নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
উড়িষ্যার চিল্কার ঋষিকুল্যাকে ভারতের অলিভ রিডলে বীচ বলা হয়।এটি গজ্ঞাম জেলায় অবস্থিত।হাওড়া থেকে চেন্নাইগামী যেকোনো ট্রেনেকরে চিল্কাতে বা ঋষিকুল্যাতে যাওয়া যায়।সারা বছর এই বীচে পর্যটক শূন্য থাকে।কিন্তু ফেব্রুয়ারীর শেষ কিমবা মার্চের প্রথমদিকে এখানে পর্যটকের ঢল নামে।কারন এই সময় এখানে কয়েক লক্ষ অলিভ রিসলে ডিম পাড়তে আসে।সমগ্র বিশ্বে আর মাত্র কোষ্টারিকার বীচে কেবল এরা ডিম পাড়তে যায়।
অলিভ রিডলের বিজ্ঞানসম্মত নাম লেপিডছিল্যা অলিভচিয়া(Lepedochelys Olivecea)। সম্ভবত এদের রঙ অলিভ গ্রিন থেকেই এরকম নামকরণ হয়েছে। দৈর্ঘ্যে দুফুট ও ওজনে ৭৫/১০০ পাউন্ড হবে এক একটি কচ্ছপ।
বছরের এই বিশেষ সময় এদের এই ডিম পাড়তে আসাকে স্থানীয়রা আরিবাধা বলে।মাত্র এক সপ্তাহের জন্য এরা ডিম পাড়তে আসে।এর ৪৫/৫৫দিনের মাথায় ডিম ফুঁটি বাচ্চা বার হয়।তবে বেশিরভাগ ছোট্ট বাচ্চা উপকূলের নানারকম পাখি কুকুর, সাপের শিকারে মারা যায়।সাধারনত জল থেকে ৫০ মিটার দূরে এই ডিমগুলি থাকে। আর একারনেই খুব ভোরবেলা ডিম ফুঁটলেও জলে নামার আগে তা খাবারে পরিনত হয়।
আমরা তিনবন্ধু এবার অলিভ বীচে যাওয়ার প্লান করেছিলাম।কিম্তু আমারই আর যাওয়া হয়ে ওঠেনি।কাজেই আমার বন্ধু কাম দাদা শ্রীযুক্ত তপন সাহার সৌজন্যে এই পোষ্টটি লিখতে বসেছি। কিছুটা যাওয়ার আগে পড়াশোনা করেছিলাম, বকিটা তপনদা সাহা্য্য করেছে।
শেষ ছবিটি গুগুল থেকে নেওয়া
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমার শেষ মুহূর্তে যেতে না পারার কারনে , পোষ্টটি দিতে গিয়ে গত কয়েকদিন ধরে বেশ হেজিটেট করছিলাম।যাক আপনার ভাল লাগলো জেনে প্রীত হলাম।
শুভেচ্ছা রইল।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার পোষ্ট
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,সামিউল ভাই।আমার ব্লগে আপনি প্রথম এলেন।প্রীত হলাম পাঠ ও মন্তব্যে।
অনেক শুভেচ্ছা আপনাকে।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কচ্ছপের ডিম আগে দেখি নাই।
বেশ সুন্দর দেখাচ্ছে ডিমসহ কচ্ছপ।
সুন্দর বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মইদুল ভাই।আপনার ভাল লাগাতে আনন্দ পেলাম।তবে আমি আমার শৈশবে দেশী কচ্ছপের ডিম দেখেছি।
অনেক শুভ কামনা আপনাকে।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। এমন পোস্ট আরো দরকার। শুভ কামনা।
২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রীত হলাম ভাই আপনার মন্তব্যে।
অনেক শুভ কামনা আপনাকে।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর টপিক। সেফ হবার খুশিতে মিষ্টিসহ একটা পোস্ট দিয়েন।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্য অবশেষে পেয়ে খুশি হলাম।আপনার জন্য মিষ্টি না হলেও একটি তেতো টপিক দিচ্ছি।
অনেক শুভ কামনা আপনাকে।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে প্রিয়! থ্যাংকস।।
আগে সেন্টমার্টিনে কাছিমেরা ডিম পাড়তো। এখন মানুষের উৎপাতে ওদের সংখ্যা কমে যাচ্ছে।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধ হলাম আপনার প্রশ্নে। হ্যাঁ সেন্ট মার্টিনে আগে কাছিমেরা সদলবলে আসতো। কিন্তু আপনারা ব্রিটিশদের তারিয়ে দিলে ওরা ক্ষোভে আসা বন্ধ করে দিয়েছে।আপনারা তো আবার নামটাও পাল্টে দিলেন,রাখলেন কক্সবাজার বা বি. এস. টি। তার পরিবর্তে কছুয়ারা এখন কোষ্টারিকায় চলে গেছে।আর যারা ঋষিকুল্যাতে আসতো,তারা অবশ্য আজও এখানে আসে প্রজননের সময়।
আসলে ভাইয়া আমি এই পোস্টটি এখনো শেষ করিনি।যেহেতু সেফ হয়েছি তাই পৃথকভাবে আমাকে বাকি পর্বটি আগামীকাল দেওয়ার ইচ্ছা আছে,নইলে তো আজ একটু কাল একটু করে দিতাম।
কাল সকালে আবার দেখা হবে। শুভ রাত্রি।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১
মনিরা সুলতানা বলেছেন: আমি আগে এমন দেখি নি !!!
অনেক ভালো লাগোল !!!!
মুগ্ধতা
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: আশা করি ভাল আছেন আপু।আপনার ভাল লাগায় ধন্য হলাম। কলকাতায় কবে আসছেন?
অনেক অনেক ভাল লাগা আপনাকেও।
বৈশাখী শুভেচ্ছা নিয়েন, আপু।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: কচ্ছপের প্রজনন কেন্দ্র অলিভ রিডলে বীচ নিয়ে আপনার এ লেখাটি ভাল লাগলো।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় আপনার প্রশংসাসূচক মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ স্যার আপনাকে ।
বিনম্র শ্রদ্ধা ও শুভলামনা আপনাকে ।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
তারেক_মাহমুদ বলেছেন: বাহ চমৎকার পোষ্ট, আশাকরি তাড়াতাড়ি সেফ হবেন।