নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

মৃত জন্তুর মাংস বিক্রি

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯



এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একটি ভয়ানক সমস্যা মৃত পশুর মাংস বিক্রি।বিভিন্ন ভাগাড় থেকে মৃত পশুর মাংস সংগ্রহ করে তা প্রোসেসিং করে পাঠানো হত বিভিন্ন নামি দামি রেস্তোরা, ডিপার্টমেন্টাল স্টোরেজে।এই ঘটনায় দেরিতে হলেও অবশেষে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট শাখা।

দক্ষিণ ২৪ পরগনার বজবজের ভাগাড় থেকে পশুর মাংস নিয়ে বিক্রির অপরাধে এখনো পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলেও পুলিশের অনুমান,এর শিকড় অনেক দূর প্রসারিত। তদন্তে জানা গেছে ধৃতরা এ কারবারের সঙ্গে সাত থেকে দু বছরের বেশি সময় ধরে যুক্ত।

সাধারনত এই মাংস ডিপার্টমেন্টাল স্টোরে সসেজ,সালামি , মিটবল প্রভৃতি তৈরীতে ব্যবহৃত হত।

তদন্তে আরো উঠে এসেছে, ভাগাড় থেকে মাংস তোলার পর তার চামড়া ছাড়িয়ে ফর্মালিনে চুবিয়ে পরিষ্কার করা হত।পরে তা থেকে হাড় ও ফ্যাট পৃথক করা হত।পচনরোধক হিসাবে ব্যবহৃত হত ক্যালসিয়াম প্রোপিওনেট। সঙ্গে মেশানো হত লেড সালফেট।স্বাদ বাড়াতে ব্যবহার করা হত অ্যালুমিনিয়াম সালফেট।এর পরে এই মাংস প্যাকেট জাত হয়ে চলে যেত নারকেলডাঙার গোডাউনে।সেখান থেকে ডিপার্টমেন্টাল স্টোর, সহ রাজ্যের বিভিন্ন নামি দামি রেস্তোরায়।

ডিপার্টমেন্টাল স্টোর গুলি পরে প্রয়োজন মত লেবেল করে বাজারে ছাড়তো।

পোষ্টটি ব্লগার কাওসার ভাইকে উৎসর্গ করলাম।

মন্তব্য ৮২ টি রেটিং +২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

শাহিন-৯৯ বলেছেন: খুবই ভয়ংকর তথ্য।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ভাই, এবার বুঝুন আমাদের অবস্থা।

শভ কামনা রইল শাহিন ভাই।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভারতই আজব খবরে জন্মদাতা,
বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের
আজগুবি খবরের সুতিকাগার
এই ভারত। ছোট বেলায় বোমা
শব্দটা আমােদের আতঙ্কিত করতো,
এখন বোমার আঘাতে আমরা ছিন্নভিন্ন
হই প্রতি দিন।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: যে কথা বলেছেন, নূর ভাই।ঐ যে কথাটি আছে, আজ বাংলা যেটা ভাবে আগামীতে বাকি ভারত সেটা ভাববে।আপনারা সচেতন হন, যাতে এই ভয়ংকর প্রবনতা ওখানে না পৌঁছায়।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

সনেট কবি বলেছেন: মহামরাত্মক ঘটনা।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগতম কবিকে আমার ব্লগে।আপনি আগেও এসেছেন কিন্তু মন্তব্য প্রথম পেলাম।তবে আজ আমার মন ভালো নেই।আপনারা ভাল থাকুন,উপরওয়ালা আপনাদের ভাল রাখুন,কামনা করি।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

শামচুল হক বলেছেন: বাংলাদেশে যে কি অবস্থা আল্লাই জানেন।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: অবস্থা আলাদা বলে আমার মনে হয়না। শুধু বাইরের মাংস/মাছ খাওয়া বন্ধ করুন। এছাড়া অন্য কোনো উপায় আর দেখছিনা।

অনেক ভাল লাগা, শামচুল ভাই আপনাকে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার ভাই ধুমাইয়া খেলা দেখছে। আমার সর্দি, মাথাব্যথা । :(

ঘটনা সত্যি। মরা মুরগি থেকে শুরু করে কুকুর, শেয়ালও.....

লেখার সাথে ছবির সম্পর্ক কী???

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুশি বাইরে যা্ছেন বলে। পাশাপাশি বিষন্ন লাগছে ভেবে যে আগামীকাল থেকে আমার প্রিয় মন্ডল ভাইকে অনেক দিন পাবোনা।কী আর করা যাবে, তবুও হাসি মুখে ' শুভ যাত্রা ' জানাবো।
ক্ষয়িষ্ঞু সমাজের নৈতিকতার অবনতির বহিপ্রকাশ ছবিটি।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


জঘন্য, কলকাতার বাংগালীদের আমি একটু বেশী সচেতন মনে করতাম।

ব্লগার কাওসার চৌধুরী কি এই ধরণের মাংস ব্যবসার সাথে কোনভাবে জড়িত?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: উনি ফিচার লেখেন।অন্তত প্রথম পাতায় স্থান পাওয়ার কদিনেই বুঝে গেছি।সেজন্য আমি আজ পোষ্টটি ওনাকে উৎসর্গ করলাম।তবে স্যার উনি লন্ডনে পড়াশোনা করেছেন। কলকাতাতে এসেছিলেন বলে মনে হয়না। সুতরাং এরকম ব্যবসা ওনার এখানে নেই বলে আমার ধারনা।বাকিটা কাওসার ভাই এসে বলবেন,আশাকরি।

অনন্ত শ্রদ্ধা রইল স্যার, আপনাকে।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন:



এটি খুব দরকারি কারন আমাদের বাংলাদেশে ঠিক কি মেশানো হচ্ছে তা জানা যাবে টেস্টে । ধন্যবাদ পদাতিক ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকে। আশাকরি বাংলাদেশ এ বিষয়ে সজাগ হয়ে দ্রুত ব্যবস্থা নেবে। একই সঙ্গে আপনাকে সুস্বাগতম জানাই,আমার কোনো পোষ্টে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

নিরন্তর শ্রদ্ধা স্যার আপনাকে।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

শায়মা বলেছেন: ইয়াক থু থু!!!


বাংলাদেশের নাগেট সসেজওয়ালারা যেন এ খবর কোনো মতে না পায়!!!! পেলেই হয়েছে!!!!! :(

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপু হ্যাঁ, একদম ঠিক বলেছেন, ইয়াক থু থু!!!

আর নাগেট সসেজ ওয়ালারা এ খবর ইতিমধ্যেই পেয়ে গেছে। যতদূর জানি ওদের সাপ্লাই কারিরা এখন বেশ বেকায়দায় আছে।

অনেক শুভ কামনা আপু আপনাকে।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: ছি ছি ছি, ইতরদের কোন দেশ নেই কিছুদিন আগে শুনেছিলাম আমাদের দেশের হোটেলে মরা মুরগি খাওয়ানো হচ্ছে,কলকাতারও এই অবস্থা!!!!

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,তারেকভাই সাবধান! আর হোটেলে মাছ/মাংস না খাওয়ার চেষ্টা করবেন।ক্রাইম /ক্রিমিনাল সর্বত্র আছে। নিজেদের সজাগ হওয়া ছাড়া উপায় কী, বলুন।

শুভ কামনা রইল।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

জুন বলেছেন: আমি ভারতীয় একটি প্রথম শ্রেনীর পত্রিকায় পড়েছি এরা নাকি বাংলাদেশেও এই মাংস সাপ্লাই করতো । ঐদেশের লোকদের কাছ থেকে আমরা আর কতটা নীচুতা দেখবো শিখবো সেটাই ভাবি।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আশঙ্কা অমূলক নয়। তবে আমার চোখে সে রকম কিছু পড়েনি । আর তাছাড়া ভারত -বাংলাদেশ যৌথ বানিজ্যে, এদেশের মরা পশুর মাংস যাওয়াটা অস্বাভাবিক নয়।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


যাক, এমনিতেই উৎসর্গ; আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম কাওসার সাহেব মাংস ব্যবসায় আছেন।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগ চাঁদের হাট।আর তাকে সমৃদ্ধ করে তুলেছে, আপনাদের মত গুনিজন।আপনার প্রতিটি মন্তব্য অনুকরণীয়।সঙ্গে রসবোধযুক্ত মানসিকতা, আমার মত অনেকের কাছে শিক্ষণীয়। নূর ভাই, মন্ডল ভাই আপনি যখন রসিকতা করেন, বিশ্বাস করুন আমি কমেন্টগুলি পড়ে এনজয় করি।আজ সেই দলে আপনি কাওসার ভাইকে ঢোকালেন।বুঝলাম,প্রিয় কাওসার ভায়ের ব্লগে মানোন্নয়ন ঘটেছে।আগামীতে অনন্ত অপেক্ষায় থাকবো, এমন রসবোধের।

ভাল থাকুন,সুস্থ থাকুন।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

কাওসার চৌধুরী বলেছেন:

কফি খেতে খেতে আপনার পোস্ট মনোযোগ সহকারে পড়ছিলাম। মনে মনে ভাবছিলাম, এটাও কী সম্ভব? মানুষ হিসাবে জন্ম নিলে প্রকৃতিগত ভাবে কিছু মনুষত্ব থাকার কথা। অথচ বঙ্গ সন্তানদের তাও নেই। এজন মানুষ কত ভয়ঙ্কর হলে এমন মানবতা বিরোধী হতে পারে? এরা খুনিদের চেয়েও জঘন্য। মানব জাতির জন্য অভিশাপ।

বরাবরের মতো চমৎকার পোস্ট। এজন্য ধন্যবাদ। লেখাটি পড়া শেষ করে আমার নামটি দেখে কী বলবো গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল উত্তেজনায়। এটা আমার কাছে পরম পাওয়া, পরম সম্মান ও ভালবাসার। শুধু এটুকুই বলবো আপনি সহ ব্লগের গুণীজন যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তার ঋণ শোধ করার মতো নয়।

পরিশেষে,...........কৃতগজ্ঞতা.....শ্রদ্ধা......ও........ভালবাসা........ (প্রিয় পদাতিক চৌধুরী)।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আজ নুতন করে আপনাকে আমি কিছু বলবোনা।তবে এটুকু বলবো, শ্রদ্ধেয় চাঁদগাজী স্যারের সঙ্গে আপনার খেলাটা বেশ জমে উঠেছে।অবশ্য মন্ডল ভাই বা নূর ভাই এখনো দেখিনি বলে রক্ষা।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: আমাদের বেঙ্গল মিট যে সাপ্লাই আনে পাবনা থেকে আসলে সেই সসেজ, বেকন ও সম আইটেম কোথা থেকে আসে ? আমরা শুধু বিফ কিনি । আমার কন্যা সসেজ আনত মায়ের জন্য, মা গত হয়েছে পর আমার জন্য আনে কিন্তু আমি আগেই জানি এগুলো চামড়া নাড়ি ভুঁড়ি দিয়ে বানানো । আজ সতর্ক করলাম তুমিও খেওনা।

বেঙ্গলের ব্যাপারে খবর নিতে হবে ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার আপনাকে শ্রদ্ধা রেখেই বলছি।এখন বিশ্বায়নের দৌলতে খাবার কোথা থেকে আসে জানার চেষ্টা করবেন না,প্লীজ।আর জানলে খেতে পারবেন না।এক, সম্পূর্ণ বাইরের খাবার ত্যাগ করুণ নতুবা এ সম্পর্কে খোঁজ নেওয়া বন্ধ করুন।আমি আমার এক স্টুডেন্টের TCS চাকুরী পাবার পর KFC কিছু খাবার খেয়েছিলাম।সেদিন দাম শুনে চমকে উঠেছিলাম।

বৈশাখী শুভেচ্ছা, স্যার আপনাকে।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় @চাঁদগাজী আমার নামে কম্পলেন করলেন!!! আমার মতো এতো ভদ্র একজনকে (অবলা) এভাবে সন্দেহ করা কী ঠিক হল, স্যার? এই বান্দার মাংসা খাওয়া ও বেচার প্রতি কোন লোভ বা আগ্রহ নেই। বলা যায় ভেজিটারিয়ান। মাসে ২-৪ দিনের বেশী মাছ মাংস খাওয়া হয় না।

স্যার, এবার কী অভিযোগটা উথড্র করেন? প্লীজ!! যাক ফান করলাম অনেক শ্রদ্ধা (@চাঁদগাজী) স্যার। সাথে @পদাতিক ভাই।

আরেকটি কথা আমি কিন্তু গল্পও লেখি! চুপি চুপি।।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: কাওসার ভাই আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।আমি আবার আপনার সম্পূর্ণ উল্টো। ভাতের সঙ্গে কিছু না হলেও অন্তত একটি ছোট বাটা বা চারাপোনা চাই চাই।আর আপনি কী করে মাছ, মাংস না খেয়ে আছেন ভেবে অবাক হচ্ছি।আমার জানা অবাঙালি বন্ধু ভেজিটেরিয়ান।ওদের বাড়ির লোকদের অবশ্য তাতাে কোনো সমস্যা হয় না। কিন্তু বাঙালী ভেজিটেরিয়ান! শিউরে উঠছি,ভবিষৎ যে কী হয় ভেবে।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য!!!!

মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে যা হয়!!!
কর্পোর্টে বেনিয়া চেতনা শেখায় শুধু লাভ! কিভাবে তা ধর্তব্য নয়!
আর তাই নীচে নামতে নামতে মনুষ্যত্ব আজ লজ্জ্স্কর অবস্থায়!!

কঠিন শাস্তি দেয়া হোক!
মিডিয়ার আরো বেশি সচেতনতা মূলক কার্যক্রম চালানো উচিত

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার অনেক কবিতায় আমি এমন অবক্ষয় পেয়েছি।আজ বাস্তবেও প্রমান হল।কবিরা এমনি এমনি স্বপ্নালু হয়না। তবে আইন, আদালত, কমিশন,এসব একটা জায়গায় থামতে বাধ্য।অবক্ষয়ের চোরা স্রোত বইতেই থাকবে।আমাদের সচেতনই বোধহয় একমাত্র উপায়।

বৈশাখী শুভেচ্ছা আপনাকে।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই উপমহাদেশের লোকগুলো ব্রিটিশের আন্ডারে থাকলেই ঠিক থাকত...

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বাবামা তো চিরদীন থাকবে না।তাই বলে সন্তানকে অসৎ উপায়ে রোজগার করতে হবে, সেটা যেমন কাম্য নয়, তেমনি দাসত্ব কখনই কাম্য নয়। গত কয়েকদিন আগে দেখছিলাম UNESCO থেকে একটি সমীক্ষায় নৈতিক অবনতির মাপকাঠিতে উপমহাদের সব দেশ গুলিকে পিছনে ফেলেছে, আমাদের পরে স্বাধীনতা প্রাপ্ত ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার কিছু গরিব দেশ।

নিরন্তর শুভ কামনা তালগাছ ভাই আপনাকে।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষের দ্বারা সব রকম খারাপ কাজ করা সম্ভব।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগতম! আমার কোনো পোষ্টে, এটা আপনার প্রথম কমেন্ট।কিন্তু আজ এমন সময় যে মন আমার ভাল নেই।কী আর করবো,চলার পথ অমসৃণ জেনে সাবধানে এগোতে হবে।

অনেক অনেক ভাল লাগা স্যার আপনাকে।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


@কাওসার চৌধুরী ,

আসলে, এটা কোন অভিযোগ নয়, সন্দেহ নয়; এই ধরণের পোষ্ট আপানর নামে উৎসর্গ করায়, ভাবছিলাম যে, এগুলোতে কোনভাবে আপনার কোন অবদান আছে কিনা?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমি কিন্তু রীতিমত উপভোগ করছি,স্যার আপনার সঙ্গে কাওসার ভায়ের খুনসুটি।আর আমার পোষ্টে অবদান যেমন আপনার আছে, তেমনি কাওসার ভায়েরও আছে।আমি পূর্বে বহুবার বলেছি, আপনাকে আমি পারফেক্ট কমেন্ট মাস্টার হিসাবে মনেকরি।তেমনি কাওসার ভাই যেমন নিপুন ভাবে ফিচার লেখেন,তা আমাকে মুগ্ধ করে।তাইজন্য আমিও এরকম অনৈতিকতাকে পোষ্টের বিষয় নির্বাচন কালে প্রিয় কাওসার ভাইকে আদর্শ বলে মনে করেছি ।কাজেই পোষ্টে মাননীয় ভায়ের অবদান পুরোটাই।
পাশাপাশি আপনার সুচিন্তিত মন্তব্য গুলি যে পোষ্টটিকে আরো পরিপূরণতা দান করছে,তাতে কৃতজ্ঞতা জানাই।

নিরন্তর শুভ কামনা স্যার আপনাকে।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:


@চাঁদগাজী,

স্যার, একটু ফান করলাম।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি খেলা চালিয়ে যান। আমি আপনার পাশে আছি।

শুভ কামনা নিরন্তর।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: আসলে একা একা থাকি, তাই। আমি বেজিটারিয়ান নয়। তবে মাংস তেমন একটা খাই না। আর মাছ কেঁটে রান্না করতে ধৈর্যে কুলায় না, তাই বাধ্য হয়ে!!

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: তাহলে ঠিক আছে।আমি ভেবেছিলাম,মাছ বা মাংস একেবারেই খাননা।তবে আশাকরি দুজনে হলে এ সমস্যা থাকবে না।একই সঙ্গে সে সময় আপনার বাসায় গিয়ে একদিন মাছ খেয়ে আসবো।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

২১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা ভালো বিষয় তুলে ধরছেন ।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে আমার আদরের ভাগ্নাকে সুস্বাগত জানাই। তবে এতদিন পরে আসার কারনে ভাগ্নার উপর আমার অভিমান আছে।হাজারহোক মামাভাগ্নে বলে কথা।এবার আসি পোষ্ট প্রসঙ্গে।,সত্যি আমরা লজ্জিত, আমাদের নৈতিকতার এত অবনতি ঘটেছে দেখে।।একটা মাৎস্যন্যায়ের দিকে আমরা এগিয়ে চলেছি। দেশের নেতা মন্ত্রীদের যেটা নিয়ে তেমন হেলদোল নেই।এহেন অবস্থায় আমরা আতঙ্কিত।

অনেক অনেক ভাল লাগা ভাগ্না আপনাকে।

২২| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩২

কাওসার চৌধুরী বলেছেন: আমার সৌভাগ্য আপনাকে অতথি হিসাবে পাওয়াটা। একদিন নিশ্চয় দেখা হবে, সামনাসামনি আড্ডা হবে।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: কাওসার ভাই , এই পোষ্টটি আপনাকে উৎসর্গ করা।কাজেই আজ আপনাকে আমি আইকন করেছি।আপনি আমাকে অ্যাপ্রুভ করলেন, তাতেই ধন্য হলাম।উপরওয়ালা সহায় নিশ্চয় একদিন সামনাসামনি আড্ডা হবে।অনন্ত প্রতিক্ষায় আমরা।

অনেক শুভ কামনা আপনাকে।

২৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫

কাওসার চৌধুরী বলেছেন: আমি খুব সাধারন একজন মানুষ। আমার খুব ইচ্ছা পৃথিবীর সব ভাল মানুষদের চেনা, উনাদের কথা শুনা। জানি সম্ভব নয়। তারপরও যে মুক্তাগুলোর খুজে পাই এগুলো সযত্নে মাথায় তুলে রাখি।

আমি নিভৃতচারী মানুষ। এজন্য আউট গয়িং টা কম। তবে মনের মতো মানুষ পেলে দীর্ঘ সময় আলাপ করি। বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিপূর্ণ বিশ্লেষণ করি। এজন্য কোন অনুষ্টানে অতিথি করার জন্য কেউ চাইলে সবিনয়ে না বলি। কারণ এই মানুষ দেখানো বক্তৃতা, নিজের ঢোল পেটানো আমার একেবারে না পছন্দ।

অনেক কথা বলে ফেল্লাম। প্রিয়জন বলে বলছি দাবী নিয়ে।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে মুগ্ধতা। আপনার পোষ্টগুলির মতন,কমেন্টগুলিও অত্যন্ত যুক্তিপূর্ণ। একেবারেই বেশি কথা হয়নি।বরং যেকথাটা বললেন, ওটা মনে রেখে কথা বললে,আপনার সুচিন্তিত মতামত থেকে বঞ্চিত হবো , এটা বলে রাখলাম।আশা করবো, কথা বলবেন, মুক্তমনে।কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব আমার না পছন্দ।

শুভেচ্ছা নিয়েন ভাই।

২৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রশাসন কি কোন ব্যবস্থা নিয়েছে ?

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই,এমন প্রশ্ন করার জন্য।যতদূর খবর পাওয়া গেছে, চুনোপুঁটিরা কেবল ধরা পড়েছে।রাঘববোয়াল কেউ এখনো ধরা পড়েনি। একই সঙ্গে এদের শাখাপ্রশাখা বহুদূরব্যাপী।যেকারনে আশঙ্কা করা হচ্ছে বিষয়টি এবার ধামাচাপা পড়ে যাবে।

অনেক ভাল লাগা আপনাকে।

২৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,ভাই।আমরা এখন অবক্ষয়ের শেষ সীমান্তে বোধহয় পৌঁছেগেছি।সবকিছু গাসওয়া হয়ে গেছে। এবার তদন্তটা আপনার দুদিন আগের পোষ্টের মত ধামাচাপা পড়তে চলেছে।

শুভেচ্ছা নিয়েন।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

বিজন রয় বলেছেন: এই জন্য আমি অনেক কিছুই বাইরের থেকে কিনিও না, খাইও না।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: একদম ঠিক সিদ্ধান্ত বিজনদাদা । আমরা সবাই যদি বাইরের ফুড ত্যাগ করি তাহলে নিজেদের অন্তত কিছুটা হলেও সেভ করতে পারবো।আর বাইরে যদি খেতেই হয়, তাহলে সম্পূর্ণ ভেজিটেরিয়ান হওয়াই কাম্য।

শুভেচ্ছা নিয়েন দাদা।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

নতুন নকিব বলেছেন:



গত রাতে কাজের ফাঁকে পোস্টটি দেখে আঁতকে উঠেছিলাম। মনে মনে বলছিলাম, হায়রে মানুষ! হায়রে মানবতা! এও কী সম্ভব? কোনো মানুষ কি পারে এমন হীনতর নিকৃষ্ট অপকর্মে জড়িত হতে! এদের কি মানুষ আখ্যায়িত করার সুযোগ থাকে? এমন অমানুষদের বিচার কী হতে পারে?

সচেতনতামূলক পোস্ট দেয়ায় এবং পোস্টটি কাওসার চৌধুরীকে উৎসর্গ করায় ধন্যবাদ। আপনি এবং কাওসার চৌধুরী দু'জনই অনেক ভাল লিখে থাকেন। আপনাদের জন্য শুভ কামনা। অভিনন্দিত হয়ে তার দেয়া মন্তব্যটিও ছিল চিত্তাকর্ষক। মন্তব্যের কিয়দাংশ-

'বরাবরের মতো চমৎকার পোস্ট। এজন্য ধন্যবাদ। লেখাটি পড়া শেষ করে আমার নামটি দেখে কী বলবো গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে গেল উত্তেজনায়। এটা আমার কাছে পরম পাওয়া, পরম সম্মান ও ভালবাসার। শুধু এটুকুই বলবো আপনি সহ ব্লগের গুণীজন যেভাবে আমাকে আপন করে নিয়েছেন তার ঋণ শোধ করার মতো নয়।'

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, পোষ্টটি পড়া ও আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য।আসলে আমরা প্রায়ই বাইরের খাবার খাই, গুনগত মান না ভেবেই।এই নির্ভাবনাটাই আজ অসৎ ব্যবসায়ীদের মূলধন।আমরা যতদিন চোখবুঁজে থাকবো,ততদিন এই অবক্ষয় সমাজে চলতেই থাকবে। আর আমরা মানব জাতিই পারি পৃথিবীর ঘৃণ্যতম কাজ করতে।কিছুদিন আগে একটি মন্দিরে যেভাবে বাচ্চা মেয়েটিকে ধর্ষন করে খুন করা হয়েছিল, তা পাশবিকতাকেও হার মানায় বললে কম বলা হয়।

আর কাওসার ভায়ের সঙ্গে একা নয়,ব্লগে আপনার মত আরো অনেকে আছেন, যারা আমার আপনজন। আমি প্রতিনিয়ত শিখছি , তাদের পোষ্ট থেকে।পাশাপাশি আমাদের মত নুতনদের যেভাবে বড় ভায়ের ভূমিকা নিয়ে প্রথম পাতায় লেখার সুযোগ করে দিয়েছেন,তাতে আমরা চিরকৃতজ্ঞতা জানাই,আপনাদেরকে।

দোয়া করবেন নকিব ভাই।আপনার জন্যও রইল অনেক শুভেচ্ছা

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি বাইরে গেলে মাংস এজন্যই খাইনা।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সোহেল ভাই,আমিও আপনার মতে বিশ্বাসী। কিন্তু এমনো সময় আসে যখন, সেটা মানা সম্ভব হয়ে ওঠেনা। আমি সাধারনত বাড়ি থাকলে কখনো বাইরের খাবার খাইনা।বড়জোর সামান্য বিস্কিট কিনে খাই।কিন্তু বড় বড় ছুটিতে বেশ কয়েকদিনের জন্য বাইরে গেলে মুরগি না খেলেও অন্তত একদিন মাটন খেতেই হয়।যে মাংসটা কোথাথেকে আসে, আমার জানা থাকেনা। যেমন জানা থাকেনা সেটা হালাল কীনাও ।

অনেক ভাল লাগা আপনাকে।

২৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬

তারেক ফাহিম বলেছেন: মানবতা হারিয়ে যাচ্ছে।
ছবিটি এমন কেন?
নাকি পোষ্ট যেমন ছবিটিও তেমন। B-)

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: তারেক ভাই,একদম ঠিক কথা বলেছেন।মানবিকতা আজ বড় বিপন্ন।

আর ছবিটিও ক্ষয়িষ্ঞু অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমি কিছু মাংসের ছবি দিয়ে পোষ্টটি দেওয়ার কথা ভেবেছিলাম।শেষ মুহূর্তে মত বদল করে, অর্থযুক্ত ছবি দিতে মনস্থ করি।যদিও ইতিপূর্বে মন্ডল ভাই, এই প্রশ্নটি করেছেন।

বৈশাখী শুভেচ্ছা , তারেক ভাই আপনাকে।

৩০| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: কী ভয়ংকর! :|

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগত, হাসানভাই আপনাকে।আমার কোনো পোষ্টে এটা আপনার প্রথম মন্তব্য। কিন্তু এমন দিনে এলেন যে মন ভাল নেই।একে ভয়ংকর বললে খুবই কম বলা হয়।

শুভেচ্ছা নিয়েন ভাই।

৩১| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

আখেনাটেন বলেছেন: গত কিছুদিন ধরে এ নিয়ে মনে হয় কলকাতায় তুলকালাম চলছে।

পোস্ট করে জানানোর জন্য ধন্যবাদ।

মোদী সরকার গরু বিক্রি বন্ধ করে নানামুখি সমস্যার সৃষ্টি করে দিয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,ফ্যারাও ভাই ঠিক ধরেছেন।কোলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গে এখন অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ভাগাড়ের পশুর মাংস বিক্রি।পুলিশ বেশ কয়েকজনককে গ্রেপ্তার করেছে।এই আজও দেখলাম একজন গ্রেপ্তার হয়েছে।তবে এর পিছনে রাজনীতি চলে এসেছে। যেকারনে,বিষয়টি শীঘ্র ধামাচাপা পড়বে বলে অনুমান করা হচ্ছে।

অনেক ভাল লাগা আপনাকে।

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



এমন করে বললে তো লজ্জায় পড়ে যাব!

প্রথম পাতায় আপনি গিয়েছেন এজন্য শুকরিয়া। এতে আমাদের সামান্য প্রচেষ্টা হয়তো ছিল। কিন্তু মূল চেষ্টাটার জন্য ধন্যবাদ কিছু যদি প্রাপ্য হয়ে থাকে, সেটা আপনারই। ব্লগের প্রতি দায়বদ্ধতা, আন্তরিকতার সংমিশ্রনে একের পর এক নতুন নতুন পোস্ট, লেখার গুনগত মান- এসব কিছু বিবেচনায় রেখেই কাউকে প্রথম পাতায় স্থান দেয়া হয়। মোট কথা, কেউ না বললেও আপনার মত যোগ্যতার অধিকারীদের সামু পেছনে ফেলে রাখতো না। আপনি সামু আলোকিত করবেন ইনশা-আল্লাহ।

একরাশ শুভকামনা আপনার জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: নকিবভাই, আপনাকে আবার মন্তব্য করার পরিস্থিতি করার জন্য দুঃখিত।আপনার কথার রেশ ধরেই বলছি,হয়তো আমার লেখার মান ভাল। যেকারনে আমি নিজের যোগ্যতায় প্রথম পাতায় সুযোগ একদিন পেতাম। কিন্তু আপনাদের প্রচেষ্টা না থাকলে এত দ্রুত আমি সেফ হতাম না,যেটা হলফ্ করে বলতে পারি।

আর আমার বিশ্বাস সামু বিষয়টি তখনই ভাবে, যখন কিছু প্রতিষ্ঠীত ব্লগার অন্যের হয়ে কলম ধরে।বলা যেতে পারে, আপনারাই সামুর কাজ সহজ করে দিয়েছেন।এটা আমাদের বড় প্রাপ্তি নয়কী?

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

আল আমিন সেতু বলেছেন: কাওসার ভাইয়ের প্রতি পোস্ট টি উৎসর্গ করাতে প্রথমে সিরিয়াস কিছু ভেবেছিলাম । পরে সবার কমেন্টগুলো যখন পড়লাম ,বুঝলাম, ব্লগারদের এই চক্রে মার্জিত রসিকতার চালাচালি হচ্ছে। তবে বাংলাদেশে ও খোজ নিলে এমন ভয়াবহ অনেক তথ্য উঠে আসবে। বিভিন্ন টিভি চ্যানেলের ক্রাইম ইনভেশটিকেশন পোগ্রামে এ জাতীয় প্রতিবেদন দেখেছি। তাই সচেতন থাকার চেষ্টা করি । বাহিরের কাবাব গ্রিলের উপর থেকে বিশ্বাস উঠে গেছে ।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আল আমিন ভাইকে অনেক ধন্যবাদ পোষ্টটি উৎসর্গ করার বিষয়টি খুঁটিয়ে পড়ার জন্য।আসলে ভার্চুয়াল সম্পর্ককে যদি আমরা শুধুমাত্র প্রশ্ন /উত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে সেটা যত বেশি উপভোগ্য হয়, তার চেয়ে অনেক বেশি উপভোগ্য হবে যদি তার মধ্যে মার্জিত রসবোধ থাকে।এতে পাঠকেরা একেক জনের কমেন্টকে পাশে বসে গল্প করার মত দেখতে পারেন।তৈরী হয় একটা আত্মিক যোগাযোগ।হাজার মাইলের ব্যবধান ঘুচে গিয়ে আমরা হয়ে উঠি ঠিক পারিবারিক সদস্য। আর এটাই আমাদের একমাত্র কাম্য।

আর সচেতনতা বিষয়ে, আপনার সিদ্ধান্ত ঠিক আছে।এ ধরনের পোষ্ট দেখে আরো বেশি সচেতন হন ও অন্যকেও জাগ্রত করার অনুরোধ থাকলো।

শুভেচ্ছা নিয়েন, ভাই।

৩৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এমন খবর পড়লে দোকানের খাবারের প্রতি অনিহা চলে আসে

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি উপরওয়ালার কৃপায় ভালো আছেন, সাদা মনের ভাই।যতটুকু খবর পেয়েছি,এদের নেটওয়ার্কটটা বহু দূর বিস্তৃত। সুতরাং সাবধান হন ভাই।আর নুতন করে খাবেননা।

শুভ কামনা নিরন্তর।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯

কাছের-মানুষ বলেছেন: এই ঘটনাগুলো এখন হরহামেশাই ঘটে। কিছুদিন আগে বাংলাদেশেও এরকম একটা খবর নিউজে পড়েছিলাম। মানুষের নৈতিকতা দিন দিন অধপতন হচ্ছে।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক ধরেছেন মানুষ ভাই।যারা গ্রেপ্তার হয়েছে,কেউ কেউ সাত /আট বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত।সুতরাং এ কারবার নুতন নয়।জানাজানি হতে বরং এতগুলি বছর সময় লাগলো।
অনেক শুভ কামনা রইল, আপনাকে।

৩৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

নিয়াজফাব বলেছেন: সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে ধরুন মরা প্রাণীর মাংস রেস্টুরেন্টে দিলো না।কিন্তু প্রাণীটা বড় ও মোটাতাজা করতে যে এন্টিবায়োটিক ব্যবহার হয় তাতে আরও বেশি বিষ।

৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ধন্যবাদ,নিয়াজফাব ভাই আপনাকে।হ্যাঁ,আপনার যুক্তিটিও মারাত্মক । আশায় থাকবো, একদিন যেন কৃত্রিম মোটা হওয়ার ব্যবস্থা বন্ধ হয়।

বৈশাখী শুভেচ্ছা নিরন্তর।

৩৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ,ভাই।আমরা এখন অবক্ষয়ের শেষ সীমান্তে বোধহয় পৌঁছেগেছি।সবকিছু গাসওয়া হয়ে গেছে। এবার তদন্তটা আপনার দুদিন আগের পোষ্টের মত ধামাচাপা পড়তে চলেছে।

শুভেচ্ছা নিয়েন।


এই রকম কিছু ঘটনার জন্য আমার আর দেশে থাকতে ইচ্ছা করে না।

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ ভাই,আবার ফিরে আসার জন্য আমি উৎফুল্ল। মানছি আমরা এক ঘোর সংকটের মধ্যে দিয়ে চলেছি,কিন্তু দেশ ছেড়ে যাবো কোথায়? কিছুই যে করার নেই।কাজেই আমাদেরই গাসওয়া ছাড়া উপায় কী বলুন।

অনেক ভাল লাগা আপনাকে।

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

পবন সরকার বলেছেন: জঘন্য ব্যাপার

০১ লা মে, ২০১৮ সকাল ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: সুস্বাগতম, পবন ভাই।আমার কোনো পোষ্টে এটাই আপনার প্রথম মন্তব্য। দেরিতে এলেও ভাল লাগা স্বাভাবিক।কিন্তু এমন পো্ষ্টে খোলামনে আনন্দ প্রকাশ করতে পারছিনা।যাইহোক,পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।আগামীতে আপনার সুচিন্তিত মতামতের জন্য বা ভাববিনিময়ের জন্য নিরন্তর অপেক্ষায় থাকবো ।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

৩৯| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৪৮

বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষের মধ্যে বিবেক, সততা আর মানবতা না থাকলে এটা হতেই পারে।

০১ লা মে, ২০১৮ দুপুর ১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! প্রাণে দাগ দিয়ে গেল আপনার মন্তব্য।

অনেক শুভেচ্ছা আপনাকে।

৪০| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: জনসতর্কতামূলক পোস্ট, ধন্যবাদ সবাইকে এ ভয়ঙ্কর তথ্যটি জানিয়ে দেয়ার জন্য।
"আজ আমার মন ভালো নেই" - কথাটা প্রতিমন্তব্যে একাধিকবার বলেছেন। কী হয়েছিল আপনার সেদিন? আশাকরি এখন সব ভাল?

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার ,

জনসচেতনতা মূলক পোস্ট আপনি পড়েছেন , ধন্যবাদ আপনাকে । বাচ্চার জন্য চিকেন মোমো বাইরে থেকে নিয়ে আসতাম। এই ঘটনার পর সেটা জেনে শিউরে উঠেছিলাম । যদি এখন ও সব বন্ধ । বাইরের খাবার ওকে আর দেই না। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে সে সময়ে খুব কষ্ট পেয়েছিলাম।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।


৪১| ৩০ শে জুন, ২০২০ রাত ১:৪৫

রাকু হাসান বলেছেন:

B-)) =p~ B-)) B-))

০১ লা জুলাই, ২০২০ রাত ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন:

ধন্যবাদ তোমাকে ।
শুভেচ্ছা জানবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.