নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
উড়িষ্যার গজ্ঞাম জেলায় অবস্থিত চিল্কার ঋষিকুল্যাকে ভারতের অলিভ রীডলে বীচ বলা হয় । পূর্ববর্তী পোষ্টে আমি সেকথা আলোচনা করেছি। আমি আগের পোষ্টে কিছু দুর্লভ ছবিও দিয়েছি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ঐ রকম ছবি তোলা বা প্রকাশ করাটা রীতিমতো আইন বিরোধী। সঙ্গত কারনে আজ সামান্য দুএকটি ছবি দিতে বাধ্য হবো ।
ঋষিকুল্যাতে অলিভ রীডলেরা বছরে মাত্র প্রায় এক সপ্তাহের জন্য ফেব্রুয়ারীর শেষ থেকে মার্চের শুরুতে ডিম পাড়তে আসে।সংখ্যাটা প্রায় দু/ আড়াই লক্ষ। একএকদিন রাতে সাধারনত ত্রিশ/ চল্লিশ হাজার রীডলে ডিমপাড়ে।ডিমপাড়ার পরের দিনই ভোর বেলা ওরা সমুদ্রে চলে যায়।এখন ভারত সরকারের সঙ্গে উড়িষ্যা সরকারও অত্যন্ত গুরুত্বসহকারে ওদের রক্ষনাবেক্ষন করছে । সঙ্গে পূর্ণ সহযোগিতায় আছে স্থানীয় কিছু NGO । যাদের মধ্যে উল্লেখযোগ্য হল,Orrissa Marine Resources Conversation Consortium এবং Rushikulya Sea Turtle Protection Committee যারা বীচে সর্বদা তীক্ষ্ণ নজরদারী করে অতিথীদের পর্যটকদের উপদ্রব থেকে রক্ষা করছে।
প্রসংগত উল্লেখ্য বর্তমানে টার্টলদের যেভাবে সামুদ্রিক প্রাণী সংরক্ষণের আওতায় এনে নিরাপদে বংশবৃদ্ধিতে সহায়তা করানো হচ্ছে,সেটা কিন্তু একদিনে এত মসৃণ হয়নি।এ প্রসঙ্গে একটি মজার ঘটনা বলতেই হয়।
১৯৯৪ সালে ঋষিকুল্যা নদীর মোহনায় ড.পান্ডের নেতৃত্বে একদল বিজ্ঞানী আসেন টার্টেলের ডিমপ্রসব দেখতে। নেহাত কৌতুহল বশত সেদিন রবীন্দ্রনাথ সাহু নামে স্থানীয় এক যুবক এই বিজ্ঞানীদের গাইডের ভূমিকা নিয়েছিলেন।এক সঙ্গে প্রায় ত্রিশ /পঁয়ত্রিশ হাজার টার্টলকে উপকুলে দেখে সেদিন রাতে স্তম্ভিত হয়ে যান ড.পান্ডে।তিনি রবীন্দ্রনাথ সাহুকে টার্টলদের সংরক্ষনের প্রয়োজনীয়তা বোঝান।অর্থাৎ ড.পান্ডের কাছে পাঠ নিয়ে রবীন্দ্রনাথ বা রবি ভাই টার্টল সংরক্ষনে নেমে পড়েন।
রবি ভাই নুতন কাজে নেমে পড়লে, তার গ্রাম পুরানবাঁধ তো বটেই আশেপাশের গ্রামের লোকেরাও তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করে।আর করবে নাই বা কেন? যে গ্রামবাসীরা এতদিন টার্টলের ডিম খেয়ে আসছে বা বিক্রি করে আসছে,তাদের হঠাৎ করে একাজটি বন্ধ করতে বললে , তারা ছাড়বে কেন? কিন্তু শত বাঁধাতেও রবিভাই পিছিয়ে আসেননি। স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে তিনি পাল্টা টার্টল সংরক্ষণের প্রচারে নেমে পড়লেন।তিনি হিন্দু মাইথোলজির প্রসঙ্গ টানলেন, বিষ্ঞুর দশাবতারের একটি বাহন হল কুর্মা। কাজেই তার দেখা মানে সাক্ষাত ভগবানের দর্শনলাভ।ক্রমশ তার যুক্তি গ্রাহ্য হতে লাগলো।নিজের গ্রামতো বটেই,প্রতিবেশী গ্রাম পুদমপেটা ও গোঘরকুটাতেও টার্টলের আগমনকে অতিথী বিষ্ঞুর আগমন হিসাবে দেখা হতে লাগলো।দিন বদলাতে থাকলো, রবিভাই একই সঙ্গে একাকায় জনপ্রিয়তা পেতে লাগলেন।এলাকায় তার নুতন নাম হল,টার্টল ম্যান 'নামে।
সাধারনত নভেম্বর মাসে এই অলিভ রীডলেরা সঙ্গমে মিলিত হয়।ফেব্রুয়ারীর শেষ বা মার্চের শুরুতে তারা ডিম পাড়ে । ৪৫/৫৫ দিনের মাথায় ডিম ফুটে ছোট্ট টার্টল বার হয়। উল্লেখ্য আমাদের সভ্য সমাজে জন্মদিন পালনের মত তাদেরও জন্মদিন পালন করা হয়। প্রতিবছর ২৩ মে বিশ্ব টার্টল দিবস পানলের মাধ্যমে ঋষিকুল্যার মোহনার গ্রামগুলিতে ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করা হয়।
কতগুলি বিদেশি পাখি এই ছোট্ট টার্টলদের জন্মের সময় উপকুলে আসে,একটু খাবারের আশায়।
ছবিগুলির সহায়তায় বন্ধু তপন সাহা ও নেটের কাছে কৃতজ্ঞতা জানাই।
পোষ্টটি শ্রদ্ধেয় খায়রুল স্যারকে উৎসর্গ করলাম।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,ভাই।নব জন্ম পেলাম।সুস্বাগতম আপনাকেও।
বৈশাখী শুভেচ্ছা নিয়েন।
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৫
তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো মনে হচ্ছে স্কীন শর্ট ।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,তারেকভাই, একটু সমস্যার কারনে একটা বাদে বাকি সব স্কীন শর্ট দিতে বাধ্য হলাম।
অনন্ত শুভ কামনা আপনাকে।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
নতুন নকিব বলেছেন:
প্রথম পাতায় প্রথম দেখলাম। মোবারকবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,নকিব ভাই,মোবারকবাদ।দেহ মনে কৃতজ্ঞতা জানাই আপনাকে।
শুভেচ্ছা নিয়েন।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮
কাওসার চৌধুরী বলেছেন:
আপনাকে প্রথম পাতায় দেখে ভাল লাগলো। অনেক শুভ কামনা রইলো। আর লেখা ও ছবি উভয়ই চমৎকার।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: আমি গত কাল সেফ হয়েছি।আপনাকেও উপরওয়ালার সহায় খুব শীঘ্রই এই মঞ্চে দেখতে চাই।আপনি গুনি মানুষ । কতৃপক্ষ ঠিক বিচার করবেন, আশা করি।
মন্তব্যে প্রীত হলাম।
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০
তারেক_মাহমুদ বলেছেন: প্রথম পাতায় প্রথম কমেন্ট এবং লাইক দিয়ে ইতিহাসের অংশ হলাম। শুভ হোক পথচলা। লেখা এবং ছবি খুবই মনোরম।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ তারেকভাই সারাজীবন মনে রাখবো আপনাকে।প্রথম পাতায় আসার জন্য একটা অসম্ভব চাপ থাকে।কিন্তু এখানে আপনাদের মত অনেকের নিরলস প্রচেষ্টায় কতৃপক্ষ আমাকে যে সুযোগ দিয়েছে,তাতে মনে হচ্ছে যেন পুনর্জন্ম পেয়েছি। আর সেদিক দিয়ে আপনি হলেন আমার সেই বিরল ঘটনার সাক্ষী।
অনেক শুভ কামনা আপনাকে।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম পাতায় স্বাগতম ।।
ছবি ব্লগ ভালো লাগলো++
শুভ কামনা রইল ভাই ।।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রীত হলাম আপনার ভালো লাগা ও প্লাস মন্তব্যে। আপনাকেও সুস্বাগতম।
বৈশাখী শুভেচ্ছা নিয়েন,কবীর ভাই।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
খুবই ভালো পোষ্ট; ভারত প্রকৃতি বন্যজীব রক্ষণে বেশ এগিয়ে গেছে; বাংলাদেশে এখনো পাখী শিকার করা, পাখী ধরাই বন্ধ করা গেলো না।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,স্যার অনেক ধন্যবাদ আপনাকে।মন্তব্যে খুশি হলেও বর্তমান দেশের বন্যপ্রাণী ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণের তেমন প্রচেষ্টা না থাকা, জেনে বিষন্ন হলাম।আশাকরি সরকার এ বিষয়ে দ্রুত চিন্তাভাবনা করবে।
অনন্ত শ্রদ্ধা আপনাকে।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: জানলাম।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: খুশি হলাম রাজিব ভাই।আমার কোনো পোষ্টে এটা বোধহয় আপনার প্রথম মন্তব্য। সুস্বাগতমম।
অনেক শুভ কামনা আপনাকে।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫
কাছের-মানুষ বলেছেন: চমৎকার তথ্য সমৃদ্ধ পোষ্ট।
রবি ভাইয়ের উদ্দেগ সত্যিই চমৎকার। পোষ্ট ভাল হয়েছে।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্য মুগ্ধতা ছু্ঁয়ে গেল।আসলে রবি সাহুর মত মানুষ আমার আপনার মধ্যেই আছে।প্রয়োজন ড.পান্ডের মত একজন মানুষের যারা প্রকৃত দিশা দেখান।আর রবি ভায়েরা সেই দিশার বাস্তবায়ন ঘটান।
বেশাখী শুভেচ্ছা নিয়েন।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টটি পড়ে ভাল লাগল।
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই পাঠ ও মন্তব্যে।
আপনার জন্য রইল অনেক শুভ কামনা।
১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
অন্যদের মনতব্য থেকে বুঝলাম যে, আপনি প্রথম পাতায় লেখার সুযোগ পেয়েছেন, আপনাকে অভিনন্দন।
ভারতের অর্থনীতি, সমাজ, শিক্ষা, পশ্চিম বাংলার মানুষের জীবন নিয়ে লিখুন!
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,স্যার।আপনার পরামর্শ মেনে পরবর্তীকালে তেমন কিছু লিখবো,উপরওয়ালা সহায়।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পদাতিক চৌধুরি! প্রথম পাতায় লেখাটি পড়ে আলাদা রকম ভাল লাগল।
সমাজে রবি মত লোকদের প্রয়োজন।
আচ্ছা, এই প্রজাতির কাছুয়াগুলো কত বছর বাঁচে???
২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন ভাইয়া।অশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের।প্রথম পাতায় স্থান পাওয়ার মজার আলাদা।
শুভেচ্ছা নিয়েন।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই প্রজাতির কাছুয়াগুলো কত বছর বাঁচে???
২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর প্রশ্ন করেছেন,ভাইয়া।সাধারনত এই প্রজাতির কাছুয়ারা ১০/১৫ বছর বয়সে সেক্সুয়াল ম্যাচুরিটি পায়,আর প্রায় ৫০/৫৫ বছর পর্যন্ত বাঁচে।
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
ভাইজান এইমাত্র সেফ হলাম।
২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১
পদাতিক চৌধুরি বলেছেন: অসম্ভব খুশি হলাম,ভাই।ধন্যবাদ,মাননীয় কতৃপক্ষকে যে আপনাকে প্রথম পাতার জন্য নির্বাচিত করেছেন।সেই সঙ্গে সমস্ত শ্রদ্ধেয় যারা এই নির্বাচনের জন্য নিরলস পরিশ্রম করেছেন।
ভাল থাকুন।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার পোষ্ট না পড়লেই মিস।
সচিত্র প্রতিবেদনটি মন ধরেছে।
ভাল থাকুন।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কবি ভাই আমি আপনার অনুসরন করছি।আপনার এমন মন্তব্যে পুলকিত হলাম।
অনেক শুভেচ্ছা রইল আপনাকে।
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জানতাম খুব দ্রুতই ১ম পাতায় আপনাকে দেখব।
অভিনন্দন।
এবার ও পাড় বাংলা সম্পর্কে আমরা আপনার মাধ্যমে অনেক কিছু জানব।
২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১
পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি কৃপাময় আপনাকে ভালো রেখেছেন।আমরাও উপরওয়ালার দয়ায় ভাল আছি।আমাদের মত নবাগতদের প্রথম পাতায় স্থান পাওয়া এত সহজ হতনা,যদিনা আপনারা এভাবে প্রচেষ্টা না নিতেন।আপনাদের কাছে অনন্ত কৃতজ্ঞতা জানাই।
অনেক শুভ কামনা আপনাকে।
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খুশি হলাম রাজিব ভাই।আমার কোনো পোষ্টে এটা বোধহয় আপনার প্রথম মন্তব্য। সুস্বাগতমম।
অনেক শুভ কামনা আপনাকে।
আমি যখন ব্লগে বসি, সামনে যে লেখা পাই সেটাই পড়ি। লেখা ভালো লাগলে মন্তব্যও করি।
২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয়, সামনের টপিকস বেশিরভাগ পড়ে।আর একারনে নুতনদের পোষ্টের ভিজিটর খুব কম।কিন্তু নিজের অভিজ্ঞতাই দেখেছি,জনপ্রিয় ব্লগারদের আগমনে অসম্ভব একটা আনন্দ হয়, বিশ্বাস করুণ আমিও একটা সময় আপনার আগমনের অপেক্ষায় থাকতাম।আপনার একটি পোষ্টের মন্তব্যে দেখেছিলাম, ঢাকায় বসে দিনে দুটি পোষ্ট দেওয়া সহজ, কিন্তু বিদেশ যাওয়া আপনার না পছন্দের।আমি আপনাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম।আজও আপনাকে সেই একই কথাই বলবো ।আমরা আপনার আগমনের অপেক্ষায়...
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬
শামচুল হক বলেছেন: ছবি বর্ননা ভালো লাগল। ধন্যবাদ
২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই।আপনার পাঠ ও মন্তব্যে মুগ্ধ হলাম।
অনেক শুভ কামনা আপনাকে।
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১
শিখা রহমান বলেছেন: তথ্যবহুল পোষ্ট। বর্ণনা ও ছবিগুলো ভালো লেগেছে। প্রথম পাতায় স্বাগতম।
২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপু আপনাকে।আপনার ছোট্ট কথার মন্তব্যে প্রীত হলাম।
অনেক অনেক শুভ কামনা আপু আপনাকে।
২০| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে অনেক ভাল লাগা রইল ।
২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,আপনাকে।
শুভ কামনা রইল।
২১| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার তথ্য বহুল পোষ্ট ++++
অনেক অনেক ভালোলাগা।
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল আপনার ৪ স্টার সহ সুন্দর মন্তব্যে।
অনেক অনেক ভাল লাগা আপনাকেও।
অনন্ত শুভ কামনা রইল,আপু।
২২| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিশ্চয়, সামনের টপিকস বেশিরভাগ পড়ে।আর একারনে নুতনদের পোষ্টের ভিজিটর খুব কম।কিন্তু নিজের অভিজ্ঞতাই দেখেছি,জনপ্রিয় ব্লগারদের আগমনে অসম্ভব একটা আনন্দ হয়, বিশ্বাস করুণ আমিও একটা সময় আপনার আগমনের অপেক্ষায় থাকতাম।আপনার একটি পোষ্টের মন্তব্যে দেখেছিলাম, ঢাকায় বসে দিনে দুটি পোষ্ট দেওয়া সহজ, কিন্তু বিদেশ যাওয়া আপনার না পছন্দের।আমি আপনাকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম।আজও আপনাকে সেই একই কথাই বলবো ।আমরা আপনার আগমনের অপেক্ষায়...
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
অসাধারন মন্তব্য করেছেন।
আমি কোলকাতায় আসবো। আমার নিজেরও মন ছুটে গেছে। ফেসবুকে আমি
আওয়াজ দিয়েন।
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ রাজীবভাই,দেরীতে উত্তর দেওয়াই দুঃখিত।আপনার ভাল লাগলো শুনে পুলকিত হলাম।আপনার কলকাতায় আসার অপেক্ষায় থাকলাম।এখনই আপনার সঙ্গে লিংক করছি
শুভেচ্ছা নিয়েন।
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ রাজীবভাই,দেরীতে উত্তর দেওয়াই দুঃখিত।আপনার ভাল লাগলো শুনে পুলকিত হলাম।আপনার কলকাতায় আসার অপেক্ষায় থাকলাম।এখনই আপনার সঙ্গে লিংক করছি
শুভেচ্ছা নিয়েন।
ধন্যবাদ। কিন্তু আপনাকে তো ফেসবুকে খুঁজে পেলাম না।
২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাতত, রাজীব ভাই। আমি গত কাল আপনার লিংক ধরে f.b তে গেছিলাম।আমার কারেন্ট এফ বি অ্যাকাউন্টটা কিছুতেই আপনার ওখানে নিয়ে যেতে পারেনি। যেটা গেছে,সেটা কারেন্ট নয়।আবার আমি আমার কারেন্ট এফ বি থেকে আপনার নামে সার্চ করে অন্য রাজীব নূর খানকে দেখাচ্ছে,যিনি বর্তমানে একজন সাংবাদিক।আজ আবার চেস্টা করবো,দেখি আপনার সংযোগ পাই কিনা।
বৈশাখী শুভেচ্ছা, রাজীব ভাই।
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো তথ্য জানলাম, জানিনা কোন ২৩ মে টার্টলদের জন্মদিনে উপস্থিত হতে পারবো কিনা। হতে পারলে ভালো লাগতো, রবিদাকে স্যালুট।
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধতা ছুঁয়ে গেল, ভাই আপনার মন্তব্যে। আপনি নিয়েত করেছেন যখন নিশ্চয় উপরওয়ালা আপনার সহায় হবেন।আমিও আপনার সঙ্গে আছি।
আপনি ফেব্রুয়ারী/মার্চ বা জন্মদিন যেকোন একটা পছন্দ করতে পারেন।এটুকু বলবো,দারুণ অভিজ্ঞতা হবে।
শুভ কামনা নিরন্তর।
২৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে প্রথম পাতায় সুযোগ দেয়া হয়েছে জেনে খুশি হলাম !
একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য
শহুরে গাছ
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: নিশ্চয় যাবো।
আপনিও খুব ভালো লেখেন।আশাকরি শীঘ্রই সেফ হবেন।
শুভ কামনা রইল।
২৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোস্ট
২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ, মনিরুল ভাই।তবে আমার প্রথম পাতার প্রথম পোষ্টে এত দেরীতে আসার কারনে দুঃখ পেলাম।
অনেক শুভ কামনা আপনাকে।
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, প্রথম পাতায় লেখা প্রকাশের যথোচিত সুযোগ লাভের জন্য বিলম্বিত অভিনন্দন!! আপনার মনন ও লেখনিপ্রসূত বিভিন্ন স্বাদের পোস্ট এ ব্লগকে সমৃদ্ধ করবে, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।
বেশ উৎসাহ, আগ্রহ আর অনুসন্ধিৎসা নিয়ে পোস্টটা পড়তে পড়তে এগোচ্ছিলাম। একেবারে শেষে এসে যুগপৎ বিস্মিত এবং অভিভূত হ'লাম এটা দেখে যে পোস্টটি আমাকে উৎসর্গ করা হয়েছে! কি করে যে ধন্যবাদ জানাবো তা বুঝতে পারছিনা।
আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার এ সুলিখিত, তথ্যপূর্ণ পোস্টটি আমাকে উৎসর্গ করার জন্য। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
টার্টলম্যান রবি ভাই কে সাধুবাদ জানিয়ে তার জন্যেও অনেক শুভকামনা রেখে গেলাম।
ছবিগুলো অনেক সুন্দর। পোস্টে প্লাস + +
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ স্যার আমার এতদিনের আশাপূরণ হল। এটি ছিল আমার সেফ হওয়া পোস্ট । আপনাকে ঐ আড়াইমাসে যা চিনেছিলাম তাতে মনে হয়েছিল আপনি ইউনিক। আজ আট মাস অতিক্রান্ত হল একখতো বিষয়টি একেবারে পরিষ্কার আপনার আদর্শ নিয়ে। একটা ডিজিটাল শিক্ষা মাধ্যমে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি। আপনাদের মত মানুষজনের সান্নিধ্যে আমরা এই সুযোগ পাচ্ছি। এক পারস্পরিক সহযোগিতা সহমর্মিতাবোধের যে অনুকরণীয় আদর্শ আপনারা তুলে ধরেছেন তা ব্লগকে শুধু নয় প্রজন্মকে দেখাবে সঠিক দিশা।
আপনার শব্দচয়ন, অভিব্যক্তির প্রকাশ, অনুজদের প্রতি ভালোবাসাই স্যার আপনাকে আমাদের অবচেতন মনে হৃদয়ের উচ্চাসনে বসিয়েছে। আমরা সামান্য একটু উৎসর্গ করে তারই প্রতিদান দিয়েছি মাত্র।
হ্যাঁ স্যার রবিভাই এখন আইকন হয়েগেছেন। টার্টলরাও এখনর ওখানে যথেষ্ট নিরাপদে থাকে।
আপনার শুভকামনা গ্রহণ করলাম। পোস্টের লাইক ও এতগুলি প্লাসে অভিভূত হলাম। আবারো জানাই আপনাকে কৃতজ্ঞতা ।
সবশেষে বিনম্র শ্রদ্ধা ও অফুরান শুভকামনা আপনাকে ।
২৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: এটি ছিল আমার সেফ হওয়া পোস্ট - সেফ হওয়ার পর প্রথম পোস্টটাই আমাকে উৎসর্গ করেছেন, এটা জেনে আমার কৃতজ্ঞতাটুকু দ্বিগুণ বেড়ে গেল। একজন পাঠক তথা সহব্লগারের কাছ থেকে এতটুকু শ্রদ্ধা ও ভালবাসা পাবার যোগ্যতা আমার আছে কিনা, সে ব্যাপারে প্রশ্ন তুলে আমি আপনার বিচক্ষণতাকে অবশ্যই খাটো করতে চাইনা, কিন্তু আমি বিনয়ে নত হয়ে গেলাম। দোয়া করবেন, আমি যেন এই বিশুদ্ধ সম্মানটুকুর মর্যাদা রাখতে পারি, যতদিন আছি বা থাকবো এ ব্লগে।
নিরন্তর শুভকামনা ও দোয়া রইলো---
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল স্যার,
আপনার আবার আসাতে আরও আনন্দ পেলাম। সঙ্গে এমন আন্তরিকতা পূর্ণ মন্তব্যে হৃদয় ছুঁয়ে গেল। আপনিও দোয়া করবেন স্যার যতদিন বাঁচি যেন গুনিজনকে যথাযথ সম্মান জানাতে পারি।
উপরওয়ালা যেন আপনার দোয়া কবুল করেন। আপনার জন্যও আমার দোয়া। আপনার সুস্বাস্থ্য ও দেহ মনের স্বতঃস্ফূর্ততা কামনা করি।
বিনম্র শ্রদ্ধা আপনাকে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪
তারেক_মাহমুদ বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।