নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের অনেক অপ্রকাশ্য অনুভুতি প্রকাশ করা দরকার *\nহে পৃথিবী! সত্য বলার সাহস দাও --- পবন সরকার

পবন সরকার

পবন সরকার › বিস্তারিত পোস্টঃ

কোটার নাতি

১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৫


পবন সরকার

কিরে হাবু পড়ছিস না ক্যান
চলবি কেমন করে
সারা জীবন বাপ মায়েরা
পালবে নাকি তোরে?

হা হা হেসে বলল হাবু,
চিন্তুা করিস কেন
কোটার রাজ্যে বসত করে
চাকরির অভাব যেন।

বাপ হলো মোর ন্যাংড়া ন্যুলো
মায়ে উপজাতি
দাদা হলো মুক্তিযোদ্ধা
আমি যে তার নাতি।

তিনটি কোটায় রাজত্ব মোর
সারা বাংলা ধরে
চাকরির জন্য ঘাড় গুঁজিয়ে
কি লাভ এত পড়ে?

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৬

আমি নই বলেছেন: কথা সত্য। জন্ম হোক যথাতথা কর্মহোক ভালো। এই লাইন এখন ভুয়া।

১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৮

পবন সরকার বলেছেন: মন্দ বলেন নাই

২| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার কাছে কবিতাটি ভীষণ ভালো লেগেছে।

১১ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩০

পবন সরকার বলেছেন: কয়েক লক্ষ্য মানুষের জন্য ৪৬% কোটা আর ৫৪% কোটা ১৮কোটি মানুষের জন্য, কাজেই কোটাওয়ালাদের পড়ার কি দরকার পড়াশুনা করবে যারা কোটার বাইরে আছে।

৩| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৯

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা।

সত্যিই তো, এত কোটা থাকতে চাকরির জন্য পড়াশোনা করে লাভ কি!!

১১ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩০

পবন সরকার বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সংসদে সংরক্ষিত নারী আসনও উঠিয়ে দেয়া উচিত। সবার মত নির্বাচন করে আসুক।

১১ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৩

পবন সরকার বলেছেন: তাহলে তো অনেক নেত্রী ঝরে পড়ে যাবে

৫| ১১ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

শায়মা বলেছেন: ঠিক ঠিক কোনো লাভ নেই আসলেই পড়ালেখা করে।

অটো পাস

অটো জব

এসব পেলেই চলবে! :)

১১ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৯

পবন সরকার বলেছেন: কয়েক লক্ষ্য মানুষের জন্য ৪৬% কোটা আর ৫৪% কোটা ১৮কোটি মানুষের জন্য, কাজেই কোটাওয়ালাদের পড়ার কি দরকার পড়াশুনা করবে যারা কোটার বাইরে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.