নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবন সরকার
ধর শালা! মার শালা!!
কোন শালা কয়রে,
হাতে তালি মুখে গালি
দিলে নাই ভয়রে!!!
ঘুষ খেয়ে হুশ নাই
সেই নাকি গলাবাজ
উঁচু গলায় কথা বলে
চোখে মুখে নাই লাজ?
মাল খেয়ে টাল হয়ে
চোখ তুলে কপালে
জনগণকে গালি দেয়
সুর্য্য উঠা সকালে।
রিলিফের গম খেয়ে
জ্ঞান বুঝি নাই তার
টাকা কড়ি বেশি হওয়ায়
হলো নাকি ত্যাড়া ঘাড়?
খায় না ছোঁয় না
নাই যাদের ধান্দা
তাদের কাছে জোরে নেয়
কোটি টাকার চান্দা?
উঠ শালা! ধর শালা!!
লাথি মার কপালে
খালি হাতে গালি দে
বিকালে আর সকালে।
ঘর নাই বাড়ি নাই
নাই যাদের পেটে ভাত
তাদের দেহে ঝুলে আছে
হাড্ডিসার দু'টি হাত।
সেই হাতেই উঠে পর
ধর শালার টুটিটা
কাত করে ফেলে দে
ধরে চুলের মুঠিটা।
ফুঁসে উঠে ঘুষি মার
নাকে কিংবা শিনাতে
ক্ষীণ দেহে বাজুক সুর
যেমন বাজে বীণাতে।
কেঁদে কেটে নয় আর
বিনয়ের কিসসা
জোর করেই নিয়ে নে
গরীবের হিসসা।
ছবি ঃ ইন্টারনেট
©somewhere in net ltd.