নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক এক গ্রামে গিয়ে একজনকে জিজ্ঞেস করল---
এই গ্রামে মাতবর ক্যারা?
আমরাই
মাস্তান সন্ত্রাসী ক্যারা?
আমরাই
তাইলে বিচার করে ক্যারা?
আমরাই
সবই তো দেহি আপনারাই তাইলে ভালো মানুষ ক্যারা?
আরে মিয়া এতো কিছু জিগানোর পরও ঘাড় ধইরা চটকোনা মারি নাই তার পরও কন ভালো মানুষ ক্যারা, ভালো মানুষও আমরাই।
এবারের ইলেকশনও উপরের ঘটনার সাথে যথেষ্ট মিল আছে যেমন---
এবারের ইলেকশনে প্রধান দলে ক্যারা?
আওয়ামী লীগ
বিরোধী দলে ক্যারা
আওয়ামী লীগ
স্বতন্ত্র দলে ক্যারা
আওয়ামী লীগ
সবই তো আওয়ামী লীগ তয় পাস করবো ক্যারা
আরে মিয়া বোঝেন না, মাথাই কি গ্যাস্ট্রিক আছে, সবই যহন আওয়ামী লীগ পাসও করব আওয়ামী লীগ।
ছবি ঃ অন্তর্জাল
২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২
পবন সরকার বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
অক্পটে বলেছেন: কি বলিব সেইরাম হয়েছে। কুটিল সত্য এবং জটিল সত্যও বটে এবং সোজাসাপটা সত্য উল্লেখ করার জন্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
পবন সরকার বলেছেন: সত্য বলায় বিপদ বেশি
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: বেশ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
পবন সরকার বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৩
তাহেরা সেহেলী বলেছেন: মাশাআল্লাহ!
মানুষ কতটা সৃজনশীলতার সাথে খুব সহজেই, নির্মল আনন্দ দিয়ে
বাস্তবতা বুঝিয়ে পারে, তা আপনার লেখাগুলো পড়লে বোধ হয়।
শুভ কামনা!
০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:২৭
পবন সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
মিরোরডডল বলেছেন:
হা হা হা
মজারু হয়েছে