দেখতে পারিনাইক্যা...
৯| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পোস্টের ম্যাক্সিমাম ভিউ ৭৪৪!!!
এই মন্তব্যে আপনি বিরক্তবোধ করতে পারেন। কিন্তু কথা সত্য:
১০বছর দুই মাসে আপনার মন্তব্য করেছেন মাত্র ৯৫০ টি। আমার মন্তব্যের সংখ্যাটা আপনার চাইতে বেশী। আর গাজী ভাইয়ে কথা??
আপনি বুদ্ধিমান লোক, বাঁকিটা বুঝে নিন??
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫
পদ্মপুকুর বলেছেন: একশ সাতাত্তুর পার হলো এই মাত্র
১০| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬
পদ্মপুকুর বলেছেন: ভুল তথ্য। আমার একটা সিঙ্গেল পোস্টের ম্যাক্সিমাম ভিউ ১২৯০৭ @ নিজাম
এ ছাড়া আপনার অন্যসব ঠিকাছে। মন্তব্য এবং পোস্ট- এক্ষেত্রে যতটা না আলস্য, তার চেয়ে প্রফেশনাল হ্যাজার্ড বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
গাজীসাবরে নিয়া কিছু কমু না।
১১| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
পার্থ তালুকদার বলেছেন: বাহ বাহ ..... বেশ বিনুদুন পাইলাম।
১২| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: বাহ বাহ বাহ.। কি গপ্পখানই লিখছেন মিয়া বাই। অার চাঁদগাজি ভাইরে নিয়া কিতা কইয়াম.। হেতায় তো বারো বছরের টাইমভ্যালু অব মানির জোরে অর্ধেক অর্ধেক পেয়ে গেল.. পেন্নাম গাজিদা
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯
পদ্মপুকুর বলেছেন: গাজী স্যার কই, আইজকা দেক্তাছি না। ভালা আছেন তো?
আর এমন গপ্পোই বলেছেন যে, যদি ওই দুই চ্যালা কয়- ঘটনা সত্যি, আমরাও শুনছি, তাইলেও বিপদ, আর যদি কয় শুনি নাইক্যা, তাইলে তো নতুন হয়্যা গেলোগা।
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অখন তরি ভিউ ২৩২ আমি ২৩৫ কইরা দিয়া গেলাম
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯
পদ্মপুকুর বলেছেন: না, এইটাও মনে হইতাছে ব্যর্থ হ্য়্যা গেল। আমার্কি, মেহজাবিনের সমস্যা, হেই বুঝুক। ভিউ বাড়ানোর জন্য পপকর্ন নেন
১৪| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হবে হবে। আপনারও হবে। সময় আছে।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৩
পদ্মপুকুর বলেছেন: নাদের আলি, আমি আর কত বড় হব?
১৫| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি চেষ্টা করছি হয় নাই,
আপনার হবে!! চালিয়ে যান,
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫
পদ্মপুকুর বলেছেন: আপ্নের চেষ্টার ধরন্টা ক্যামন ছিল? কনতো, ওইডার একটা উন্নয়নশীল ভার্সন ট্রাই করুমনি...
১৬| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আখেনাটেন বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি চেষ্টা করছি হয় নাই,
আপনার হবে!! চালিয়ে যান,
শুভেচ্ছা ও শুভকামনা রইলো। --- হা হা হা;
আমিও বলছি চালিয়ে যান। বিজয় আসবেই একদিন। শুভকামনা।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭
পদ্মপুকুর বলেছেন: কোটি প্রাণ একসাথে, জেগেছে আঁধার রাতে,
নতুন সূর্য ওঠার এইতো সময়...
জয় বাংলা বাংলার জয়
১৭| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
শাহ আজিজ বলেছেন: ১৭০ গুন ২ = ৩৪০ পার অইয়া গ্যাছে , চালায়া যাও গোলাপ পুকুর
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮
পদ্মপুকুর বলেছেন: থ্যাঙ্কু স্যার। আর দুই তিন গুণ হইলেই ইফতার কর্তে যামু।
১৮| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
সোহানী বলেছেন: আফনের একশুচুয়াত্তর কুফা কাটসে এই পুস্টে.... তয় কই কি ভাইজান ভিউ চান???? একখান ক্যাচাল পোস্ট দেন, দেখবেন কই থেইকা কই যাইবো........
পোস্টে ++++++++++++
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
পদ্মপুকুর বলেছেন: মাইন্ডাইছি। আপ্নে ভালা কইরা পড়েন্নাইক্যা। একশুচুয়াত্তর না একশ সাতাত্তুর কইছি...
আর ক্যাচাল চাইলে বেলালের দোকানের সামনে আয়েন, ব্লগে আমি ক্যাচাল কর্তাম না, গুরুর মানা আছে। আপ্নে য্যামতে প্লাসাইছেন, খুব দুঃখ হইতাছে, ক্যান আগের্মত প্লাসের সিস্টেম নাই....
থ্যাঙ্কু। ভালা থাইকেন।
১৯| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২
রোদ্দূর মিছিল বলেছেন: ফান পোস্ট বলি আর স্যাটায়ার, লেখাটিতে হিউমার আছে। আর সেটাই লেখাটার প্রান। গুড হিউমার ছাড়া রম্য পোস্ট পড়তে কেমন একটা খচখচ করে। ভিউয়ার ব্যাপারটা কিছুটা আপেক্ষিক হলেও এর পেছনেও কোনও রহস্য-টহস্য থাকতে পারে কদাচিৎ। দশ বছর আগেও একবার আমার মনে এমন একটা প্রশ্ন দেখা দিয়েছিলো। এতো মন্তব্য, এতো +, কি করে কি? তারপর একদিন এক ব্যাজার ভাইজান অন্য এক সিনিয়র ব্লগার ভাইজানের কাছ থেকে প্রাপ্ত সিক্রেট রেসিপিটা ফাঁস করে দিলেন রিতীমতো ওপেন মার্কেটে পোস্ট লিখে দিয়ে। কাহিনী কি? সিনিয়র (এবং সামু সেলিব্রিটি) ব্লগার ভাইজান পরামর্শ দিলেন স্বীয় নামে একটা মেইন নিক থেকে পোস্ট দাও আর আরও বিশটা নিক থেকে লাইক আর কমেন্ট দাও। ব্যস, সেই পোস্ট পড়ার পর রাতারাতি ব্লগারের সংখ্যা বেড়ে গেল হু হু করে, আর লাইক কমেন্টের দৈন্যতায় ভোগা ব্লগাররা হয়ে গেলো বিরাট আলোচিত ব্লগার। মিস্টার বিনের নিজেই নিজেকে ক্রিশ্চমাস কার্ড পাঠিয়ে নিজেই খুশিতে আত্মহারা হওয়ার ব্যাপারটা দেখে আমি অন্তর্ধানে চলে গেলাম। সোজা দশ বছরের বনবাস।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৭
পদ্মপুকুর বলেছেন: ওরে রে রে, এই ননক্লাসিক্যাল পোস্টে ক্লাসিক্যাল মন্তব্য দেইখ্যা পুরা টাস্কিত।
হিউমার মিউমার আছে কিনা কইতে পারুম না। তয়, স্থান কাল পাত্রভেদে হিউমারের গ্রহণযোগ্যতা বদলায়। যার কাছে গোপাল ভাড় হিউমার, তার কাছে হোজ্জা নিরস। একইভাবে হোজ্জা যার কাছে হিউমার, তার কাছে গোপাল ভাড় স্রেফ একটা ভাড়ামী।
আমি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা হিউমার, বুয়েট ক্যাম্পাসে সেটা স্থুল রসিকতা হয়ে গেছে। এক্ষেত্রে আসলে অডিয়েন্স এবং ডিসাইসিভ মোমেন্টটা খুব জরুরী। এনিওয়ে, অপ্রাসাঙ্গিক আলোচনা হয়তো। একটা বিষয়ে শেষ করি, আমার মতে বাংলাদেশি লেখকদের মধ্যে হুমায়ুনের ধারে কাছে এদিক দিয়ে কেউ নেই। এখনও আমার যখনই মন খারাপ থাকে, বহুব্রীহি নিয়ে বসি..
লম্বা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
পদ্মপুকুর বলেছেন: আরেকটা বিষয়, ভিউ সংখ্যা বেশি হলে, মন্তব্য বেশি পেলে অথবা বেশি লাইকপ্রাপ্ত হলে ভালো লাগে তো নিশ্চয়। কিন্তু আমি নার্সিসিজমে ভূগি না। উপরেই বলেছি যে আমার নিজের একটা পোস্টেরই ভিউ আছে প্রায় ১৩ হাজার। তিনটা পোস্ট নিয়ে একটা সিরিজ ছিল ওটা। ওই সিরিজের টোটাল ভিউ ছিল প্রায় ৩০ হাজার। সিরিজটা প্রায় ২ শতাধিক ব্লগারের পছেন্দের তালিকায় রয়েছে। তাই ভিউ নিয়ে নয়, বরং নিজের ভালোলাগা পোস্টটা যদি আসলেই মানোর্ত্তির্ণ হয়, সেখানে যদি আপনাদের মত ব্লগারের গঠনতাণ্ত্রিক মন্তব্য আসে, আমি ওটাতে বেশি খুশী হ্ই।
ভিউ চাইলে তো ক্যাচাল পোস্ট থেরাপি আছেই ,সেই নেংটাকাল থেকে যেটা অধিক কার্যকর।
২০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘটনা কী? এবার তো ভিউ সূত্র আবিষ্কার করে নিলেন। সামনে হয়তো এমন গপ্প পড়তে পারবনা। আমার দু:খ এই যায়গায়।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩
পদ্মপুকুর বলেছেন: শুধু গল্প নিয়ে গল্পকার নামে একটা মাসিক পত্রিকা আছে, আমার ডেস্কে নিয়মিত আসে। আপ্নেরে ওইডার গ্রাহক কইরা দিমুনে।
২১| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০
অশ্রুত প্রহর বলেছেন: ওহে এত হাসি আমি কোথায় রাখি। ভাই সেই সেই।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
পদ্মপুকুর বলেছেন: হাসেন ভাই/আপা হাসেন, হাসি ইজ গুড ফর হেলথ
২২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: আমি মন্তব্য করার আগে ভিউ ৪১৫ হয়ে গেছে...........আপনি খুশি !!
পড়ে ব্যাপক মজা পাইলাম...........
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮
পদ্মপুকুর বলেছেন: ভাই আমিতো বহুদ দুরের বাড়িতে ঢিল ছুর্ছি
.... আরেক্টু বেশি হলে ক্ষতি কি
যদি কাটেই প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি...
২৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২১
কাতিআশা বলেছেন: মজা পাইলাম!!!!!!!!!!!!
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
পদ্মপুকুর বলেছেন: #মিটু#
২৪| ২৯ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩৯
রাফা বলেছেন: হুমমম চমৎকার হইছে রম্য রচনা।
ঢাকাইয়া ভাষায় লিখেন‘তো পরেরটা।
ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২২
পদ্মপুকুর বলেছেন: আবে হালায়, কইলেই হইবোনি.... লিখোন কি এ্যাত্তো ছুজা...
বদ্দা, মাফ কইরা দ্যান, পারুম্না। আমার বাবার জন্মেও কেউ পুরান ঢাকায় থাকেনাইক্যা।
২৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাইজান-
রম্য হউক আর না হউক পউড়া মজা পাইছি এইডাই আসল কথা।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
পদ্মপুকুর বলেছেন: ওহ! শুইনা শান্তি পাইলাম, বুখে আয় আব্দুল, আমার ছুডো ভাই...
২৬| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩
আরজু পনি বলেছেন: যে কারণে মন্তব্য দিলাম:
১. নিয়মিত ব্লগিং করার বাসনায়
২. মডারেটর কী পোস্ট নির্বাচিত করলো তা যাচাই করতে
৩. পদ্মপুকুর অনেক পুরনো নিক...ইদানিং বেশ নিয়মিত মনে হচ্ছে... কাহিনি কী বুঝতে
...
একসময় ফিউশন ফাইভের নেশায় ছিলাম যখন তখন ভিউ নিয়ে খুব খেয়াল করতাম। এখন নিজের ব্লগের ভিউই খেয়াল করি না।
এবার আসি পোস্টের কথা নিয়া।
ফান ধরলে ধরেন...সিরিয়িাস মনে করলে করেন
মেহজাবিনের উচিত মানহানির মামলা করে দেয়া...বেচারী না হয় সেলিব্রেটি তাই বলে এতো সস্তায় তার বিয়ে এ হতে পারে না।
মাফ চাইলেন গাজী সাহেবের কাছে...মেহজাবীনের উচিত ব্লগে নিক খোলা তাহলে তার কাছেও মাফ চেয়ে নিতে পারবেন।
এতো বড় কমেন্ট করি বলেই মন্তব্য করার সংখ্যা কমে গেছে
শেষ কথা:
আপনি বেশ মজা করে লিখেছেন...ব্যাপার্টা পছন্দ হইছে।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪
পদ্মপুকুর বলেছেন: অনেক ধন্যবাদ পয়েন্ট করে করে লম্বা মন্তব্য করেছেন।
১ ও ৩: আপনিওতো একসময় অতি নিয়মিত এবং জনপ্রিয় ব্লগার ছিলেন, কিন্তু এখন আর ওইভাবে দেখি না আপনাকে। তবুও যেমন ফিরে এসেছেন নিয়মিত হওয়ার বাসনায়, আমিও তাই-ই। উপরন্তু, ফেসবুকের কুপ্রভাবে পড়ে লেখা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিছু লিখতে গেলেই মাইক্রোস্কোপিক হয়ে যেত। ঠেলায় পড়ে ফেসবুক বন্ধ করে দিয়েছি পার্মানেন্টলি। এখন অভিমান ভুলে লেখাও আসছে, ভালো খারাপ যাই হোক, হচ্ছে, আমি এতেই খুশি।
২. পোস্ট নির্বাচিত পাতায় যাওয়ার ক্রাইটেরিয়া কি জানেন নাকি? আমার এই পোস্টটা নির্বাচিত পাতায় দেখে সত্যি সত্যিই টাস্কি খাইছি। ফিরে আসার পর প্রথম প্রথম নির্বাচিত/বিষয়ভিত্তিক এইগুলা খেয়ালই করিনাই। বহুদ্দিন পর দেখেছি।
আর ফিউশন ফাইভের নেশা আমারও ছিল। আমার দশ বছরপুর্তি পোস্টে ফিফা'র নাম আছে।
পোস্ট:
মানহানির মাম্লার কথা কি কইলেন বস! মেহজাবিনের্তো উচিৎ আমার কাছে আইসা আমারে থ্যাঙ্কু বলা। হেরে তো আমি সুন্দরী কইছিই প্লাস হের হাসি সুন্দর, এইডাও কইছি। তার উপ্রে রাজ্কইন্যার টাইপোতে উর্মিলা/মীম/নীলা/সাফা বা ওই যে, সব নাটকে ঝগ্রা করে মেয়েটা তাঁরে বাদ্দিয়া মেহজাবির্নে কাস্টিং কর্ছি। আর আপ্নে কন মান্হানির কথা!!!
আর গাজী স্যার সিনিয়র মানুষ, উনারে নিয়া রঙ্গ কর্ছি, এরলাইগ্যাইতো উনার পায়ের উপ্রে পর্ছি।
মজা কইরা লেক্তে পার্ছি কিনা কইতে পারুম না, তয় আপ্নের ভাল্লাগছে শুইনা পুরা ফিদা হয়্যা গেলাম্গা। আপ্নেরে উত্তম জাঝা।
ভালো থাকবেন আর নিয়মিত থাকবেন। গতকাল আগারগাঁওয়ে একটা অফিসে গিয়ে ক্যাম্পাসের এক ফ্রেন্ডের সাথে দেখা হলো, আমাকে দেখে খুব খুশী। বললো, ক্যাম্পাসের কাউকে দেখলেই আপনজন মনে হয়..... আসলেই তাই। একইরকমভাবে ব্লগের সেই উত্তাল সময়ের কাউকে নিজের বাড়িতে দেখলেই মনটা আদ্র হয়ে ওঠে। ভালো থাকবেন।
২৭| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
Sujon Mahmud বলেছেন: সব টুকু পড়ার ধর্য বা সময় কোনো টাই আমার নাই....কিন্তু কিছু একটা শিখতে পারলাম....
কিন্তু কি শিখতে পারলাম সেটা বুঝতে পারছিনা। দয়া করে বলবেন কি.....আমি কি শেখার চেষ্টা করছি
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫
পদ্মপুকুর বলেছেন: ভাই আপ্নেতো কামেল আদ্মী। আপ্নেরে কিছু কওনের মতো ধৃষ্টতা দেখানোর সাহস আমার নাইক্যা। আপ্নের দয়ার শরীর, আমার বাড়িতে পদধূলী দিছেন, আমার সাত জন্ম সার্থক। আগামী সাত প্রজন্ম এই গল্প কইরাই জীবন পার কর্বো। এবং এই গল্প যারা শুনবো, তাগো জইন্যে সরকারী চাকুরিতে ফাইভ পার্সেন্ট কোটা থাকবো....
ভালো থাইকেন ভাই
২৮| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯
শামচুল হক বলেছেন: রাজায় তো বিনুদুল শুনতে গিয়া রাজ্য হারানোর অবস্থা। তাইলে কি চাঁদগাজী আর রাজ কইন্যার বিয়া খাওনের লাইগা রেডি হমু।
২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২
পদ্মপুকুর বলেছেন: অহনো হন নাইক্যা? দৌড় লাগান মিয়া, রেজালা তো অলরেডি শেষ...
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: বিনিদোন পাইলাম ভাইয়্যু!