নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

দংশন(অনুগল্প)

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৬



দাদা,ও দাদা,ওঠেন না।
-পাশ ফিরে শুয়েও সৌম্যবাবুর হঠাৎ মনে হল, কে যেন ডাকছে।অলস চোখে পাশে শোয়া স্ত্রীর গায়ে হাত দিয়ে,
-আই, আই অনু দেখোতো কে দরজায় টোকা দিচ্ছে?
- অ্যা!...দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্চি।তুমি যাও খোঁজ নাও গে। যত্তসব ইষ্টিকুটুম ডাকার সময় পায়না, চূড়ান্ত বিরক্ত সহকারে কথাগুলো বলে অনুরাধা দেবী আবার অন্য পাশে ফিরে শুলেন।
এমন সময় ঢংঢং করে দুবার ঘন্টা বেঁজে উঠতেই বোঝা গেল রাত দুটো বাজে।
ওদিকে,
- দাদা ওদাদা ওঠেন না;মেসোমশায় খুব অসুস্থ হয়ে পড়েছেন,বলে দরজার ওপাশ থেকে স্পষ্ট কথাটি কানে আসতেই সৌম্যবাবু তরাৎ করে লাফিয়ে উঠেন। ঘুমায়িত চোখে অ্যা অ্যা... করে লুঙ্গিটা কোনোক্রমে কোমরে গুঁজতে গুঁজতে দরজার দিকে এগিয়ে যান। নাইট ল্যাম্পের আবছা আলোয় দরজা খুলতেই কালো একটা ভয়াল মূর্তি দেখে চিৎকার করে ওঠেন,চোর! চোর!
- হ্যাঁ দাদা আমি চুরি করতে এসেছিলাম।পাইপধরে উপরে উঠে দেখি উনি হাতপা কষছেন।
- বাবা হাতপা কষছেন? না, তুই বাবাকে মেরেছিস? বলে আর সময় নষ্ট না করে পাশের ঘরে গিয়ে দেখলেন,সত্যিই তিনি অচেতন হয়ে পড়ে আছেন।গায়ে হাত দিয়ে, বাবা বাবা বলে বার কয়েক ডেকে কোনো সাড়া পেলেননা। সৌম্যবাবু বুঝতে পারলেন বাবা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর সময় নষ্ট করা ঠিক হবে না বুঝে,তোর নাম কি?
-আজ্ঞে , বলাই। বলাইচাঁদ হাড়ি।
-তাহলে এদিকে আই, দুজনে মিলে বাবাকে নিচে নামাতে হবে বলে, তরিঘরি উনি ড্রেস বদল করে নেনে।এদিকে অনুরাধা দেবীও ততক্ষণে তৈরী হয়ে নেন।তিনজনে মিলে ধরাধরি করে ধীরেনবাবুকে নিচে নামালেন।সৌম্যবাবু গ্যারাজ থেকে গাড়ি বার করে গেটের সামনে রাখলেন।আবার তিনজনে মিলে ধীরেনবাবুকে সদ্য কেনা অল্ট্রোগাড়িতে বসালেন।সোম্যবাবু ড্রাইভিং জানলেও সাধারনত নিজে গাড়ি চালান না কিন্তু আজ এত রাতে অন্য কোনো চিন্তাভাবনা না করে সবাইকে নিয়ে সোজা শহরের হসপিটলে হাজির হলেন।হসপিটলে পৌঁছে সৌম্যবাবু গাড়ি রেখে ছুটে গেলেন কর্তব্যরত মেডিকেল অফিসারের কাছে।অনেক অনুরোধ করে ডাক্টারবাবুকে গেটের মুখে রাখা গাড়ির পাশে নিয়ে এলেন।ডাক্টারের চোখের ভ্রু দ্রুত বদলাতে লাগলো।একই সঙ্গে বদলাতে লাগলো সৌম্যবাবুর মুখের চাহনিও। অনেক্ষন পরীক্ষা করে,
-সরি,উনি এক্সপায়ার করেছেন।
- হ্যাঁ,বাবা মারা গেছেন? বলেই পাশে দাঁড়িয়ে থাকা বলাই এর নাক লক্ষ্য করে, মারলেন সজোরে এক ঘুষি।
-শালা! বাবাকে মেরে সাধু সেজে আবার আমাদের ডাকতে এসেছে। চল তোকে পুলিশে দেবো।
ঘুষি খেয়ে, নাক টিপে ধরে নিচে বসে, গোঙাতে গোঙাতে বলাই বলতে থাকে,
- মাইরি বলছি দাদা,মেশোমশাইকে আমি মারিনি।মাকালির দিব্বি বলছি,আমি মারিনি।আমি চুরি করতে এসে,দেখলাম উনি খুব অসুস্থ।ওনার মৃত্যুতে সত্যি আমিও শোকাহত।তবে চুরি করতে আসাই, আপনি যা শাস্তি দিন,মারুন আমি মাথা পেতে নেব।জীবনে বহুবার চুরি করেছি। কিন্তু ধরা পড়িনি বা কখনো শাস্তি পাইনি।তবে আজ চোখের সামনে ওনাকে চলে যেতে দেখলাম।যদি উনি বেঁচে যেতেন,তাহলে জানতাম আমার সারা জীবনের চুরির সর্বোৎকৃষ্ট পুরষ্কার।আর উনি মারা যেতেই, এটা হল আমার সবচেয়ে বড় শাস্তি। দৈহিক যে শাস্তিই দিন,তা আমার মনের কাছে এই মুহূর্তে তুচ্ছ। একনাগাড়ে বলাই যখন কথাগুলি বলে যাচ্ছিল,সৌম্যবাবুর কী যেন তখন চোরের প্রতি একটু মায়া হল।এদিকে ততক্ষণে পুলিশ এসেগেছে...

পুলিশ বলাই এর নামে কেস তৈরী করলো।চুরি করতে এসে আলমারির চাবি দিতে না চাওয়ায়,ধস্তাধস্তির ফলে হার্টঅ্যাটর্ক করে ধীরেনবাবুর মৃত্যু হয়েছে।একধরনের অনিচ্ছাকৃত মৃত্যুর কারনে,বিচারে বলাই এর সাতবছর সশ্রম কারাদণ্ড হল।(উপরের ছবিটা গুগুল থেকে নেওয়া)

৩১ মার্চ ২০১৮
বারাসাত

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গল্পটা দারুন। বেচারা চোরটার জন্য মায়া হচ্ছে।

কিছু প্রুফ সংশোধন করুন।
৩১ মার্চ ২০১৯?-?--- ঠিক করুন।

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত ভাইয়া।হ্যাঁ,জায়গাটা ঠিক করেছি।আপনাকে আরো একবার ধন্যবাদ।গল্পটা ভাল লাগলো জেনে প্রীত হলাম।তবে চোরের বোধদয় হল,এটা আমাদের বড় প্রাপ্তি। শুভেচ্ছা জানবেন।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও সুন্দর গল্প লিখুন।

এগিয়ে যান

শুভকামনা।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার অনুপ্রেরণায় মুগ্ধ হলাম।আপনাদের আশীর্বাদ আমার পাথেয়।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

পার্থ তালুকদার বলেছেন: বেচারা বলাই .... :((

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,পাঠ ও মন্তব্যের জন্য।আর সৌম্যবাবু! দংশন কী তার হৃদয়কে আঘাত করেনি?
শুভ কামনা আপনাকে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:
চোরটা মায়া লাগাইছে।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,কাওসার ভাই।রাতে ঘুমাান না? বাবারে! রাত ১.৩৪ কমেন্ট। আসলে শুধু চোর বলে কথা নয় , আমরা যদি একটু সহনশীল হই,তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হতে বাধ্য।
আপনার মূল্যবান মন্তব্যে প্রীত হলাম।আপনার জন্য শুভ কামনা রইল।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:
আমার ব্লগে দাওয়াত রইলো।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম।তবে আপনার বিনাঅনুমতিতে বেশ কয়েকবার ঘুরে এসেছি। যাব,একটু বেশি সময় নিয়েই যাবো। অনেক কথা হবে।

অনেক শুভ কামনা রইল।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই!!!

নতুন লেখা না পেয়ে ফিরে যেতে হল।:(

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি এলেন দেখে আজই পোষ্ট দিচ্ছি। নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন,দেখে দুঃখিত।

শুভেচ্ছা নিয়েন।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিলাম।

বাইরে যাব, রাতে দেখা হবে----

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ,ভাইয়া ততক্ষণে পেয়ে যাবেন।প্রীত হলাম আপনার আগ্রহ দেখ।

অনেক ভাল থাকা আপনাকে।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোর সাধু সাজতে গেলে যা হয়!
চোর তুমি চোরই থাকো সাধু সাজতে এসোনা।
সাধুরা থাকে ভগবান পাড়ায় !!

ভালো লাগলো আপনার ভিন্ন স্বাদের গল্প।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: খুব খুশি হলাম,নূর ভাই আপনার আগমনে।হ্যাঁ,যেকথা বলছিলাম,আসলে আমরা সবাই মানুষ, যাদের অন্তরের মধ্যে আরো একটি অন্তর আছে।আমরা যে কাজ করিনা কেন খারাপ কাজে আমরা নিজেরা মাঝে মাঝে নিজেদের ধরে ফেলি আর তখনই হয় বিপত্তি। কথায় বলে বিবেকের দংশন।চোর এখানে সেটিই করে ফেলেছে।

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার দৃষ্টিতে ব্লগে জনপ্রিয় ব্লগারদের মধ্যে, আপনি অন্যতম একজন।আপনাকে পেয়ে আমি ভীষণই খুশি।
আর আপনার উৎসাহ মুলুক মন্তব্যে প্রীত হলাম।

অনেক অনেক শুভ কামনা, রাজীবভাই আপনাকে।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: ঘটনাক্রমে, একটি অনভিপ্রেত মৃত্যুর মধ্য দিয়ে জনৈক নিশিকুটুম্ব তার বিবেক দ্বারা দংশিত হয়ে সংশোধিত হয়েছেন, এটাই গল্পের মূল কথা। সবার বিবেক চিরজাগ্রত থাকুক, বিবেক দ্বারা সবাই অনুশাসিত হোক!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল স্যার,

আপনার আগমন ও সুন্দর বিশ্লেষণ ধর্মী কমেন্ট আমার প্রার্থনীয় ও অনুকরণীয়। গল্পটা পড়ে একেবারে মূল বিষয়টি ধরে যেভাবে তুলে ধরলেন তা একটি বাক্যেই যেন বলা হয়ে গেল। কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে । আপনার কথার প্রতিধ্বনিত করে বলি বিবেক জাগ্রত হোক এবং বিবেক দ্বারা সবাই অনুশাসিত হোক - কামনা করি।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.