নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বর্তীকালীন সরকারে ভবিষ্যত সুখকর নাও হতে পারে

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮


আন্তর্বর্তীকালীন সরকার সুস্থ্যভাবে দেশ চালাতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ এতোদিন যারা স্বৈরাচারী রাজত্ব করে এসেছে তারা কোনঠাসা হয়ে গেছে। তারা এই কোনঠাসা হওয়াটা কোনভাবেই মেনে নিতে পারছে না। কোটি কোটি টাকা দুর্নীতি করে আর্থ আত্মসাত করা লোকজনের ঘি ভাতে ছাই পড়েছে। এমন অবস্থায় এই সরকারকে কোন ভালো কাজকেই তারা ভালোভাবে করতে দিবে না। চুরি ডাকাতি ছিনতাই করে দেশকে অস্থিতিশীল করে দেবে।

এরপর বড় বড় মহাজনকে দিয়ে বাজার সিন্ডিকেট করে জিনিষ পত্রের দাম বৃদ্ধি করে মানুষ ক্ষেপিয়ে দিবে, যেমন দিয়েছিল ফখরুদ্দিন সরকারে সময়। বাজার সিন্ডিকেটের সাথে কুলোতে না পেরে সেনা প্রধান মইন ইউ আহমেদ বলতে বাধ্য হয়েছিলেন ভাতের বদলে আলু খান। এবারো হয়তো সেই পদ্ধতি অনুসরণ করতে পারে। একটি কথা আছে সুবক্তা সুশাসক নাও হতে পারে তেমনি অতি ভদ্রলোকের পক্ষে বিভিন্ন দলের উচ্ছৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণ করে দেশ শাসন খুব একটা সহজ হবে না। যারা দুর্নীতিবাজী করে এতদিন টাকা পয়সা কামিয়ে আসছে তারা সুশাসকদের ভয়ে কিছুদিন চুপ থাকলেও সময় সুযোগ বুঝে ফুসে উঠবে। তখন দৃর্বৃত্তরা সরকারকে ব্যার্থ করার জন্য দেশে অরাজকতা শুরু করবে। সাধারণ জনগণের সাদরে গ্রহণ করা আশাবদী এই সরকারের প্রতি জনসমর্থন যাতে না থাকে সেই দিকে তারা চেষ্টা করে যাবে। কাজেই শান্তিকামি জনগণের উচিৎ হবে এইসব অরাজকতা সৃষ্টি করে সরকারকে যাতে ব্যার্থ করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেরকম একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে কিছুদিন দেখা যাক গতিপ্রকৃতি কোন দিকে ঠেকে...

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩২

পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই, আগামীতে এই সরকারের সফলতা দেখতে চাই।

২| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯

আহলান বলেছেন: আপনার কথা যুক্তিসংগত ... এই জন্যেই অবৈধ কোটি কোটি টাকার গেইম বন্ধে নোট বাজেয়াপ্ত করতে হবে সর্বাগ্রে। নির্দিষ্টি সময় ও এমাউন্ট বেঁধে দ্রুত এটি কার্যকর করতে পারলে, সরকারের বিরুদ্ধে ইন্ধন অনেকটাই বন্ধ হবে। পাশপাশি কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে ধরে সাথে সাথে বিচার করতে হবে। ।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০

পবন সরকার বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন, সারা দেশে মনিটরিং কমিটি থাকা দরকার যাতে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘলে সেটা সাথে সাথেই প্রতিরোধ করা যায়।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনি ১টা ফ্যাক্টর উল্লেখ করেননি; হেফাজত, জামাত-শিবির, গ্রামের ধর্মীয়রা "সুদখোরকে" আদৌ ভালোবাসবে কিনা?

একটা ছোট সমাধান আছে, ড: ইউনুসকে "সুন্নতি দাঁড়ি" রাখতে হবে।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৫

পবন সরকার বলেছেন: জামায়াত শিবির হেফাজত বুঝলাম এরা খারাপ লোক কিন্তু ইউনুস তো পৃথিবীর প্রথম সুদখোর নয় তার বহুত আগে সুদখোর ব্যাংকগুলোর জন্ম হয়েছে সেই ব্যাংকগুলোকে কি করবেন। দাড়ি তো অনেকেরই আছে রংপুরের আবু সাঈদকে যে হত্যা করলো তারও তো মুখে দাড়ি আছে আওয়ামীলীগের পক্ষে গুলি করার পরও তাকে কি জামাতি বলবেন।

৪| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৪

নতুন বলেছেন: এই কারনেই আমি ২ জন ছাত্র প্রতিনিধিকে এই সরকারে থাকাকে সাধুবাদ জানিয়েছিলাম।

আয়ামীলীগ+বিএনপি+জামাত+হেফাজতের ক্ষমতার লাঠিয়াল হইলো ছাত্ররা।

যদি সাধারন ছাত্ররা এই সরকারের সাথে থাকে তবে এই সরকারকে এদের মোকাবেলা করতে সহজ হবে।

এখন জনগনের কি সত্যিই ইচ্ছা আছে দূনিতি মুক্ত, বৈষম্য বিহীন সমাজ পেতে? তারা যদি চায় তবে এখনই সময় ছাত্রদের সাহাজ্য এই সরকারের সাথে কাজ করে আগামী সরকারগুলি যেন দানবে পরিনত হতে না পারে তার জন্য কাজ করা।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

পবন সরকার বলেছেন: সরকারের দুর্নীতিমুক্ত দেশ গড়ার যথেষ্ট ইচ্ছা আছে কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করতে দিবে কিনা সেটাই সমস্যা।

৫| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@আহলান,

আপনি বলেছেন - "সরকারের বিরুদ্ধে ইন্ধন অনেকটাই বন্ধ হবে। পাশপাশি কারা ইন্ধন দিচ্ছে তাদেরকে ধরে সাথে সাথে বিচার করতে হবে।"
========================

আপনি জনগণকে অপ্রেস করে কি বর্তমান সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চান?

ভুল পরমার্শ দিবেন না। মনে রাখবেন, আপনি ব্লগার।

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২

পবন সরকার বলেছেন: আমার লেখাটা ভুল বুঝলেন সাই্য়্যান, যেভাবে গণহারে ডাকাতি শুরু করেছে ধরা পরার পর দেখা যাচ্ছে এরা কোন এক রাজনৈতিক দলের লোক। তাদের প্রতি সতর্ক থাকার জন্য আমার লেখা, এলেখায় সাধারণ জনগণ ক্ষেপবে কেন। বরঞ্চ যারা এসব অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবে যাতে দেশে কোন অরাজকতার সৃষ্টি না করতে পারে।

৬| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১

আহলান বলেছেন: তাই বলে চোরের বিচার করা যাবে না, চোর সম্প্রদায়, খেপে যাবে, সেই ভয়ে? জনগন এর সবাইকে চোর ভাবছেন? তাহলে এখন যারা আন্দোলোন করছে, তারাও কি চুরির জন্য করছে?

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭

পবন সরকার বলেছেন: আমার লেখাটা জনগণকে চোর বানানো নয়, যে সব চোর আছে তারা যাতে চুরি করার সাহস না পায় সেই দিকে লক্ষ্য রাখার পরামর্শ দেয়া। অতীতে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার পরপরই চুরি ডাকাতি বেড়ে যেতে এখনও তাই হচ্ছে, এই চোরেরা কখনই শান্তি চায় না, চায় তার দল ক্ষমতায় থাকলে লুটেপুটে খেতে পারবে।

৭| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

আলামিন১০৪ বলেছেন: দেশে সৎ লোকের অভাব নেই, এদের সঠিক স্থানে দায়িত্ব দিলে দুর্নীতিপরায়নরা পালানোর জায়গা পাবে না, সবুর করেন

১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬

পবন সরকার বলেছেন: এখন শান্তিকামী জনগণ সেই আশাতেই এই সরকারকে সাদরে গ্রহণ করেছে। আশা করি স্বৈরাচারী সরকার পতনের পর সেই অভিক্ষ লক্ষ্যে আমরা পৌছতে পারবো।

৮| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

রানার ব্লগ বলেছেন: ছয় মাস যাক তারপর বোঝা যাবে !

১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২০

পবন সরকার বলেছেন: ঠিকই বলেছেন

৯| ১০ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৭

পারস্যের রাজপুত্র বলেছেন: চোরদেরকে ধর্তে হবে

১০ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

পবন সরকার বলেছেন: ঘটনার পরপরই যদি চোর ধরে বিচার করা যায় তাহলে অরাজকতা করার সাহস পাবে না।

১০| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২০

এক্সম্যান বলেছেন: রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজটা ছাত্ররা করে দিয়েছে বাকিটা করার দায়িত্ব অভিভাবকদের তথা দেশের আপামর জনতার। এখন জনগন না চাইলেতো আর সংস্কার সম্ভব নয়। তবে জনগন চাইলে অবস্যই সুন্দর একটা আগামি পসিবল।

১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৪

পবন সরকার বলেছেন: জনগণ এতোদিন যা চেয়েছিল সেই সুযোগ এসেছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে না পারলে এদেশের জনগণের কপালা দুঃখ আছে।

১১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১:১১

প্রহররাজা বলেছেন: এদেশের সবাই চায় নিজের সেক্টর বাদে অন্য সেক্টরগুলা দুর্নিতী মুক্ত হোক, যেনো নিজে ঘুষ খেতে পারে কিন্তু নিজের কাজের জন্য অন্যকে ঘুষ না দিতে হয়।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

পবন সরকার বলেছেন: একদম সত্যি কথাই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.