নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের অদ্ভুত সব আইনের গ্যাড়াকল!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

সর্বোচ্চ ১৫ স্কয়ার ফিটের এক মটরবাইকে ৩ জন উঠলে মামলা খাইতে হয়, অথচ ব্যস্ত রাস্তায় ৯৬ স্কয়ার ফিট যায়গা দখল করে মাত্র একজন মানুষ যখন সেডান কার/মাইক্রো বা জিপ নিয়ে চলে, তাকে কিছুই করা হয় না!!! বড়ই অদ্ভুত নিয়ম!

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: মটরবাইকে জন বহনের জন্য তৌরি... তাই নিরাপত্তার জন্য ২জনের বেশি নিষেধ করেছে।

বিষয়টা না বুঝলে বড়ই অদ্ভুত নিয়ম! মনে হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

পদ্মপুকুর বলেছেন: না বোঝার কিছু নাইরে ভাইডি। বলতে চাইছি, একজন যাত্রী নিয়ে যে বাহন এত বেশি যায়গা দখল করে, তার জন্যেও কিছু নিয়ম থাকা উচিৎ.... ভাইডিরে গড়িওয়ালা মনে হইতাছে...

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বারিধারা বলেছেন:
মটরবাইকে ৩ জন বসা ঝুঁকিপূর্ণ। আরোহীর নিরাপত্তার জন্যই এই আইন - এই সহজ ব্যাপারটা না বোঝার তো কিছু নেই।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আরে মিয়া ভাই আমি বুঝছি। আমারে ভোট দিয়া মন্ত্রী বানাইয়া দেন। আমি মাসিক দশ লক্ষ টাকার কম আয়ের মানুষের প্রাইভেট চার চাকার লাইসেন্স বাতিল কইরা দিমু। এইবার খুশি তো?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

পদ্মপুকুর বলেছেন: :D
আপনেতো পুরাই বস!!!

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: ভাই গাড়ী আছে কিন্তু আপনি যদি আইনের কথা বলেন তবে সেটা নিরাপত্তার জন্য নিষেধ করা হয়েছে।

কিন্তু আপনি বলতে পারেন যে ব্যক্তিগত গাড়ীর চেয়ে বড় বাস/ট্রেন/ট্রাম/মেট্রো এর ব্যবহার বাড়াতে.. কারন তাতে রাস্তায় জাম কমবে।

দেশে মেট্রো হচ্ছে সেটা অনেক কাজ হবে... জনগন একটা নিদৃস্ট সময়ে চলাচল করতে পারবে।

কিন্তু আপনি প্রশ্ন করেছেন কেন ৩জন নিষেধ....সেটা আমি বলেছি।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: :(

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

টারজান০০০০৭ বলেছেন: তিনজন চালানো কঠিনই , নিরাপত্তার জন্য হুমকিও বটে তবে ঢাকা শহরের জ্যামের জন্য প্রাইভেট গাড়িই বহুলাংশে দায়ী ! ঢাকার মতন জনবহুল শহরে প্রাইভেট গাড়ি উঠাইয়া দিয়া অধিক সংখ্যক ডাবল ডেকার, বড় বাস, কমিউটার ট্রেন, নৌপথ চালু করা উচিত ! মোটরসাইকেল, সাইকেল থাকিতে পারে।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

পদ্মপুকুর বলেছেন: এ্যাদ্দিন পর, ঘটনা কি?

৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:২১

এম আর তালুকদার বলেছেন: বড়ই অদ্ভুত নিয়ম!

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

শায়মা বলেছেন: এই ছবিতে কোন লোকটা বাইকটা চালাচ্ছে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

সাইন বোর্ড বলেছেন: ছবিটা কোন দেশের ?

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

পদ্মপুকুর বলেছেন: ওই থাইল্যান্ড মাইল্যান্ড কোন একটার হবে (চাঁদগাজী কাগুর মত বল্লাম) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.